আজ, বুধবার দিল্লিতে চলছে বিধানসভা ভোট। পাশাপাশি, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের একটি করে কেন্দ্রে চলছে উপ নির্বাচনও। সকাল ৯টা পর্যন্ত তামিলনাড়ুর ইরোদ (পূর্ব) বিধানসভা কেন্দ্রে পড়ল ১০.৯৫ শতাংশ। অন্যদিকে, উত্তরপ্রদেশের মিলকিপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ১৩.৩৪ শতাংশ।
2025-02-05 10:15:00মেষ: স্বাস্থ্য সমস্যা করতে পারে।
বৃষ: প্রতিপত্তি ও খ্যাতির সম্ভাবনা।
মিথুন: শারীরিক অস্বস্তি বৃদ্ধি।
কর্কট: অর্থকড়ি প্রাপ্তির যোগ।
সিংহ: বকেয়া অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সাফল্য।
কন্যা: প্রণয় যোগ আছে।
তুলা: আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি।
বৃশ্চিক: অর্থকরী উপার্জন বৃদ্ধির যোগ।
ধনু: কর্মে শুভ।
মকর: মানসিক হতাশ ভাব।
কুম্ভ: বিশেষ সাফল্যের স্বীকৃতি প্রাপ্তির সম্ভাবনা।
মীন: ব্যয় বৃদ্ধির ফলে সঞ্চয়ে বড় ঘাটতি।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.১৮ টাকা | ৮৭.৯২ টাকা |
পাউন্ড | ১০৬.২৮ টাকা | ১১০.০২ টাকা |
ইউরো | ৮৮.১৫ টাকা | ৯১.৫১ টাকা |