থাইল্যান্ডের একটি হোটেলে এক ভারতীয় বধূর রহস্যমৃত্যু। মৃতার নাম প্রিয়াঙ্কা শর্মা। তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। মৃতার পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কার স্বামী অশিষ শ্রীবাস্তব তাঁকে খুন করেছেন। গতকাল, সোমবার রাতে লখনউয়ের পিজিআই থানায় অশিষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।
পুলিস সূত্রে খবর, অশিষের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিল তাঁদের পুত্র সন্তানও। অশিষ পেশায় একজন চিকিৎসক। তিনি উত্তরপ্রদেশের একটি হাসপাতালে কর্মরত। পাটায়ার যে হোটেলে তাঁরা ছিলেন, সেখান থেকেই পুলিস প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করেছে। অশিষের দাবি, স্নান করতে গিয়ে বাথটবে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। তবে মৃতার বাবা সত্যনারায়ণের অভিযোগ, খুনের পরিকল্পনা করেই আশিষ প্রিয়াঙ্কাকে ঘুরতে নিয়ে গিয়েছিল।
মুর্শিদাবাদের বালিগ্রামে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। ধৃতের নাম জাইদুল শেখ। বাড়ি ভগবানগোলা থানার চর লবণগোলা। তার কাছ থেকে ২৭৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত ভগবানগোলা থানার কালুখালি এলাকায় হাত বদলের জন্য হেরোইন নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে।
2025-02-14 10:25:00শহরের বিভিন্ন অনুষ্ঠান বাড়ি ও গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল উত্তর দমদম পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, শহরবাসীর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করে ৭৮টি পোস্টে ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের নানা অনুষ্ঠান বাড়িতে প্রচুর মানুষ আসে। রাত পর্যন্ত আনাগোনা চলে। তাই বিপদের ঝুঁকি রয়েছে।
2025-02-14 10:10:00রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে’, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি বলেন, ‘আমি আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেছি, এটা যুদ্ধের যুগ নয়। ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছে, আমি তাকে সমর্থন করি। ’
2025-02-14 10:03:31সাতসকালে মুর্শিদাবাদে রেল অবরোধ। ফরাক্কার সাঁকোপাড়া হল্টকে পূর্ণাঙ্গ স্টেশন করার দাবি তুলে রেল অবরোধ করল বাসিন্দারা। এই স্টেশনে হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজের দাবি করছেন স্থানীয়রা। প্রায় হাজারখানেক মানুষ এদিন সকালে স্টেশন চত্বরে জড়ো হয়। রেলের কর্তা ও আরপিএফ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে তাঁরা রেললাইনে বসে পড়েছেন। অবরোধে আটকে রয়েছে মালগাড়ি। এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে রেল কর্তারা।
2025-02-14 09:42:00এক মহিলাকে কটূক্তির অভিযোগ উঠল গরফা থানা এলাকায়। মহিলার অভিযোগ, রবিবার রাত ১২টার পর তিনি বাড়ির সামনে পথকুকুরদের খাওয়াচ্ছিলেন। তখন দু’জন এসে তাঁর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করেন। প্রতিবাদে ওই মহিলা এক যুবককে থাপ্পড় কষান। কয়েকদিন বাদে কিছু লোকজন এসে তাঁর বাড়িতে চড়াও হয়। ধর্ষণ, অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয়। গরফা থানায় অভিযোগ করেন ওই মহিলা। অভিযুক্তও পাল্টা মারধরের অভিযোগ করেন থানায়।
2025-02-14 09:42:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৯৮ টাকা | ৮৭.৭২ টাকা |
পাউন্ড | ১০৬.৪৭ টাকা | ১১০.২১ টাকা |
ইউরো | ৮৮.৭৮ টাকা | ৯২.১৫ টাকা |