থাইল্যান্ডের একটি হোটেলে এক ভারতীয় বধূর রহস্যমৃত্যু। মৃতার নাম প্রিয়াঙ্কা শর্মা। তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। মৃতার পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কার স্বামী অশিষ শ্রীবাস্তব তাঁকে খুন করেছেন। গতকাল, সোমবার রাতে লখনউয়ের পিজিআই থানায় অশিষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।
পুলিস সূত্রে খবর, অশিষের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিল তাঁদের পুত্র সন্তানও। অশিষ পেশায় একজন চিকিৎসক। তিনি উত্তরপ্রদেশের একটি হাসপাতালে কর্মরত। পাটায়ার যে হোটেলে তাঁরা ছিলেন, সেখান থেকেই পুলিস প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করেছে। অশিষের দাবি, স্নান করতে গিয়ে বাথটবে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। তবে মৃতার বাবা সত্যনারায়ণের অভিযোগ, খুনের পরিকল্পনা করেই আশিষ প্রিয়াঙ্কাকে ঘুরতে নিয়ে গিয়েছিল।
দেউচা-পাচামি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই বীরভূম জেলার প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। আজ, বুধবার সন্ধ্যায় সিউড়ির সার্কিট হাউজে জেলাশাসক বিধান রায়ের উপস্থিতিতে ম্যারাথন বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন পুলিস সুপার আমনদীপ, এডিএম জেলা পরিষদ, মহম্মদবাজারের বিডিও সহ অন্যান্যরা। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার বীরভূমে গিয়েছিলেন। মহম্মদবাজারে বিডিও অফিসে জেলাশাসক সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছিলেন তাঁরা। সেই সময়েই স্পষ্ট হয়ে গিয়েছেল যে ফেব্রুয়ারিতেই দেউচা-পাচামিতে খননকাজ শুরু হবে।
2025-02-05 21:14:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.১৮ টাকা | ৮৭.৯২ টাকা |
পাউন্ড | ১০৬.২৮ টাকা | ১১০.০২ টাকা |
ইউরো | ৮৮.১৫ টাকা | ৯১.৫১ টাকা |