মুর্শিদাবাদের বালিগ্রামে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। ধৃতের নাম জাইদুল শেখ। বাড়ি ভগবানগোলা থানার চর লবণগোলা। তার কাছ থেকে ২৭৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত ভগবানগোলা থানার কালুখালি এলাকায় হাত বদলের জন্য হেরোইন নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে।
2025-02-14 10:25:00শহরের বিভিন্ন অনুষ্ঠান বাড়ি ও গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল উত্তর দমদম পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, শহরবাসীর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করে ৭৮টি পোস্টে ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের নানা অনুষ্ঠান বাড়িতে প্রচুর মানুষ আসে। রাত পর্যন্ত আনাগোনা চলে। তাই বিপদের ঝুঁকি রয়েছে।
2025-02-14 10:10:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৯৮ টাকা | ৮৭.৭২ টাকা |
পাউন্ড | ১০৬.৪৭ টাকা | ১১০.২১ টাকা |
ইউরো | ৮৮.৭৮ টাকা | ৯২.১৫ টাকা |