দেউচা-পাচামি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই বীরভূম জেলার প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। আজ, বুধবার সন্ধ্যায় সিউড়ির সার্কিট হাউজে জেলাশাসক বিধান রায়ের উপস্থিতিতে ম্যারাথন বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন পুলিস সুপার আমনদীপ, এডিএম জেলা পরিষদ, মহম্মদবাজারের বিডিও সহ অন্যান্যরা। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার বীরভূমে গিয়েছিলেন। মহম্মদবাজারে বিডিও অফিসে জেলাশাসক সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছিলেন তাঁরা। সেই সময়েই স্পষ্ট হয়ে গিয়েছেল যে ফেব্রুয়ারিতেই দেউচা-পাচামিতে খননকাজ শুরু হবে।
2025-02-05 21:14:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.১৮ টাকা | ৮৭.৯২ টাকা |
পাউন্ড | ১০৬.২৮ টাকা | ১১০.০২ টাকা |
ইউরো | ৮৮.১৫ টাকা | ৯১.৫১ টাকা |