সপ্তাহান্তে ফের কলকাতায় শীতের আমেজ। আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩০ ডিগ্রি ও ১৭.৭ ডিগ্রি।
2025-02-14 11:10:00মুর্শিদাবাদের বালিগ্রামে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। ধৃতের নাম জাইদুল শেখ। বাড়ি ভগবানগোলা থানার চর লবণগোলা। তার কাছ থেকে ২৭৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত ভগবানগোলা থানার কালুখালি এলাকায় হাত বদলের জন্য হেরোইন নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে।
2025-02-14 10:25:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৯৮ টাকা | ৮৭.৭২ টাকা |
পাউন্ড | ১০৬.৪৭ টাকা | ১১০.২১ টাকা |
ইউরো | ৮৮.৭৮ টাকা | ৯২.১৫ টাকা |