হাওড়ায় দুঃসাহসিক ডাকাতি। গতকাল, রবিবার বিকেলে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানা থেকে কিছু দূরে লক্ষীনারায়ণতলা রোডের এক বাড়িতে ঘটনাটি ঘটেছে। প্রায় বারে ভরি সোনার গয়না এবং নগদ সাত হাজার টাকা লুট করে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।
2025-01-06 17:03:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৯৩ টাকা | ৮৬.৬৭ টাকা |
পাউন্ড | ১০৪.৭২ টাকা | ১০৮.৪৪ টাকা |
ইউরো | ৮৬.৮১ টাকা | ৯০.১৭ টাকা |