সম্পাদকীয়

ডিজিটালের ফাঁদ!

‘ডিজিটাল অ্যারেস্ট’। সাইবার প্রতারণার এক নতুন অস্ত্র। সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পুলিস ও তদন্তকারী আধিকারিকদের কপালে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল—এই চারমাসেই প্রায় ১২০ কোটি ৩০ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। এই নথি শুধু সরকারি হিসেবে। যে অভিযোগগুলি জমা পড়েনি, তার হিসেব যোগ করলে প্রতারণার অঙ্ক আরও বেশি হওয়ার সম্ভাবনা। সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে এক বৃহত্তর জগতের সন্ধান দিয়েছে। কিন্তু এই মাধ্যমের উপর ভরসা করে প্রতিদিন বহু জন প্রতারিত, হেনস্তার শিকার হচ্ছেন, চরম বিপদেও পড়ছেন। জালিয়াতেরা সম্ভাব্য ‘শিকার’কে বেছে নিয়ে যোগাযোগ করতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। প্রতারকরা নিজেদের পরিচয় দিচ্ছে পুলিসের কোনও আধিকারিক বলে। কখনও ইডি, সিবিআই বা শুল্ক দপ্তরের আধিকারিকের পরিচয় দিয়েও ফোন করছে। ভুয়ো পরিচয়ের ফাঁদে এক বার পা দিলেই মিথ্যা মামলার ভয় দেখাতে শুরু করছে। ভুয়ো অভিযোগের কথা বলে বিভ্রান্ত করে মোটা টাকা দাবি করছে। অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে ভুয়ো ওয়ারেন্টও। সাধারণ মানুষ তো বটেই, প্রতারিতদের তালিকায় আইনজীবী, শিক্ষক, সাহিত্যিকের পাশাপাশি রয়েছেন বহুজাতিক সংস্থার কর্তারাও। কিছুদিন আগেই পরমাণু গবেষণা সংস্থার পদস্থ কর্তা এই ফাঁদে পড়ে ৭১ লক্ষ টাকা খুইয়েছেন বলে অভিযোগ। একটি জ্বালানি সংস্থার পদস্থ কর্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও এইভাবে প্রায় ৫৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। পরিস্থিতি এমন যে, খোদ দেশের প্রধানমন্ত্রীকে ঘোষণা করতে হয়েছে, ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারির কোনও আইনই নেই। পুরোটাই ভুয়ো। এরপরেও আতঙ্ক কাটছে না।
কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ নথিভুক্তির পোর্টালের (এনসিআরপি) তথ্য অনুসারে, গত কয়েক বছরে সাইবার অপরাধের প্রবণতা বেড়েই চলেছে। গত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৭ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়েছে। ২০২৩ সালে গোটা বছরে অভিযোগ জমা হয়েছিল সাড়ে ১৫ লাখের কিছু বেশি। ২০২২ সালে অভিযোগ জমা পড়েছিল সাড়ে ৯ লাখের কিছু বেশি। সংখ্যটি ২০২১ সালে ছিল ছিল সাড়ে ৪ লাখ। গত তিনবছরের পরিসংখ্যানেই পরিষ্কার, উদ্বেগ কতটা গুরুতর। তাছাড়া এবছরের প্রথম চারমাসে লগ্নির টোপ দিয়ে প্রতারণা হয়েছে ২২২ কোটি ৫৪ লাখ টাকার। বন্ধুত্বের অ্যাপ থেকে প্রতারণা হয়েছে ১৩ কোটি ২৩ লাখ টাকার। পাশাপাশি শেয়ার বাজার সংক্রান্ত সাইবার প্রতারণাতেও প্রচুর মানুষ টাকা খুইয়েছেন। ট্রেডিংয়ের টোপে প্রতারণা হয়েছে ১ হাজার ৪২০ কোটি টাকার। সাইবার বিশেষজ্ঞদের দাবি, সামাজিক সম্মানের কথা ভেবে অনেক ঘটনাই পুলিস পর্যন্ত পৌঁছয় না। সেসব ধরলে আরও বিপুল টাকায় থাবা বসেছে সাইবার প্রতারকদের।
সম্প্রতি প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’-এ জনগণকে সতর্ক হতে বলেছেন। কিন্তু শুধু জনগণ সচেতন হলেই কি সুরাহা মিলবে? সরকার বা প্রশাসনের কি কোনও দায়িত্ব নেই? না কি সরকারের কোনও ভুল নীতির ফলে নাগরিকরা এই প্রতারণার শিকার হচ্ছেন? মোদি সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পের কল্যাণে ব্যাঙ্কিং ব্যবস্থাসহ অন্য প্রায় সবক্ষেত্রেই অনলাইন বা ডিজিটাল ব্যবস্থা চালু হয়েছে। যতদিন যাচ্ছে ততই বাড়ছে ডিজিটাল নির্ভরতা ও ডিজিটাল অপরিহার্যতা। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সড়গড় নয় বা একেবারেই অপারগ কোটি কোটি মানুষও ডিজিটাল লেনদেনে যেতে বাধ্য হচ্ছে। অন্যের সাহায্য নিতে গিয়েও বিপদে পড়ছেন অনেকে। বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল অজ্ঞ বা স্বল্পজ্ঞাত মানুষের সামনে এটাই মূর্তিমান বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল ব্যবস্থায় নিরাপত্তা অবশ্যই থাকে। কিন্তু জালিয়াতরা অনেক ক্ষেত্রে সহজেই সেই নিরাপত্তা ভেদ করে মোটা টাকা হাতিয়ে বেরিয়ে যাচ্ছে। ২০১৮ সালে প্রথমবার খবর হয়েছিল প্রায় এক কোটি মানুষের আধার তথ্য ফাঁস হওয়ার কথা। করোনা মহামারীর সময়েও একই ধরনের আরও একটি খবর জনসমক্ষে আসে, কোউইন মোবাইল অ্যাপ থেকে অসংখ্য মানুষের আধার এবং মোবাইল তথ্য চুরি গিয়েছে। অর্থাৎ, দেশের বিরাট সংখ্যক মানুষের আধার, মোবাইল নম্বর, ইমেল আইডি রয়েছে প্রতারকদের হাতে। অথচ, সরকার দাবি করে এসেছে, নাগরিকের সব তথ্যই সুরক্ষিত। এমনকী, ২০১৮ সালে শীর্ষ আদালতে শুনানিতেও সরকার পক্ষ বলেছিল, আধার তথ্য চুরি হওয়ার কোনও কারণ ঘটেনি, অতএব নাগরিকরা নির্ভয়েই থাকুন। কেন্দ্র যতই অস্বীকার করুক, যেদিন থেকে কোনও ব্যক্তির প্রত্যেকটি ব্যক্তিগত তথ্যের সঙ্গে আধারকে যুক্ত করার কথা বলা হয়েছে, সেদিন থেকেই বেড়েছে প্রতারণার সম্ভাবনা। সরকার এখনও এই দায় এড়িয়ে গেলে আগামী দিন এদেশের নাগরিকদের জন্য ভয়ঙ্কর!
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা