সম্পাদকীয়

এ যেন ‘তালিবানি’ পরামর্শ!

রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্রে অসৎ উদ্দেশ্য নিয়ে পুরুষের একাংশের ‘খারাপ স্পর্শ’ সমাজে এক গভীর অসুখ তৈরি করেছে। এর থেকে বাঁচতে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। ‘ভালো স্পর্শ’, ‘খারাপ স্পর্শ’ সম্পর্কে সচেতন করার পাঠ শৈশব থেকেই শেখানো দরকার। এসব পরামর্শ মেনে অনেক রাজ্যে ছোট থেকেই মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার বর্মে নিজেকে সুরক্ষিত রাখতে অনেক মহিলা শারীরিক কসরতের ট্রেনিংও নেন। কিন্তু মেয়েদের আত্মরক্ষায় এসব চিরাচরিত ব্যবস্থায় যেন একেবারেই আস্থা নেই উত্তরপ্রদেশের যোগী সরকারের। খারাপ স্পর্শ থেকে মেয়েদের রক্ষা করতে তারা কার্যত ‘পুরুষ বর্জন’-এর চটজলদি দাওয়াই বাতলেছে! যেমন, মেয়েদের পোশাকের মাপ নিতে পারবেন না পুরুষ দর্জি, সেলুন বা বিউটি পার্লারে মেয়েদের চুল কাটতে পারবেন না পুরুষরা, জিমে মহিলাদের ট্রেনিং দিতে পারবেন না কোনও পুরুষ ট্রেনার ইত্যাদি। বলা হয়েছে, স্কুলবাসে মহিলা নিরাপত্তাকর্মী রাখতে হবে। মহিলাদের পোশাক বিক্রির দোকান, নাটক বা নাচ শেখার কেন্দ্রেও পুরুষ নৈব নৈব চ। এমনকী জিম, কোচিং সেন্টার, দর্জির দোকান সর্বত্র সিসি টিভি ক্যামেরা রাখতে হবে। উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশনের এমন একগুচ্ছ প্রস্তাব যোগী সরকার এখনও কার্যকর করার কথা ঘোষণা না করলেও এর মধ্যে ‘তালিবানি সংস্কৃতির’ ছায়া দেখছেন অনেকে। নারী-পুরুষের মধ্যে বিভেদ তৈরি করে, মহিলাদের পর্দানশিন রেখে তাদের অধিকার সঙ্কুচিত করার এই প্রবণতা আগে বিশ্বের বিভিন্ন দেশেও দেখা গিয়েছে। আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় এসেই ফতোয়া জারি করে জানায়, মেয়েরা একা রাস্তায় বেরতে পারবে না, তাদের জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ, এমনকী একজন মহিলা অন্য মহিলার সামনে জোরে কোরান পাঠও করতে পারবে না। উত্তরপ্রদেশে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বহুদিন ধরে চলছে। এখন দেখা যাচ্ছে, তালিবানদের ফতোয়া আর যোগীরাজ্যে মহিলা কমিশনের ‘সুরক্ষা’ প্রস্তাবের মধ্যে নীতিগত বিশেষ পার্থক্য নেই। 
মহিলা কমিশনের প্রস্তাব যোগী সরকার কার্যকর করবে কি না তা সময়ে বোঝা যাবে। কিন্তু এই প্রস্তাবকে ঘিরে কার্যত গোটা দেশে ঝড় উঠেছে। অনেকেই এর মধ্যে বিজেপির ‘মনুবাদী’ আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা দেখছেন। মহিলারা অন্য কারও সম্পদ, কারও অধীনে রয়েছেন, ধর্ষণ-শ্লীলতাহানির জন্য মেয়েদের ছোট পোশাকই দায়ী—হিন্দুত্ববাদীদের মনুবাদের মূল কথা এটাই। সে রাজ্যে সমাজবাদী পার্টির এক মহিলা নেত্রী বলেছেন, কে কোন দর্জির দোকানে যাবেন, জিম-এ কোন ট্রেনারের কাছে প্রশিক্ষণ নেবেন— সেটা মেয়েদের ব্যক্তিগত স্বাধীনতা। এই ব্যক্তি স্বাধীনতাকেই লিঙ্গের গণ্ডিতে বেঁধে রাখার চেষ্টা হচ্ছে! খুব সম্প্রতি পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলে দেওয়া আর জি কর কাণ্ডের পর হাসপাতালে মহিলা চিকিৎসকদের রাতের ডিউটিতে নিষেধাজ্ঞা জারির যে কথা উঠেছিল, সুপ্রিম কোর্ট তা পত্রপাঠ খারিজ করে দিয়েছে। এসব থেকে ঘুরেফিরে যে কথাটা বারবার উঠে আসছে তা হল, মেয়েরা কী করবে সেটা তারাই ঠিক করবে। যেমন, একজন পুরুষ এই অধিকার ভোগ করে। মহিলাদের কী করা উচিত, সেটা কোনও সরকার ঠিক করে দিতে পারে না। রাস্তাঘাট থেকে কর্মক্ষেত্র— সর্বত্র মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। সেখানে মেয়েদের অধিকার, ইচ্ছাকে নিয়ন্ত্রণ বা খারিজ করে রাষ্ট্র তার দায় এড়াতে পারে না। সঙ্গত কারণেই মেয়েদের ‘রক্ষা’র নামে এমন এক অবাস্তব প্রস্তাব নিয়ে হইচই শুরু হয়েছে। অনেকে কটাক্ষ করে বলেছেন, এরপর কি তবে গণপরিবহণ, রাস্তাঘাট এবং কর্মক্ষেত্রে মেয়েদের অবাধ বিচরণের জন্য পৃথক ব্যবস্থা করবে উত্তরপ্রদেশ সরকার? যেমন, পৃথক রাস্তা, পৃথক বাস, পৃথক অফিসঘর ইত্যাদি। 
আসলে সমাজের গভীরে ছড়িয়ে পড়া এই রোগের কোনও চটজলদি সমাধান নেই। কোনও পুরুষের অভব্য আচরণের হাত থেকে বাঁচতে কি ঘরে খিল এঁটে বসে থাকবেন মহিলারা? এখানেই সচেতনতা ও আত্মরক্ষার পাঠ ও প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। পুরুষের ‘খারাপ স্পর্শ’ ও অসৎ উদ্দেশ্য থেকে মহিলাদের ‘রক্ষার’ নামে যোগীরাজ্যে মহিলা কমিশন যে ‘তালিবানি’ পরামর্শ দিয়েছে তা নারী ও পুরুষের স্বাভাবিক সামাজিক মেলামেশার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এমন পরামর্শ পুরুষদের পক্ষেও অসম্মানজনক। কারণ, সব পুরুষ খারাপ নন। সেক্ষেত্রে সামগ্রিকভাবে দেওয়া এমন পরামর্শ নারী পুরুষের মধ্যে যে বিভাজন বিদ্বেষের মানসিকতার জন্ম দেবে না, তা কি হলফ করে বলা যায়? তাছাড়া এমনও দেখা গিয়েছে, নিজের ঘরে, পরিবারের মধ্যেই পদে পদে খারাপ পরিস্থিতির শিকার হতে হয়েছে বহু মেয়েকে। তাদের ‘সুরক্ষা’ দিতে এবার কি তাহলে যোগী সরকার পরিবারের অভ্যন্তরেই নারী-পুরুষের মধ্যে বিভাজন ঘটাবে? তাই বলতেই হয়, নারী হোক বা পুরুষ—তাদের ব্যক্তি স্বাধীনতাকে লিঙ্গের গণ্ডিতে বাঁধা কোনও কাজের কথা নয়। নারীদের আত্মরক্ষার পাঠ, প্রশিক্ষণ যেমন জরুরি, তেমনই জরুরি সরকারি তরফে নারীর সুরক্ষা সুনিশ্চিত করাটাও। দুষ্কৃতী দমনে প্রশাসন ঠুঁটো থাকলে এমন ঘটনা বাড়বে। দরকার প্রশাসনিক কড়া পদক্ষেপ।
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সুনাম বাড়বে। জ্ঞাতির চক্রান্তে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে। উচ্চশিক্ষায় শুভ ফল লাভের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
8th     December,   2024
দিন পঞ্জিকা