বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
‘মর্দানি ২’ ছবিতে একজন ২১ বছর বয়সি ভিলেনের বিরুদ্ধে এই পুলিস অফিসার তার অভিযান চালাবে। এখন মানুষের মনে জোড় জল্পনা, রানির বিপরীতে কে হবেন এই ২১ বছরের ভিলেন। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তা হল ছবির প্রযোজক আদিত্য চোপড়া একটি নতুন মুখ বলিউডে নিয়ে আসতে চলেছেন। প্রসঙ্গত, ‘মর্দানি’ ছবিতে রানির পাশাপাশি নজর কেড়েছিলেন ছবির ভিলেন তাহির রাজ ভাসিন। তাই এবার ভিলেন কে হবেন তা নিয়েও আগ্রহ বাড়ছে।
মূলত জয়পুর এবং রাজস্থানে এই ছবির শ্যুটিং হয়েছে। রানির শেষ ছবি ছিল ‘হিচকি’, যা বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল। তাই রানির ভক্তদের আশা ‘মর্দানি ২’ আগের প্রত্যাশা পূরণে সমর্থ হবে।