তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি। ... বিশদ
সম্প্রতি মুক্তাঙ্গনে নয়াবাদ কালচারাল সোসাইটির নতুন নাটক ‘আকাশ কুসুম’ মঞ্চস্থ হল। রচনা ও নির্দেশনা সবিতাব্রত রায়ের। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই নাটক বাস্তব ঘটনাকে তুলে ধরে। আশা আশঙ্কার বৈপরীত্য যেমন দেখা যায়, তেমনই মানবিক ভাবনার নানা স্তরের ভাঙা গড়ার এক সমান্তরাল ভাবনা। যা নাটককে এক সুতোয় ধরে রাখে সাদা কালোর সত্যের মতো।
নাটকের অন্যতম চরিত্র ‘কুসুম’কে সায়নী দুবে জীবন্ত করেছেন। কিন্তু সংলাপ প্রয়োগে প্রয়োজন মতো কোমলতার প্রয়োজন ছিল। অনুরূপা চরিত্রটির মধ্যে দিয়ে মধ্যবিত্ত পরিবারের মাকে ফুটিয়ে তুলেছেন শর্মিষ্ঠা রায়। আকাশ চরিত্রে সৌম্য মজুমদারের অভিনয় বাস্তবধর্মী। এছাড়া গোপাল সর্দার, রোহিত সিংহ রায়ের অভিনয় ছিল যথাযথ। মঞ্চ পরিকল্পনায় পরিমিতির অভাব ছিল। গোপাল ঘোষের আলো ও সৌমেন দত্তের আবহ নাটককে এক তারে বাঁধলেও শেষ অঙ্কে এসে নাটকের হঠাৎ পরিসমাপ্তি অসম্পূর্ণ লাগে।