সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
সোনারপুরের মানিকপুর পুষ্পদল এবার দশম বছরে পদার্পণ করল। তারা এবার জলের তলার দুনিয়াকে তুলে ধরবে তাদের মণ্ডপে। থিমের নাম জলপরি। পুজো কমিটির যুগ্ম সম্পাদক অনুপকুমার মিশ্র বলেন, ‘বিভিন্ন প্রাণী, গাছপালা ও জলপরির মডেল তৈরি করা হচ্ছে। আলোর সাহায্যে একটি কৃত্রিম বিশ্বকে বোঝানো হবে। সব মডেল নড়াচড়া করবে।। মনে হবে বাস্তবে এসবই ঘটছে। থিমের পুজো হলেও ঠাকুর সাবেকি ঘরানার।’ এই পুজোর বাজেট ১০ লক্ষ টাকার মতো। চতুর্থী থেকে মণ্ডপ ও প্রতিমা দেখতে পারবেন দর্শনার্থীরা।’ গড়িয়ার অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত নবদুর্গা। এবারে তাদের ৮৪তম বছর। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। তাতে আলো ও ধ্বনির মিশ্রণ থাকবে। এবারে তাদের বাজেট এক কোটি ২০ লক্ষ টাকা। মণ্ডপের বাইরে এবং ভিতরে থাকবে নানা রকমের কারুকার্য। এ তথ্য জানিয়েছেন পুজো কমিটির অন্যতম কর্তা অভ্র মুখোপাধ্যায়। মহিলাদের দ্বারা পরিচালিত রাজপুর মহিলা মহল সর্বজনীন পুজো কমিটির ২৫তম বর্ষ। কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে তাদের মণ্ডপ। সাবেকি আদলেই তৈরি হবে দুর্গা। দু’টি আলোর গেট থাকবে মণ্ডপ চত্বরে। চতুর্থীতে পুজো উদ্বোধন হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি রুবি ভট্টাচার্য। নরেন্দ্রপুরের আরও একটি জনপ্রিয় পুজো হিসেবে পরিচিত গ্রিন পার্ক। তাদের এবার ৬৫তম বছর। গত বছর লুসেইল স্টেডিয়াম করে তাক লাগিয়েছিল এই পুজো কমিটি। এবার তারা ১২ হাজার মাটির কলসি দিয়ে মণ্ডপ তৈরি করছে। থিমের নাম ‘মাটি টাকা, টাকা মাটি।’ - নিজস্ব চিত্র