মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
আজকে প্রেম দিবসে কী পরিকল্পনা তাঁদের? হোয়াটসঅ্যাপে উত্তর এল, শ্যুটিং রয়েছে। বলেই দু’খানা বাংলার পাঁচের মতো মুখ করা ইমোজি। এটা তো মোটেই ভালো কথা নয়! এরকম একটা প্রেম প্রেম দিনে বনি শ্যুটিং করে কাটাবেন? তাও কি হয়? কিছু পরিকল্পনা তো নিশ্চয়ই রয়েছে। কিন্তু এখনই সেসব খোলসা করতে চাইছেন না তিনি। কৌশানীকে কী উপহার দিতে চলেছেন? এবার চোখ মেরে তাঁর উত্তর, ‘সারপ্রাইজ দেব ভাই । লিক করে দিও না।’