মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
ছবির প্রেক্ষাপট ২০১৬ সাল। বুধবার হিমাচল ও তিব্বত সীমান্তে শ্যুটিং সেরে সন্ধ্যায় দেবাদিত্য ফোনে বলছিলেন, ‘এটা কিন্তু বায়োপিক নয়। এখানে কল্পনার মিশেলও রয়েছে।’ আপাতত আগামী কয়েকদিন দুর্গম অঞ্চলে ওয়ার্কশপ ও কিছুটা শ্যুটিং সারবে। ইউনিটকে গাইড করছেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রশিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায়। আগামী এপ্রিলে এভারেস্টের বেস ক্যাম্পে মূল শ্যুটিং শুরু হবে।
কোনও বড় সংস্থার আশায় না থেকে কয়েকজন বন্ধু মিলে এই ছবিটা প্রযোজনা করছেন দেবাদিত্য। এর আগে ‘আটটা আটের বনগাঁ লোকাল’ ও ‘নকশাল’ এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। নতুন ছবি তৈরিতে এতটা সময় কেন লাগল? ‘দু বছর ধরে এই ছবিটার প্রস্তুতি নিয়েছি। পাঁচটা খারাপ ছবি করার তুলনায় একটা ভালো ছবি তৈরির চেষ্টা করা অনেক ভালো’, স্পষ্ট জবাব পরিচালকের।