মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
‘জিরো’র পর এটাই আনন্দের নতুন ছবি হতে চলেছে। অন্যদিকে ধনুশ এর আগে ‘শামিতাভ’ ও আনন্দেরই ‘রাঞ্ঝনা’ ছবিতে অভিনয় করেছিলেন। সারার হাতেও কাজের সংখ্যা নেহাত কম নয়। ‘লাভ আজ কাল ২’ ও ‘কুলি নম্বর ১’ মুক্তির অপেক্ষায়। মার্চ মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। আগামী বছর প্রেম দিবসে ‘আতরঙ্গি রে’র মুক্তি পাওয়ার কথা।