Bartaman Patrika
শরীর ও স্বাস্থ্য
 

ভ্যাকসিন নেওয়ার সুফল কী কী?

পরামর্শে পিজি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সৌমিত্র ঘোষ ও স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন-এর সহকারী অধ্যাপক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ যোগীরাজ রায়।

চিকিৎসাবিজ্ঞানের কৃপায় অবশেষে দেশব্যাপী টিকাকরণের মহাযজ্ঞ শুরু হয়ে গেল। বর্তমানে প্রথম পর্যায়ের টিকাকরণ চলছে। এখন টিকা পাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আর কয়েকটি ধাপ পেরলেই সাধারণ মানুষও টিকা পাবে। মিলবে যুদ্ধজয়ের আনন্দ। তবে টিকাকরণ শুরু হতে না হতেই টিকা নিয়ে জনমানসে নানা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। উঠে আসছে নানান প্রশ্ন। খুঁজে নেওয়া যাক তারই উত্তর—

ভ্যাকসিন নেওয়ার সুফল কী কী?
অতিমারীর সময় ভ্যাকসিন নেওয়ার দু’টি সুফল— 
১. ব্যক্তিগত সুরক্ষা: কোভিশিল্ড ভ্যাকসিনটির ক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দু’টি টিকা নেওয়ার পর ব্যক্তিগত ক্ষেত্রে প্রতিরোধ গড়ে উঠবে কমবেশি ৭০ শতাংশ।
২. সামাজিক সুরক্ষা বা হার্ড ইমিউনিটি: 
হার্ড ইমিউনিটি গড়ে তোলার জন্য দেশের ৬৭ থেকে ৭০ শতাংশ মানুষের মধ্যে প্রতিরোধ গড়ে ওঠা প্রয়োজন। তাই দেশের একশো শতাংশ মানুষ যদি ভ্যাকসিন নেন এবং ভ্যাকসিনের কার্যকারিতা যদি ৭০-৮০ শতাংশও হয়, সেক্ষেত্রে সামাজিক সুরক্ষা বলয় তৈরি হয়ে যাবে।

কোভিশিল্ড ও কোভ্যাকসিন
আপাতত দেশে দু’টি ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে— ১. অক্সফোর্ড এবং অ্যাস্ত্রাজেনেকার কোভিশিল্ড। ২. আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ)-এর গবেষণার মাধ্যমে তৈরি হওয়া সম্পূর্ণ দেশীয় টিকা কোভ্যাকসিন।
প্রথমে কোভিশিল্ড-এর প্রসঙ্গে বলি। মূলত ভাইরাল ভেক্টর ক্যারিয়ার প্রোটিন ভ্যাকসিন হল কোভিশিল্ড। কোভিশিল্ডে ব্যবহার করা হচ্ছে শিম্পাঞ্জির লাইভ অ্যাডিনো ভাইরাস। এই অ্যাডিনো ভাইরাস মানবদেহে বংশবৃদ্ধি করতে পারে না। এই ভাইরাসের জেনেটিক উপাদান বাদ দিয়ে শুধু তার খোলটি ব্যবহার করা হচ্ছে। ভাইরাসের খোলকের মধ্যে রাখা হচ্ছে করোনা ভাইরাসের ‘স্পাইক প্রোটিন’-এর অংশ। এই ভাইরাস মানবদেহের কোষে শুধু স্পাইক প্রোটিন পৌঁছে দেওয়ার কাজটিই করবে। কোষের মধ্যে শুধু স্পাইক প্রোটিনের সংখ্যা বাড়বে। অথচ কোনও ক্ষতি হবে না। 
আমাদের মনে রাখতে হবে, এই স্পাইক প্রোটিনের সাহায্যেই মানবদেহের কোষে আটকে যায় ভাইরাস। 
ফলে ভ্যাকসিনের মাধ্যমে আগে থেকে এই প্রোটিনকে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা চিনে রাখলে, করোনা ভাইরাসকেই আর কোষে আটকাতে দেবে না। কোভিশিল্ড নিয়ে বিস্তারিত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিভিন্ন জার্নালে। 
আর দেশীয় কোভ্যাকসিনে ব্যবহার করা হচ্ছে নিষ্ক্রিয় করোনা ভাইরাস। এই ভাইরাস শরীরে বংশবৃদ্ধি করতে পারবে না। অথচ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জীবাণুটিকে চিনে রাখবে! তবে কোভ্যাকসিন সম্পর্কে বেশি তথ্য হাতে নেই। তবে যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও যাঁদের অন্য একাধিক ওষুধ খেতে হয়, তাঁদের কোভ্যাকসিন নিতে নিধেষ করছে ভারত বায়োটেক। 
সম্প্রতি এই নিয়ে বিস্তারিত একটি তথ্যপত্র প্রকাশ করেছে সংস্থা।

ক’টি ডোজ নিতে হবে?
কোভিশিল্ড দু’টি ডোজে নিতে হয়। একবার নেওয়ার চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ইঞ্জেকশনের সাহায্যে হাতের মাংসপেশিতে দিতে হয়। 
কোভ্যাকসিনও নিতে হবে দু’টি ডোজে। প্রথম ডোজের থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে ২৮ দিনের পার্থক্য থাকবে। হাতের উপরের দিকের ডেল্টয়েড মাংসপেশিতে ইঞ্জেকশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয়। 
কেউ কেউ দাবি করছেন, কোভিড থেকে সেরে ওঠা রোগীর শরীরে ইতিমধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। ভ্যাকসিন নেওয়ার ফলে সেই অ্যান্টিবডি নাকি নষ্ট হয়ে যাবে। এই দাবি কতটা সত্যি?
জীবাণুর কারণে অসুখ হলেই আমাদের শরীরে সেই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। ভিন্ন ভিন্ন জীবাণুর বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডির স্থায়িত্বকালেও প্রভেদ দেখা যায়। 
একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। কোনও ব্যক্তির স্মল পক্স হলে, তাঁর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা প্রায় সারাজীবনই থাকে। অন্যদিকে ইনফ্লুয়েঞ্জা কিন্তু আমাদের বছর বছর হয়। ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির স্থায়িত্ব কাল ছয় থেকে আট মাস। এই কারণেই বছর বছর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে হয়। দেখা গিয়েছে, করোনা ভাইরাসের বিরুদ্ধেও আমাদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি দীর্ঘস্থায়ী হয় না। আমরা একই ব্যক্তিকে একাধিকবার করোনায় আক্রান্ত হতে দেখেছি। সুতরাং কোভিড থেকে সেরে ওঠার পরেও ভ্যাকসিনের ডবল ডোজ নিলে কোভিডজয়ীর রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীই হবে। 
ভ্যাকসিনের কার্যকারিতা কতদিন?
গবেষণালব্ধ ফলাফল থেকে দাবি করা হচ্ছে, কোভিশিল্ডের কার্যকারিতা প্রায় একবছর বজায় থাকবে। সুতরাং যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের আগামী একবছর পর্যবেক্ষণ করা হবে। তারপর দেখা হবে বুস্টার ডোজ কবে নেওয়ার দরকার পড়বে। এমনকী এও হতে পারে যে বুস্টার ডোজের আর দরকারই আর পড়ল না!
মিউটেশন হলে তখন? 
করোনা ভাইরাসের চরিত্র বদল নিয়ে চারিদিকে আলোড়ন চলছে। তবে এই মিউটেশন ভাইরাসের তেমন বড় বদল আনেনি। তাই এই টিকা দু’টি চরিত্র পরিবর্তন করা ভাইরাসের বিরুদ্ধেও কাজ করবে বলে মনে করা হচ্ছে। 
টিকা নেওয়ার পরে
ভ্যাকসিন নেওয়ার পরেই হাসপাতাল থেকে চলে যাবেন না। ৩০ মিনিট অপেক্ষা করুন। এই সময়ের মধ্যে কোনওরকম শারীরিক অসুস্থতা দেখা দিলে চিকিৎসককে জানান। সাধারণত ৩০ মিনিট পেরিয়ে গেলে আর কোনও সমস্যা হতে দেখা যায়নি।

কারা টিকা নিতে পারেন?
বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সকলেই নিতে পারেন। 
কখন ভ্যাকসিন নেওয়া যাবে না?
 অ্যালার্জির পূর্ব ইতিহাসে।
 জ্বর থাকলে।
 রক্তপাতজনিত সমস্যা বা রক্ত তরল করার ওষুধ খেলে। 
 ইমিউনিটি কম থাকলে বা ইমিউনিটির উপর প্রভাব ফেলে এমন ওষুধ খেলে।
 সন্তানসম্ভবা অবস্থায়।
 মাতৃদুগ্ধ পান করালে।
 করোনার অন্য ভ্যাকসিন নিলে।
 কোনও জটিল অসুখ থাকলে চিকিৎসকের সঙ্গে আগেভাগে পরামর্শ করে নিন।
 প্লাজমা থেরাপির অধীনে রয়েছেন এমন ব্যক্তি।
 মারাত্মকভাবে অসুস্থ রোগী। 

টিকা নেওয়ার পরও কি মাস্ক? 
আগেই বলেছি, ভ্যাকসিন দেওয়া মানেই ১০০ শতাংশ সুরক্ষিত— এমন ভাবার কারণ নেই। তাই ভ্যাকসিন নেওয়ার পরও করোনা বিধি যেমনটা মানছিলেন, তেমনই মেনে চলুন। শারীরিক দূরত্ব বজায় রখুন, মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুয়ে নিন বা স্যানিটাইজ করুন। 

অবশ্যই মনে রাখুন
১. ভ্যাকসিন থেকে করোনা হয় না
২. করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও ভ্যাকসিন নিতে হবে। 
৩. ১৮ বছরের নীচে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে তথ্য সামনে আসেনি। তাই বাচ্চাদের আপাতত এই টিকা দেওয়া হবে না। 
৪. ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। চাইলে নাও নিতে পারেন। জোর করে দেবে, এমন ভাবার কারণ নেই।
লিখেছেন সুপ্রিয় নায়েক 
ও সায়ন নস্কর
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়
21st  January, 2021
বিবেকানন্দের জন্মবার্ষিকী পালনে
বিভিন্ন হাসপাতাল, সংগঠন

বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন (এন.এম.ও) বেঙ্গলের পক্ষ থেকে রাজ্যজুড়ে ‘স্বামী বিবেকানন্দ সেবাযাত্রা’-এর আয়োজন করা হয়েছিল। পাশাপাশি পিছিয়ে পড়া জনজাতির মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। বিশদ

21st  January, 2021
আমেরিকার প্রধান সহযোগী ভারত,
ঘোষণা মার্কিন প্রতিরক্ষা বিভাগের
পাকিস্তান নীতিতেও বদলের ইঙ্গিত নয়া সরকারের

ভারতই হবে আমেরিকার প্রধান সামরিক অংশীদার। জো বাইডেনের শপথ গ্রহণের আগে‌ এ঩ই ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। ভারতের সঙ্গে সামরিক, স্ট্র্যাটেজিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চলেছে নবনির্বাচিত মার্কিন সরকার। বিশদ

21st  January, 2021
কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে? 

পরামর্শে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ জ্যোতির্ময় পাল। বিশদ

21st  January, 2021
করোনার ক্ষতি সারিয়ে
উঠবেন কী করে?

২০২০ বছরটা জুড়ে অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সংক্রমণের গ্রাফ এখন কিছুটা নিম্নমুখী হলেও নতুন বছরেও মানুষ এই অসুখে আক্রান্ত হয়ে চলেছেন। তবে আপাতদৃষ্টিতে লক্ষ করলে সহজেই বোঝা যাবে যে, বেশিরভাগ মানুষই এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। বিশদ

14th  January, 2021
বেলভিউ-এর নতুন দু’টি হাসপাতাল,
স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ ৬০০ কোটি

রাজারহাটে আরও দু’টি হাসপাতাল খোলার সিদ্ধান্ত নিয়েছে বেলভিউ নার্সিংহোম। একটি ১৬৪টি শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, অন্যটি ৪০০ শয্যাবিশিষ্ট মাল্টিস্পেশালিটি হাসপাতাল। লাউডন স্ট্রিটের হাসপাতাল ও প্রিয়ম্বদা বিড়লা অরবিন্দ আই হাসপাতালের শয্যাসংখ্যাও বাড়ানো হবে। বিশদ

24th  December, 2020
বেলপাহাড়িতে থ্যালাসেমিয়া  সচেতনতা

ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির একেবারে প্রান্তিক শিঁয়ারবিন্দা গ্রামে থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার সচেতনতা শিবিরের আয়োজন করেছিল আর্যভ ওয়েলফেয়ার সোসাইটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শিবিরে উপস্থিত বিশিষ্ট হেমাটো অঙ্কোলজিস্ট ডাঃ দেবমাল্য ভট্টাচার্য আগত মানুষকে এই দু’টি রোগ সম্বন্ধে সচেতন করেন। বিশদ

17th  December, 2020
ভুঁড়িতে বাঙালি পুরুষদের
টেক্কা দিচ্ছেন মহিলারা!
জানাল সদ্য প্রকাশিত জাতীয় সমীক্ষা রিপোর্ট

সুগার, প্রেশারের বাড়াবাড়ি ও ভুঁড়ি—এখন প্রায় সমার্থক। একটি থাকলে দোসর অন্যটি। বাঙালি পুরুষ ও বেরিয়ে থাকা পেট মিলেমিশে হাঁটছে বহুদিন। কিন্তু সদ্য প্রকাশিত ‘ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫’ (এনএফএইচএস-৫) রিপোর্টে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ভুঁড়িতে বাঙালি পুরুষদের টেক্কা দিচ্ছেন মহিলারা! 
বিশদ

15th  December, 2020
করোনা ভ্যাকসিন কতটা নিরাপদ? 

বিশ্বকাপের সময় আমাদের অনেক অজানা অচেনা খেলোয়াড়, অল্প-পরিচিত টিম, খেলার টুকিটাকি নিয়ে জ্ঞান বেড়ে যায়। তেমনই এই অতিমারীর ১০ মাসে বেশ কিছু শব্দ আমাদের দৈনন্দিন অভিধানে ঢুকে পড়েছে। আরটিপিসিআর, অ্যান্টিজেন, কোয়ারেন্টাইন  যেমন আর অজানা কথা নয়, তেমনই সিরাম ইনস্টিটিউট, অ্যাস্ট্রাজেনেকা, ভারত বায়োটেকের মতো দেশি-বিদেশি ভ্যাকসিন প্রস্তুতকারকের নামের সঙ্গেও আজ আমরা পরিচিত। বিশদ

10th  December, 2020
করোনা থেকে তার ভ্যাকসিন
এক নজরে...

গত বছরের ১৭ নভেম্বর। বিশ্বে প্রথম কোভিড আক্রান্তের সন্ধান মিলল চীনের হুবেই প্রদেশের উহান শহরে। ডিসেম্বরেই করোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এরপর করোনা মহামারি হয়ে ছড়িয়ে পড়ল বিশ্বের বিভিন্ন দেশে। চলতি বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে। বিশদ

10th  December, 2020
তারস্বরে গাইলেও ছড়ায়
করোনা ভাইরাস!

গান গাওয়া শরীর ও মনের পক্ষে ভালো। তবে করোনা সংকটের এই আবহে গলা ছেড়ে গাওয়া বিপজ্জনক হতে পারে! এমনটাই বলছেন সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, জোরে গান গাওয়ার সময় মানুষের মুখ থেকে বেশি পরিমাণ বাষ্প নির্গত হয়। যা আশপাশের বায়ুকণায় মিলিত হয়ে ছড়িয়ে পড়ে
বিশদ

10th  December, 2020
কোভিড যোদ্ধাদের সম্মান

নিউটাউনে এক অনুষ্ঠানে কোভিড যোদ্ধাদের সম্মানিত করল ‘উই ফর অল’ সংস্থা। সংস্থার সভাপতি কল্যাণ চক্রবর্তী সংবর্ধিত করেন কোভিড যোদ্ধা ডাঃ সুগত বাগচী, ডাঃ সুমন পোদ্দার, পদ্মশ্রী ডাঃ অরুণোদয় মন্ডল প্রমুখ ব্যক্তিবর্গকে। বিশদ

10th  December, 2020
পিয়ারলেসের উদ্যোগ

২০১৯ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, তিন কোটি ৮০ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে আছেন। বিশদ

03rd  December, 2020
ধূমপায়ীরা করোনার ড্রপলেট ছড়াতে পারেন

কথা বলা, হাঁচি-কাশির মাধ্যমে বের হয় ড্রপলেট। আর ড্রপলেটই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম পথ বলে মনে করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে বিজ্ঞানীদের কাছে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য! তাঁরা জানাচ্ছেন, করোনা ভাইরাসে সংক্রামিত ধূমপায়ীর শ্বাসত্যাগের সঙ্গেও বেরিয়ে আসে ভাইরাস বহনকারী ড্রপলেট! বিশদ

03rd  December, 2020
একদিনেই সিগারেট ছেড়েছিলাম

প্রায় ৯ বছর হল ধূমপান ছেড়েছি। আজকে ভাবলে অবাক হই, টানা প্রায় ৪০ বছর ধূমপান করে গিয়েছি! সিগারেট কিন্তু মারাত্মক নেশা। কম খাওয়া বা বেশি খাওয়াটা অযৌক্তিক। বিশদ

03rd  December, 2020
একনজরে
শনিবার অসমে জমির পাট্টা বিলির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক লক্ষের বেশি ভূমিহীনকে পাট্টা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে অসম সরকার। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল জানিয়েছেন, ‘দশকের পর দশক ধরে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বেঁচে রয়েছেন বহু মানুষ। ...

তড়িঘড়ি করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগের ইন্টারভিউ নিতে গিয়ে বিতর্কে জড়াল কর্তৃপক্ষ। ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডেকেও মাত্র একদিনের মাথায় পিছিয়ে এল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ...

মদ্যপ অবস্থায় স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করল স্বামী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সন্দেশখালির শীতলিয়া গ্রামে। পুলিস জানায়, মৃতের নাম সবিতা সর্দার (৩২)। তাঁর স্বামী তপন সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। ...

ভোট ঘোষণা না হলেও রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোট প্রচারের প্রস্তুতি হিসেবে অনেকে আগে থেকেই দেওয়াল দখল শুরু করেছে তৃণমূল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। তবে তা বাস্তবায়িত হওয়াতে সমস্যা আছে। লৌহ ও ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৬৬: মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু
১৮৯৭ - কবি, লেখক সঙ্গীতশিল্পী তথা সুরকার দিলীপকুমার রায়ের জন্ম
১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
১৯০১: রানি ভিক্টোরিয়ার মৃত্যু
১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
১৯৭২: অভিনেত্রী নম্রতা শিরোদকরের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.১২ টাকা ৭৩.৮৩ টাকা
পাউন্ড ৯৮.১২ টাকা ১০১.৫৯ টাকা
ইউরো ৮৬.৯৪ টাকা ৯০.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৭২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৭,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৭,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ মাঘ ১৪২৭, শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, নবমী ৩০/১৮ রাত্রি ৬/৩০। ভরণী নক্ষত্র ৩০/৪৪ রাত্রি ৬/৪০। সূর্যোদয় ৬/২২/৩৩, সূর্যাস্ত ৫/১৩/৫১।  অমৃতযোগ দিবা ৭/৫৯ মধ্যে পুনঃ ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/১৯ মধ্যে পুনঃ ৩/৪৫ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৭ গতে ৮/৪৩ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে ৪/৩৭ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/২১ মধ্যে পুনঃ ৪/৩৭ গতে উদয়াবধি। বারবেলা ৯/৫ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৩১ গতে ১০/১০ মধ্যে। 
৮ মাঘ ১৪২৭, শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, নবমী রাত্রি ৫/৫৪। ভরণী নক্ষত্র রাত্রি ৬/৩৯। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১৩। অমৃতযোগ দিবা ৭/৪৬ মধ্যে ও ৮/৩১ গতে ১০/৪৪ মধ্যে ও ১২/৫৮ গতে ২/১৭ মধ্যে ও ৩/৫৭ গতে ৫/১৩ মধ্যে এবং রাত্রি ৭/৮ গতে ৮/৫১ মধ্যে ও ৩/৪৩ গতে ৪/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৪ গতে ১১/২৫ মধ্যে ও ৪/৩৪ গতে ৬/২৬ মধ্যে। বারবেলা ৯/৮ গতে ১১/৪৯ মধ্যে। কালরাত্রি ৮/৩১ গতে ১০/১০ মধ্যে। 
৮ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বিহারের বারসোইতে বেলাইন মালগাড়ি, আটকে একাধিক দুরপাল্লার ট্রেন 

09:38:49 PM

আইএসএল: ইস্ট বেঙ্গলকে ১-০ গোলে হারাল মুম্বই 

09:30:54 PM

বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বৈশালি ডালমিয়া। আজ, শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের ...বিশদ

06:55:00 PM

ময়নাগুড়ির যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে চুরি, চাঞ্চল্য
গতকাল রাতে ময়নাগুড়ির যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে চুরির ঘটনায় ...বিশদ

04:55:05 PM

এক মিনিটের ব্যবধানে হাসপাতালে হাত ধরাধরি করেই মারা গেলেন করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রী
ভালোবাসার কাছে হার মানল করোনাও। প্রেমের গল্পে হাত ধরাধরি ...বিশদ

04:53:03 PM

সম্বর্ধিত ভারতীয় ক্রিকেট টিমের সদস্য কোলাঘাটের দয়ানন্দ
শুক্রবার সম্বর্ধনা দেওয়া হল ভারতীয় ক্রিকেট টিমের ম্যাসাজ থেরাপিস্ট কাম  ...বিশদ

04:41:00 PM