Bartaman Patrika
হ য ব র ল
 

নীল তিমির দেশে

সমুদ্রের অতলে কেমন করে দিনযাপন করে বিশালাকার নীল তিমি? লিখেছেন সায়ন নস্কর।
এক বিরাট জাহাজ। মহাসাগরের বুক চিরে নিজস্ব ছন্দে হেলতে দুলতে এগিয়ে চলছে। যাত্রীরা অনেকেই দাঁড়িয়ে রয়েছেন জাহাজের ডেকে। তাঁদের চোখ সাগর পানে। সামনে শুধুই জল আর জল। যেন তার কোনও শেষ নেই। এমনই সময় ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। জাহাজের অদূরেই ভেসে উঠল এক বিশালাকায় মাছ। মাছটির মাথার উপর থেকে ফোয়ারার মতো জল বেরচ্ছে। চারদিকে তখন চিল চিৎকার। এ ওকে ডেকে দেখাচ্ছে। দেখ দেখ সামনে কী! কিছুটা সময় ভেসেই সেই বিশাল মাছ ডুবে গেল সাগরের অতলে। উপস্থিত সকলেই তখন বাকরুদ্ধ। যেন নিজের চোখকেই কেউ বিশ্বাস করতে পারছে না। আর সত্যিই তো তাই, এই বিরল দৃশ্য দর্শন করার সৌভাগ্য ক’জনেরই বা হয়। কারণ যাত্রীদের সামনে যে প্রাণীটি ছিল তার আকার, আয়তন পৃথিবীর যে কোনও প্রাণীর তুলনায় বেশি। নাম তার নীল তিমি।
তবে বন্ধুরা একবার ভেবে দেখ তো, এমনই একটা জাহাজে তোমরা থাকলে কেমন শিহরণ জাগত!   
সাগরের নীল জলে সাঁতরে চলা এই বিশালাকার জীবকে নিয়ে সকলের মনেই কৌতূহল রয়েছে। পৃথিবীর তাবড় জীববিজ্ঞানীরা নীল তিমির জীবনের নানা পর্যায়ের বিশ্লেষণে লেগে রয়েছেন। এখানে বন্ধুরা প্রথমেই বলে রেখে, নীল তিমিকে যতই মাছ বলা হোক না কেন বা এই প্রাণীকে দেখতে যতই মাছের মতো মনে হোক না কেন, এরা কিন্তু মাছ নয়। নীল তিমি আসলে স্তন্যপায়ী প্রাণী!
জলের উপরেই শ্বাস
নীল তিমি যে মাছ নয়, তা আগেই বলেছি। ফলে জল থেকে এই প্রাণী অক্সিজেন সংগ্রহ করতে পারে না। তার বদলে আমার-তোমার মতো বায়ুমণ্ডল থেকেই নীল তিমিকে শ্বাস গ্রহণ করতে হয়। তবেই মেলে বাঁচার মূলধন অক্সিজেন। 
নীল তিমির মাথার উপরে রয়েছে ব্লো হোল। মাথার উপরের এই অংশটি থেকেই ফোয়ারার মতো জল বেরয়। এক্ষেত্রে এই অংশটিই শ্বাসপ্রশ্বাস নেওয়ার কাজে ব্যবহৃত হয়। প্রাণীটি জলের উপরে ভেসে উঠলে এই ব্লো হোল-এর মাধ্যমেই বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। তারপর ফের সমুদ্রের তলায় পাড়ি জমায়।
আহার তেমন রাজকীয় নয়
এতবড় প্রাণীর নিজের অতিকায় শরীর ধরে রাখার জন্য রোজ ব্যাপক পরিমাণে খাবারের প্রয়োজন। তবে সেই নিয়ে নীল তিমিকে খুব একটা বেশি চিন্তা করতে হয় না। কারণ বিশাল সমুদ্র গর্ভে এই প্রাণীর খাবারের কোনও অভাব নেই। 
তোমরা নিশ্চয়ই অনেকেই ভাবছ, নীল তিমি আকারে এত বড়। তাই এই প্রাণী নিশ্চয়ই সাগর তলে বড় বড় সব প্রাণী শিকার করে বেড়ায়। এই ধারণা থাকলে কিন্তু বড় ভুল করে ফেলবে। নীল তিমির খাবার হল চিংড়িজাতীয় প্রাণী ক্রিল। এক্ষেত্রে ক্রিলের মতো ছোট প্রাণী খেয়ে এই বিপুল আকারের প্রাণীর প্রাণ বাঁচাতে গেলে রোজ বিশাল পরিমাণ ক্রিল খেতে হয়। জানলে অবাক হবে, বছরের কোনও কোনও সময় একটা প্রাপ্তবয়স্ক নীল তিমি রোজ ৪ টন ক্রিল খেয়ে ফেলে। ভাবা যায়!
নীল তিমির খাবার খাওয়ার ধরনও কিন্তু আশ্চর্যরকম। এখানে প্রথমেই বলতে হবে, নীল তিমিকে বলা হয় ব্যালিন হোয়েল। ব্যালিন  হল মুখের ভিতর ছাঁকনির মতো অংশ। দাঁতের বদলে এই তিমির রয়েছে ব্যালিন। এই ছাঁকনি প্রাণীটির উপরের চোয়ালে থাকে। 
এই বৃহদাকার প্রাণীটি প্রথমে প্রচুর পরিমাণে জল মুখে প্রবেশ করায়। জলের সঙ্গে প্রচুর ক্রিল মুখে ঢুকে যায়। এরপর নীল তিমি জিভের চাপে জলকে মুখের থেকে বাইরে বের করে দেয়। মুখের ভিতরে ব্যালিনের মধ্যে হয়ে জল বাইরে বেরিয়ে আসে। আগেই বলেছি ব্যালিন ছাঁকনির মতো কাজ করে। ফলে ব্যালিন থেকে জল বেরিয়ে আসলেও জলের সঙ্গে চলে আসা ক্রিল ছাঁকনিতেই ধরা পড়ে যায়। এরপর নীল তিমি সেই ধরা পড়া ক্রিল গিলে নেয়। এভাবেই খুবই সহজে নিজের খাবার সংগ্রহ করে চলে নীল তিমি।
শরীরের রং
ভাবছ নিশ্চয়ই, নামেই যখন নীল বলা রয়েছে তখন আর রং নিয়ে কথা বলার কী রয়েছে। আছে বন্ধু, তাই তো বলা। আসলে সাগরের জলের তলায় নীল তিমিকে একদম নীলই দেখতে লাগে। কিন্তু জলের উপরে ভেসে উঠলে নীল তিমিকে দেখে সম্পূর্ণ নীল মনে হবে না। জলের উপরে ভাসমান অবস্থায় এদের গায়ের রং নীলাভ এবং ধূসর মিশ্রিত মনে হয়। আর নীল তিমির পেটের কাছে হালকা হলুদ রং দেখতে পাওয়া যায়। অবশ্য এই হলুদ রং এই বিশাল প্রাণীর আপন নয়। অসংখ্য অণুজীব নীল তিমির পেটের ত্বকের উপর বাসা বাধে। তারা সেখানেই বেঁচে থাকে। আর এই অণুজীবগুলির জন্যই এই প্রাণীর পেটের অংশ হলুদ দেখায়।
তিমি আসলে কতটা বড়? 
নীল তিমির বিশালত্ব নিয়ে আশ্চর্যের শেষ নেই। এই প্রাণীটি ১০০ ফিট লম্বা হতে পারে। আর এদের ওজন হতে পারে ২০০ টনেরও বেশি। দৈর্ঘ্যে যা তিনটি বাসের সমান এবং বেশ কতকগুলি লরির থেকেও ভারী। তোমরা হয়তো জানলে অবাক হবে যে নীল তিমির জিভের ওজনই হতে পারে একটি হাতির সমান। আর তাদের হৃৎপিণ্ডের ওজন হয় একটা গাড়ির মতো। এই বৃহদাকার প্রাণীটি মোটামুটি ৮০ থেকে ৯০ বছর বাঁচে। 
সাঁতার কাটা
সাধারণত একা বা এক বন্ধুকে সঙ্গে করেই এই মাছ একটি জায়গা থেকে অন্য জায়গায় সাঁতরে বেড়ায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট দলেও এই প্রাণীকে সাঁতার কাটতে দেখা গিয়েছে।  সাধারণত ঘণ্টায় চার মাইল গতিবেগে এই বৃহদাকার তিমি সাঁতার কাটে। তবে রেগে গেলে এদের গতিবেগ অনেকটাই বেড়ে যায়। তখন প্রায় ঘণ্টায় ২০ মাইল গতিবেগেও এরা সমুদ্র সফর করতে পারে।
কোথায় দেখা মেলে?
পৃথিবীর সমস্ত মহাসাগরেই নীল তিমির দেখা মেলে। তবে পৃথিবীর উত্তর মেরু প্রদেশের হাড় কাঁপানো বরফ জলে এই তিমিকে দেখতে পাওয়া যায় না।
গলার জোর
তোমরা ভাব কেবল তোমরাই চিৎকার করতে পারো? কোনও দিন নীল তিমির আওয়াজও শুনে দেখ, নিজের ভুল ভেঙে যেতে বাধ্য। পৃথিবীতে জোরে আওয়াজ করা প্রাণীদের মধ্যে নীল তিমির নাম অনায়াসে প্রথম সারিতে চলেই আসবে। জলের তলায় এই প্রাণীর আওয়াজ কয়েকশো কিমি পর্যন্ত শোনা যায়। বিজ্ঞানীরা মনে করেন, শুধুমাত্র একে অপরের সঙ্গে কথাবার্তা বলার জন্য নীল তিমি আওয়াজ বের করে না। বরং এই আওয়াজের মাধ্যমে তারা সমুদ্রের গভীরতাও বুঝে নেয়। এক্ষেত্রে মুখের আওয়াজ এবং দারুণ শ্রবণ ক্ষমতার মিলিত কার্যকলাপেই এই দুর্গম কাজটি সম্পন্ন হয়।
শিশু নীল তিমি
জন্মের সঙ্গে সঙ্গেই এদের ওজন এবং আকার সকলকে অবাক করে। নীল তিমি জন্মের সময় প্রায় ৮ মিটার লম্বা এবং ওজন প্রায় ৪ হাজার কিলো হয়ে থাকে। প্রথম সাত থেকে আট মাস এই শিশু প্রাণীটি খুব দ্রুত বড় হয়। আরও আশ্চর্যের কথা হল, এই নির্দিষ্ট সময়ে কেবল মাতৃদুগ্ধ পান করেই রোজ প্রায় ৯০ কেজি ওজন বাড়িয়ে নেয়। সত্যিই আশ্চর্য না হয়ে উপায় নেই!
নীল তিমিকে বাঁচাতে হবে
মানুষের নির্মম লোভ নীল তিমির উপরও এসে পড়ে। অত্যধিক শিকারের কারণে এই প্রাণী সমুদ্রের বুক থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল। ১৯০০ থেকে ১৯৬০ সালের মধ্যে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার নীল তিমি শিকার করা হয়। এই অবস্থার উন্নতিতে ১৯৬৬ সালে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন নীল তিমির শিকার বন্ধ করার নির্দেশ দেয়। অবশ্য তাতেও সমুদ্রে এই প্রাণীর তেমন সংখ্যা বৃদ্ধি হয়নি। অপরদিকে গত ১৫০ বছরে নীল তিমির সংখ্যা ৭০ থেকে ৯০ শতাংশ কমেছে। ক্রমান্বয়ে কমতে কমতে আজ সমুদ্রের এই নীল জীবটি বিলুপ্তপ্রায় প্রাণীর আখ্যা পেয়েছে। তাই ব্লু হোয়েলকে বাঁচিয়ে রাখতে, তাঁদের সংখ্যা বৃদ্ধি করতে সকল স্তর থেকেই আরও সচেষ্ট হতে হবে। কারণ সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে এই প্রাণীর বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন। তবেই বজায় থাকবে খাদ্য-খাদকের সম্পর্কের শৃঙ্খল। আর সবথেকে বড় কথা, নীল তিমি বেঁচে থাকলেই তো আগামী প্রজন্ম জাহাজের ডেকে দাঁড়িয়ে এই বিশালাকার প্রাণীকে দেখতে পারবে। শিহরিত হতে পারবে। 
18th  April, 2021
সুস্থ থাকার কয়েকটি 
সাধারণ উপায়

সুস্থ এবং তরতাজা থাকার ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এখন আর শুধু স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত পরিশ্রম করা, পর্যাপ্ত ঘুমলেই শারীরিক সুস্থ বা তরতাজা থাকবে এমন কোনও ব্যাপার নয়। বিশদ

18th  April, 2021
বয়স নির্ধারণের অ্যাপ
তৈরি করে চমক

টেলিভিশনে বিজ্ঞাপন দেখে ছোট্ট ময়ূখের মনে হয়েছিল, আমিই বা কোডিং পারব না কেন? একটি সংস্থার কোডিং ক্লাসে তারপর ভর্তিই হয়ে যায় বারাকপুর সেন্ট অগাস্টিন ডে স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ময়ূখ দাশগুপ্ত। শিখতে শুরু করে কোডিং। বিশদ

18th  April, 2021
ভূগোলে সব প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাঠ্যবই খুঁটিয়ে পড়ো 

ভূগোলে সব প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাঠ্যবই খুঁটিয়ে পড়ো পরামর্শে বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক কিংশুক মণ্ডল। বিশদ

18th  April, 2021
মাধ্যমিকে বেশি নম্বরের জন্য বাড়তি সময়কে কাজে লাগাও

মাধ্যমিকে বেশি নম্বরের জন্য বাড়তি সময়কে কাজে লাগাও পরামর্শে বিধাননগর সরকারি উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকা রীনা বন্দ্যোপাধ্যায়।
  বিশদ

18th  April, 2021
বারীন্দ্রকুমার ঘোষ-এর ছেলেবেলা
 

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষদের ছেলেবেলার কথা। এবার বারীন্দ্রকুমার ঘোষ। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।
  বিশদ

18th  April, 2021
ছোটদের রান্নার প্রতিযোগিতা

আজ তোমাদের একটা ভালো খবর দিই। শাগুফতা হানাফি ইভেন্টস (এসএইচই) এবং সেলিব্রিটি শেফ পাঞ্চালি দত্তর যৌথ উদ্যোগে একটি রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশদ

11th  April, 2021
মাধ্যমিকে বেশি নম্বরের জন্য প্রশ্ন বুঝে উত্তর লিখতে হবে

পরামর্শে রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ইংরেজির শিক্ষক উৎপল ভৌমিক। বিশদ

11th  April, 2021
মাধ্যমিক পরীক্ষায় সময় বেঁধে উত্তর লেখা অভ্যাস করো

পরামর্শে বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা সংহিতা চক্রবর্তী। বিশদ

11th  April, 2021
তিন  ছোট্টুর কাণ্ড
চন্দন চক্রবর্তী

ধুপ করে আর এক ছোট্টু এসে হাজির এই নিয়ে তিন ছোট্টু এখানে থাকে। এখানে বলতে এই আবাসনে। চারদিকে বারোতলা বাড়ি। মাঝে বেশ সুন্দর সবুজ ঘাসের পার্কে দোলনা আছে। চরকি কাছে। স্লিপ আছে। ঢেঁকুচকুচ আছে। আর চাদ্দিকে অনেক  গাছ। পাঁচিলের ধারে ধারে দেবদারু গাছ কেমন সুন্দর দাঁড়িয়ে। রোদ বাতাসে কী সুন্দর পাতাগুলো ঝিলমিল করে। বিশদ

11th  April, 2021
বিস্ময়কর কয়েকটি
স্তন্যপায়ী প্রাণী

স্তন্যপায়ীদের বিশেষ কিছু বৈশিষ্ট্য তাদের  সবচেয়ে সফল প্রাণী করে তুলেছে। এরকম কিছু স্তন্যপায়ী প্রাণীর নিয়ে একটি বিশেষ শো-এর আয়োজন করেছে সোনি বিবিসি আর্থ। বিশদ

04th  April, 2021
পরীক্ষা পদ্ধতির আবিষ্কর্তা

কি  অর্ক এখনও পড়তে বসোনি? আর দু’দিন পরেই যে পরীক্ষা! আমি তোমাকে কতবার বলেছি মা— পরীক্ষা দিতে আমার একটুও ভালো লাগে না। কে এই কঠিন পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেছিলেন বলো তো মা? বিশদ

04th  April, 2021
পুরোদমে চলছে মাধ্যমিকের প্রস্তুতি

এবার এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। আর মাত্র দু’মাস হাতে সময় আছে। এই পরিস্থিতিতে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে চলছে, তাই-ই জানিয়েছে তোমাদের বন্ধুরা। বিশদ

04th  April, 2021
ম্যাজিকে লেখা পড়া

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যাজিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। এখন থেকে প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবার বাংলা। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী। বিশদ

28th  March, 2021
রঙের বাদল
অভীক বসু

আয়রে ছুটি আয়রে মিঠি 
আয়রে তিতির আয়রে আয়,
ফাগফাগুনে দোল লেগেছে 
রং মাখাবো তোদের গায়। বিশদ

28th  March, 2021
একনজরে
শনিবার বিকেলে রানিগঞ্জ ব্লকের তিরাট পঞ্চায়েতে প্রচার ছিল সায়নী ঘোষের। পূর্ব কর্মসূচি মতোই তিরাট পঞ্চায়েতের সবচেয়ে বড় বাজার চেলোদে এসে তাঁর গাড়ি থামে। স্বাভাবিকভাবেই তাঁকে ...

রবিবার সকাল থেকে ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে চাকদহ থানার রাউতাড়ী পঞ্চায়েতের উত্তর এনায়েতপুরের মণ্ডলপাড়া। বাড়ির সামনে থেকে দেহ উদ্ধার হয় এক বিজেপি কর্মীর। মৃতের নাম দিলীপ কীর্তনীয়া (৩১)।   ...

কাজ পাগল কাজল! শ্যামসুন্দর-নিত্যানন্দের পুণ্যভূমিতে কাজল সিনহাকে চিনতে ‘রাজনৈতিক পরিচয়’ লাগে না। কর্মেই তিনি বেশি পরিচিত। তাঁর অতিবড় নিন্দুকেরাও নাকি এমন কথা বলে থাকেন!  ...

সেঞ্চুরি পাননি ঠিকই। তবে শিখর ধাওয়ানের আক্রমণাত্মক ইনিংসই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জেতাল দিল্লি  ক্যাপিটালসকে। রবিবার জয়ের লক্ষ্যে ১৯৬ রান তাড়া করতে নেমে ১০ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা। বাহন বিষয়ে সতর্কতা প্রয়োজন। সন্তানের বিদ্যা-শিক্ষায় অগ্রগতি বিষয়ে সংশয় বৃদ্ধি। আধ্যাত্মিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৬৯ টাকা ৭৫.৪১ টাকা
পাউন্ড ১০১.৩৬ টাকা ১০৪.৯০ টাকা
ইউরো ৮৭.৭৬ টাকা ৯০.৯৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
18th  April, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৩০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2021

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী ৪৬/৫২ রাত্রি ১২/২। পুনর্বসু নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১৭/৭, সূর্যাস্ত ৫/৫৪/৩৫। অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৬/৪০ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১১/১২ গতে ২/১৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। বারবেলা ৬/৫১ গতে ৮/২৬ মধ্যে পুনঃ ২/৪৫ গতে ৪/২০ মধ্যে। কালরাত্রি ১০/১০ গতে ১১/৩৫ মধ্যে।  
৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী রাত্রি ৬/৫৭। পুনর্বসু নক্ষত্র রাত্রি ২/১৬। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/০ মধ্যে ও ১১/১১ গতে ২/৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৭ গতে ৫/১০ মধ্যে। কালবেলা ৬/৫২ গতে ৮/২৭ মধ্যে ও ২/৪৬ গতে ৪/২১ মধ্যে। কালরাত্রি ১০/১২ গতে ১১/৩৭ মধ্যে।  
৬ রমজান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৪৫ রানে জিতল চেন্নাই সুপার কিংস 

11:29:00 PM

আইপিএল: রাজস্থান ৯৭/৭(১৫ ওভার)

11:00:41 PM

আইপিএল: রাজস্থান ৮১/২(১০ ওভার)

10:32:46 PM

আইপিএল: রাজস্থানকে ১৮৯ রানের টার্গেট দিল চেন্নাই

09:37:20 PM

আইপিএল: চেন্নাই ১৩৩/৫ (১৬ ওভার) 

09:02:32 PM

আইপিএল: চেন্নাই ৯৮/৩ (১১ ওভার) 

08:34:07 PM