Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

এখনও তিনি ‘স্ট্রিট ফাইটার’
তন্ময় মল্লিক

‘যে মরে মরুক, অথবা জীবন/ কেটে যাক শোক করে-/ আমি আজ জয়ী, সবার জীবন/ দিয়েছি নরক করে।’—শঙ্খ ঘোষ। এক যুগ আগে লেখা এই কবিতা শীতলকুচির ঘটনার পর ফের কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কবির এই প্রতিবাদ বিজেপি নেতাদের বিন্দুমাত্র বিচলিত করেনি। তাই শীতলকুচিতে জওয়ানদের বুলেটের তপ্ত সীসায় নিথর হয়ে যাওয়া চার যুবকের জন্য নেই সহানুভূতি, নেই কোনও সমবেদনা। উল্টে প্রতিবাদী মানুষের কণ্ঠ স্তব্ধ করতে দিলীপ ঘোষের হুঙ্কার, দিকে দিকে হবে শীতলকুচি। বছর পঞ্চাশ আগে এমনই স্পর্ধা শুনেছিল বাংলা, ‘সাঁইবাড়ি করে দেব।’ কিন্তু, বাঙালি চোখ রাঙানিকে ভয় পায়নি কোনওদিন। পাবে না আজও। তাই গণতন্ত্রের উৎসবকে আতঙ্কের আঁতুড়ঘর বানানোর যত চেষ্টাই হোক, তা ব্যর্থ হবেই। বুলেটের জবাব ব্যালটে দেওয়ার প্রত্যয় নিয়ে বাংলা দাঁড়াবে ভোটের লাইনে।
‘আমাকে আঘাত করলে আমি করি প্রত্যাঘাত। ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক আমি নই। আমি স্ট্রিট ফাইটার।’ কথাগুলি কার, তা বলা নিষ্প্রয়োজন। কারণ বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে ১০ বছর কাটানোর পরেও যিনি প্রবল পরাক্রমশালীর চোখে চোখ রেখে কথা বলার ধৃষ্টতা দেখান, তিনি আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন যাঁর রক্তে, ‘অগ্নিকন্যা’ যাঁর ভূষণ তাঁকে শৃঙ্খলিত করার চেষ্টা বৃথা। আর সেটা তিনি দেখিয়েও দিলেন।
নির্বাচনের আগে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট নেতানেত্রীদের কাছে মহার্ঘ। সেখানে ২৪ ঘণ্টা কাউকে প্রচার থেকে দূরে সরিয়ে রাখার নির্দেশ যথেষ্টই চাপের। বিশেষ করে তিনি যদি হন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের একমাত্র ‘স্টার ক্যাম্পেনার’। তাহলে দল বিপাকে পড়ে বইকি! কারণ তাঁকে ঘিরেই আবর্তিত হয় তৃণমূল কর্মী সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস। ৪০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাথায় নিয়েও মানুষ অবলীলায় তাঁর পথ চেয়ে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটিয়ে দেন। এহেন নেত্রীর প্রচারের উপর কমিশনের ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি! তবে শাস্তি নয়, শাস্তি ঘোষণার সময় নিয়েই বেশি চর্চা। 
শীতলকুচির ঘটনার উত্তেজনা প্রশমিত করার জন্য পঞ্চম দফার ৪৫টি আসনের প্রচার ৪৮ ঘণ্টার পরিবর্তে ৭২ ঘণ্টা আগেই শেষ করার নির্দেশিকা জারি করেছিল কমিশন। তার সঙ্গে যুক্ত হল মুখ্যমন্ত্রীর উপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা। এর অর্থ, তৃণমূল সুপ্রিমোর প্রচারের মেয়াদ নির্দিষ্ট সময়ের ৪৮ ঘণ্টা আগেই শেষ। ভেস্তে গেল পঞ্চম দফার ভোট প্রচারের তাঁর সমস্ত পরিকল্পনা।
কথায় আছে, শিরে হইলে সর্পাঘাত তাগা বাঁধি কোথায়? সঠিক সময়ে মোক্ষম আঘাত হানলে উঠে দাঁড়ানোর সুযোগটুকুও থাকে না। পরিকল্পনা ছিল অনেকটা তেমনই। কিন্তু, আক্রমণের লক্ষ্য যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন সবকিছুই তালগোল পাকিয়ে যায়। কারণ লড়াই তাঁর রক্তে। মাটি কামড়ে পড়ে থাকাই তাঁর স্বভাব। প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল করায় তাঁর জুড়ি মেলা ভার। আক্রমণের মুখে পড়ে আত্মসমর্পণ নয়, নতুন করে লড়াইয়ের রণসজ্জা সাজানোই তাঁর ঐতিহ্য। তাই কমিশনের সিদ্ধান্তের ‘নীরব প্রতিবাদ’। গান্ধী মূর্তির তলায় ধর্না। তারপর থেকে তিনিই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু বঙ্গে নয়, দেশজুড়ে শুরু হল প্রতিবাদ। 
শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউতের কথায়, নির্বাচন কমিশন স্পষ্টত বিজেপির পক্ষ নিয়েই পদক্ষেপ নিচ্ছে। আর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব লিখলেন, ‘বাংলায় বিজেপি সম্ভবত বুঝে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা পরাস্ত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা আসলে বিজেপির হতাশারই প্রতীক।’ বিরোধীদের আক্রমণের ফলায় স্বশাসিত নির্বাচন কমিশনের নিরপেক্ষতার পর্দা হল ছিন্নভিন্ন। গায়ে কি লেগে গেল গেরুয়া রং?
রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্যই নাকি আট দফার ভোট। ২৬ ফেব্রুয়ারি ভোট ঘোষণার সময় কমিশনের দাবি অন্তত তেমনটাই ছিল। নির্বাচন কমিশন যে এবার বেশ আঁটঘাট বেঁধেই নামতে চলেছে, তার পূর্বাভাস মিলেছিল বিজেপি নেতাদের কথাবার্তায়। তাঁরা প্রতিদিন সভায় গিয়ে দলীয় কর্মীদের বলেছিলেন, এবার আর দিদির পুলিস নয়, ভোট করাবে ‘দাদার পুলিস’। সুতরাং এবার পশ্চিমবঙ্গে ‘অন্যরকম’ ভোট হবে।
একেবারে হক কথা বলেছেন। বাংলার ভোট এবার সত্যিই অন্য রকম। দাদার পুলিসের ‘দাদাগিরি’ দেখলেন বাংলার মানুষ। চতুর্থ দফাতেই ‘দাদার পুলিসে’র গুলিতে চারজনের মৃত্যু। ভোটের আগে এই ‘দাদার পুলিসে’র কথাই বড়মুখ করে বলে বেরিয়েছিলেন বিজেপি নেতারা। তাই শীতলকুচির ঘটনায় জওয়ানদের পাশে দাঁড়ানো তাঁদের ‘নৈতিক কর্তব্যে’র মধ্যেই পড়ে। সেই কারণে কেউ বলছেন, ‘দিকে দিকে শীতলকুচি হবে।’ কেউ বলছেন, ‘গুলি করে আটজনকে মারা উচিত ছিল।’ নেতাদের এই ‘নির্লজ্জতা’য় সন্দেহ জাগে, তাহলে সত্যিই কি ‘দাদার পুলিস’ নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছে?
তবে বুথ রক্ষার দায়িত্ব ছিল যাদের উপর তারা চারজনকে গুলি করে মারার পর হাওয়া হয়ে গিয়েছিল। তাদের নাকি দীর্ঘক্ষণ বুথের ত্রিসীমানায় দেখা যায়নি। এই যদি ‘দাদার পুলিসে’র নমুনা হয়, তাহলে বাসের সিটের উপরে ‘মাল নিজ দায়িত্বে রাখবেন’ লেখাটা মাথায় রেখে ভোট দিতে যাওয়া বুদ্ধিমানের কাজ।
আট দফার নির্বাচন করে পশ্চিমবঙ্গের ভোট কতটা অবাধ এবং শান্তিপূর্ণ হল, সেটা জানার জন্য ২৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, করোনা আবহে এক মাসব্যাপী নির্বাচন রাজ্যের যে বিপুল ক্ষতি করল তাতে কোনও সন্দেহ নেই। বাংলা দখল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাখির চোখ, তা অনেক আগেই বোঝা গিয়েছে। বাংলা দখলের জন্যই তাঁর বারবার বঙ্গে উড়ে আসা। শুধু বাংলায় নয়, মতুয়া ভোটের আশায় বাংলাদেশেও ছুটেছেন। তাঁর সভায় হাজার হাজার মানুষ ভিড় করছেন। ৪০/৪৫ মিনিট ধরে ভাষণ দিচ্ছেন। পাঁচবার ‘দিদি অ দিদি’ বলে ব্যঙ্গ করছেন। কিন্তু, তিনি তাঁর প্রিয় কর্মী সমর্থকদের করোনা নিয়ে একটি বারও সতর্ক করছেন না। অথচ এই মানুষটাই দিনের পর দিন টিভির সামনে বলে গিয়েছেন, ‘দো গজ কি দোরি, মাস্ক হ্যায় জরুরি।’
দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় প্রধানমন্ত্রীর দিকে উঠছে অভিযোগের আঙুল। হু হু করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। লখনউয়ে সারি দিয়ে পোড়ানো হচ্ছে দেহ। কোথাও আবার শ্মশান ঢেকে দেওয়া হচ্ছে টিন দিয়ে। মমতার অভিযোগ, ‘এতদিন সুযোগ পাওয়ার পরেও প্রধানমন্ত্রী ভ্যাকসিনের ব্যাপারে তেমন উদ্যোগীই হননি। দেশের মানুষকে বঞ্চিত করে অন্য দেশে ভ্যাকসিন পাঠিয়েছেন।’ মুখ্যমন্ত্রীর বোঝা উচিত, যিনি থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে করোনা তাড়ানোয় বিশ্বাসী, তিনি ভ্যাকসিনকে খুব বেশি গুরুত্ব দেবেন, এমনটা ভাবা ঠিক নয়।
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘রাজ্যকে কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না, আবার বাইরে থেকে কেনার অনুমতিও নেই। কেন্দ্রের নিয়মের জন্যই রাজ্যবাসীর দুর্ভোগ।’ তবে, এই সমস্ত অভিযোগ তোলার আগে প্রধানমন্ত্রীকে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার ছিল। চায়ের দোকান থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী। গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক। তাই পরবর্তী ধাপ আন্তর্জাতিক নেতা হওয়া। সেই লক্ষ্যেই ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বার প্রেসিডেন্ট করার জন্য ঝাঁপিয়ে ছিলেন। কোটি কোটি টাকা খরচ করে আমেরিকায় ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের সামনে আওয়াজ তুলেছিলেন, ‘আগলিবার ট্রাম্প সরকার।’ তাতে হাততালি পেয়েছিলেন প্রচুর। কিন্তু গোহারা হয়েছিলেন ট্রাম্প। আমেরিকাও বুঝিয়ে দিয়েছে, প্রচার নয়, ভোটের সময় গুরুত্ব পায় কাজ। 
তবুও মোদিজির সেই প্রচারের উপরেই আস্থা। তা সে চন্দ্রযান-২ উৎক্ষেপণ অভিযান হোক বা করোনার ভ্যাকসিন। ভ্যাকসিন তৈরি করলেন কারা? বিজ্ঞানীরা। ভ্যাকসিন দেবেন কারা? নার্সরা। রোগীদের পর্যবেক্ষণ করবেন কারা? ডাক্তাররা। আর সার্টিফিকেটে ছবি ছাপা হবে কার? যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির। ১৩০ কোটি মানুষের পকেটে পৌঁছে যাওয়ার সুবর্ণ সুযোগ। জীবিত অবস্থাতেই মোদির নামে নামকরণ হয়েছে স্টেডিয়ামের। তাঁর পক্ষে এমন সুযোগ হাতছাড়া করা শোভা পায়? 
করোনা বাড়তেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি, বাকি তিন দফার ভোট একবারে হোক। কিন্তু বিজেপি সেই আট দফাতেই অনড়। মমতা চান, বাংলার মানুষ থাকুক সুরক্ষিত। বিজেপির লক্ষ্য, বঙ্গ দখল। ফারাকটা এখানেই।
17th  April, 2021
নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা কমে গিয়েছে
পি চিদম্বরম 

আমি প্রথম কোনও নির্বাচনী প্রচারে বেরিয়েছিলাম ১৯৭৭ সালে। পরিস্থিতি তখন কদর্য ছিল না। নির্বাচনে কিছু অবাঞ্ছিত জিনিস তখনও ছিল, কিন্তু আজকের যে কদর্য রূপ সেটা মোটেই ছিল না। 
বিশদ

মোদি-শাহকে যেসব
প্রশ্নের উত্তর দিতেই হবে...
হিমাংশু সিংহ

২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে মমতার বাংলায় পা রাখতে পারলে গণতন্ত্র হত্যার মহোৎসব সাফল্যমণ্ডিত হবে, এটাই মোদিজির লক্ষ্য। তাই বিজেপি মরিয়া। কিন্তু ওই ‘আসল পরিবর্তন’এর আড়ালে কোন বিষ অপেক্ষা করছে তা অসম ও ত্রিপুরার  মানুষ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমরাও নিশ্চিত, বাঙালি সেই ভুল করবে না। বিশদ

18th  April, 2021
বাঙালির প্রাণ বাঙালির মন
বাঙালির ঘরে যত ভাইবোন
সমৃদ্ধ দত্ত

এই প্রথম একটি ভোট হচ্ছে বাঙালি জাতির আত্মসম্মানের ভোট। বাঙালি সত্ত্বার জয়-পরাজয়ের ভোট! বাঙালির আবেগের ভোট। স্বাধীনতার ৭৫ তম বর্ষে এবার এসেছে বাঙালির চেতনা ও স্বাধীনতা রক্ষার ভোট! বিশদ

16th  April, 2021
স্বাধীন ভারতে সবথেকে
কলঙ্কিত নির্বাচন
সন্দীপন বিশ্বাস

বিজেপির বাংলা জয়ের লক্ষ্যের পিছনে রয়েছে নিধন-বাসনা। উড়েছে বস্তা বস্তা বেহিসেবি টাকা। বিজেপির আসল লক্ষ্য বাঙালির অস্মিতা নিধন, বাঙালির ভাষা নিধন, বাঙালির সংস্কৃতি নিধন, বাঙালির ঐক্য নিধন। বাঙালিকে হিরো থেকে জিরো করে দাসানুদাসে পরিণত করা। কিন্তু তা বোধহয় সম্ভব হল না। শোনা যাচ্ছে জননির্ঘোষ, ‘ঘর সামলাও চৌ...কি...দা...র।’ বিশদ

14th  April, 2021
শীতলকুচি ট্রেলার হলে পুরো সিনেমাটা কী? 
শান্তনু দত্তগুপ্ত

ফেলুদা সোফায় বসে বাটিটা মোড়ক থেকে খুলে টেবিলের উপর রেখে বলল, ‘এটার একটা বিশেষত্ব আছে।’
‘কী বিশেষত্ব?’
‘জীবনে এই প্রথম একটা বাটি দেখলাম যেটাকে সোনার পাথরবাটি বললে খুব ভুল বলা হয় না।’
জয়সলমিরের মানুষ বাংলা সম্পর্কে প্রথম যে শব্দবন্ধটি শেখে, সেটি একটি নাম—সত্যজিৎ রায়। ‘সোনার পাথরে’ তৈরি বাটি-ঘটি বিক্রির খুব সাধারণ দোকানে গিয়েও দেখেছি, সত্যজিৎ রায়ের ছবি টাঙানো। 
বিশদ

13th  April, 2021
ফিরে এল রাফালের ভূত
পি চিদম্বরম 

স্মৃতি ক্ষণস্থায়ী। সাধারণ মানুষের পক্ষে রোজকার বেঁচে থাকা একটা চ্যালেঞ্জ। দেশ এবং দেশের প্রশাসনের বৃহত্তর চ্যালেঞ্জ সম্পর্কে তারা সচেতন। কিন্তু তারা সেসব নিয়ে দীর্ঘকাল ভাবতে পারে না। 
বিশদ

12th  April, 2021
বাংলার মহিলাদের জীবনে
এই ভোট কেন গুরুত্বপূর্ণ
হিমাংশু সিংহ

ইতিমধ্যেই যে ক’দফা ভোট হয়েছে তাতে অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উঠে এসেছে মহিলাদের লম্বা লাইন। যা আশা জাগিয়েই শুধু ক্ষান্ত হয়নি, প্রমাণ করেছে প্রত্যয়ী মুখে বর্গীর হানাদারি রুখতে বঙ্গ নারী কতটা অকুতোভয়। আসলে এই শক্তি তাঁরা পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রীকে দেখেই।
  বিশদ

11th  April, 2021
আক্রান্ত প্রার্থীরা: বঙ্গ
রাজনীতিতে ‘অশনি সঙ্কেত’
তন্ময় মল্লিক

ভোটের দফা যত গড়াচ্ছে রাজনৈতিক মারামারি, প্রার্থীদের উপর হামলা ততই বাড়ছে। নেতাদের ‘জয়লাভে’র দাবিকে সত্যি ধরে নিয়ে অনেকেই ‘বদলা’ নেওয়ার মহড়া শুরু করে দিয়েছে। নন্দীগ্রাম কার্যত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। রাজ্যের জন্য এ-এক ‘অশনি সঙ্কেত’।
  বিশদ

10th  April, 2021
মতুয়াদের সামনে ‘গাজর’
ঝুলিয়ে লাভ নেই! 
মৃণালকান্তি দাস

অসমের গল্পটা নিশ্চিত এতদিনে বাংলার মতুয়া সম্প্রদায়ের কাছে জলের মতো পরিষ্কার। কী সেই গল্প? নাগরিকত্ব আইন আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৬ সালে অসম দখল করেছিল বিজেপি। আর পাঁচ বছর পর, বিধানসভা ভোটের মুখে জানা গেল, টাকা শেষ। অতএব ঝাঁপ বন্ধ এনআরসি দপ্তরের।  
বিশদ

09th  April, 2021
সোনার বাংলা গড়বে না
বেচে দেবে, প্রশ্ন সেটাই
সঞ্জয় মুখোপাধ্যায়

যে সরকার নিজেই তার সমস্ত সংস্থা বিক্রি করে দিতে উঠে পরে লেগেছে সেই সরকার ভবিষ্যতে চাকরিবাকরি বা পরিষেবা দেবে কী দিয়ে? মানুষকেই তার নিজের যোগ্যতায় রোজগার করার পথ খুঁজে নিতে হবে। সরকার কিছু দেবে না, উল্টে সরকারের সব সম্পদ বেচে দেবে। এটাই হল মোদি সরকার বা বিজেপির সরকার চালানোর আসল দর্শন! বিশদ

08th  April, 2021
পুরনো হিসেব পরে, এখন
শুধুই বাংলা ও বাঙালি
হারাধন চৌধুরী

এই ভোটে প্রধানমন্ত্রীর সঙ্গে টক্কর নিতে পারেন একজনই। তিনি আর কেউ নন বাংলার বাঘিনী। তাই আমরা ঠিক করেছি, তাঁর উপর আর রাগ পুষে রাখা নয়। পুরনো হিসেব পরে হবে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার পক্ষে আমরা। বিশদ

07th  April, 2021
প্রতিশ্রুতি বনাম বাস্তব:
সুদের হার কিন্তু কমবেই
শান্তনু দত্তগুপ্ত

‘ডবল ইঞ্জিন’ সরকার হলে ‘ডবল বেনিফিট’ আদৌ হবে কি না জানা নেই। কিন্তু হ্যাঁ, সাঁড়াশির ডবল চাপে মানুষ ব্যতিব্যস্ত হবে—সেটা নিশ্চিত। যেমন হচ্ছে ত্রিপুরায়। যেমন হচ্ছে অসমে। প্রতিশ্রুতি আমরা আজ শুনছি... তখন স্মৃতি রোমন্থন করব। বিশদ

06th  April, 2021
একনজরে
কাজ পাগল কাজল! শ্যামসুন্দর-নিত্যানন্দের পুণ্যভূমিতে কাজল সিনহাকে চিনতে ‘রাজনৈতিক পরিচয়’ লাগে না। কর্মেই তিনি বেশি পরিচিত। তাঁর অতিবড় নিন্দুকেরাও নাকি এমন কথা বলে থাকেন!  ...

ষষ্ঠ দফার নির্বাচনের প্রচারের শেষ দিনে আজ, সোমবার উত্তর দিনাজপুর জেলায় তিনটি সভা করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ...

রবিবার সকাল থেকে ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে চাকদহ থানার রাউতাড়ী পঞ্চায়েতের উত্তর এনায়েতপুরের মণ্ডলপাড়া। বাড়ির সামনে থেকে দেহ উদ্ধার হয় এক বিজেপি কর্মীর। মৃতের নাম দিলীপ কীর্তনীয়া (৩১)।   ...

বারবার প্রস্তাব ছিল স্বয়ং পিনারাই বিজয়নের বিরুদ্ধে লড়ার। কিন্তু জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের মঞ্চে এক সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে চলার কারণে সেই প্রস্তাবে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা। বাহন বিষয়ে সতর্কতা প্রয়োজন। সন্তানের বিদ্যা-শিক্ষায় অগ্রগতি বিষয়ে সংশয় বৃদ্ধি। আধ্যাত্মিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৬৯ টাকা ৭৫.৪১ টাকা
পাউন্ড ১০১.৩৬ টাকা ১০৪.৯০ টাকা
ইউরো ৮৭.৭৬ টাকা ৯০.৯৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
18th  April, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৩০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2021

দিন পঞ্জিকা

৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী ৪৬/৫২ রাত্রি ১২/২। পুনর্বসু নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১৭/৭, সূর্যাস্ত ৫/৫৪/৩৫। অমৃতযোগ দিবা ৬/৫৯ মধ্যে পুনঃ ১০/২০ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৬/৪০ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১১/১২ গতে ২/১৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৩ গতে ৫/৪ মধ্যে। বারবেলা ৬/৫১ গতে ৮/২৬ মধ্যে পুনঃ ২/৪৫ গতে ৪/২০ মধ্যে। কালরাত্রি ১০/১০ গতে ১১/৩৫ মধ্যে।  
৫ বৈশাখ ১৪২৮, সোমবার, ১৯ এপ্রিল ২০২১। সপ্তমী রাত্রি ৬/৫৭। পুনর্বসু নক্ষত্র রাত্রি ২/১৬। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৫৮ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৬/৪৬ গতে ৯/০ মধ্যে ও ১১/১১ গতে ২/৭ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৭ গতে ৫/১০ মধ্যে। কালবেলা ৬/৫২ গতে ৮/২৭ মধ্যে ও ২/৪৬ গতে ৪/২১ মধ্যে। কালরাত্রি ১০/১২ গতে ১১/৩৭ মধ্যে।  
৬ রমজান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৪৫ রানে জিতল চেন্নাই সুপার কিংস 

11:29:00 PM

আইপিএল: রাজস্থান ৯৭/৭(১৫ ওভার)

11:00:41 PM

আইপিএল: রাজস্থান ৮১/২(১০ ওভার)

10:32:46 PM

আইপিএল: রাজস্থানকে ১৮৯ রানের টার্গেট দিল চেন্নাই

09:37:20 PM

আইপিএল: চেন্নাই ১৩৩/৫ (১৬ ওভার) 

09:02:32 PM

আইপিএল: চেন্নাই ৯৮/৩ (১১ ওভার) 

08:34:07 PM