Bartaman Patrika
গল্পের পাতা
 

 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ভানু বন্দ্যোপাধ্যায়- নবম কিস্তি।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্কও ছিল দারুণ। সৌমিত্রর ওপর একটা শ্রদ্ধামিশ্রিত স্নেহ ছিল তাঁর। এর প্রথম এবং প্রধান কারণ দুজনেই নাট্যাচার্য শিশির ভাদুড়ির অন্ধ ভক্ত। এছাড়া দুজনেই ব্রিটিশ বিদ্বেষী। আর একটি কারণ হল সৌমিত্রর শিক্ষাগত যোগ্যতা, ফিল্ম সম্বন্ধে অগাধ জ্ঞান। অভিনেত্রী সংঘ ভেঙে যখন শিল্পী সংসদ তৈরি হল তখন বাংলা ছবির সংকটময় পরিস্থিতি। সেইসময় ভানু একজনকে বলেছিলেন,‘সৌমিত্র তো প্রফেসরি কইর‌্যা সংসার চালাইয়া লইব। কিন্তু তুই তো লেখাপড়া জানস না। তুই অখন কী করবি ভাইব্যা দ্যাখ।’
এমনও হয়েছে, সবে হার্ট অ্যাটাক থেকে উঠেছেন। ডাক্তার বিশ্রাম নিতে বলেছে। এদিকে রঙ্গনায় শো। ভানু কিছুতেই শুনবেন না। নাছোড়, যাবেনই। বেগতিক দেখে সৌমিত্রকেই ফোন করেন স্ত্রী নীলিমাদেবী। তাঁর ফোন পেয়ে ছুটে আসেন সৌমিত্র। ওঁর কথাই তখন একমাত্র শুনতেন। সৌমিত্র বারণ করলেন। নিজে ফোন করে রঙ্গনার মালিক হরিদাস সান্যালকে শো ক্যানসেল করতে বললেন। তাতে ভানুকে দমানো গেল।
তবে শুধু উত্তমকুমার-সৌমিত্র বা জহর রায় নন, রবি ঘোষ-অনুপকুমাররাও খুব ঘনিষ্ঠ ছিলেন ভানুর। বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা চলত। ভানু মদ্যপান করতেন। কিন্তু স্ত্রী নীলীমাদেবীকে এতটাই শ্রদ্ধা করতেন যে, ওঁর পছন্দ নয় বলে কোনওদিন বাড়িতে মদ ঢোকেনি। আসলে বাড়িতে তিনি ছিলেন একদম বিপরীতধর্মী মানুষ। পর্দার সঙ্গে সেখানে সাদৃশ্য খুঁজতে গেলে মুশকিল। আদর্শ, মূল্যবোধ, ভ্যালুজ শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে। তাঁর কন্যা বাসবী বলছিলেন, ‘সিনেমা টিনেমা নিয়ে কোনও কথাই হতো না বাড়িতে। সাংঘাতিক সব নিয়মকানুন ছিল বাবার। রাস্তায় আলো জ্বলার আগে সকলকে বাড়ি ফিরতে হতো। বাড়ির সকলে মিলে রাত ৯টায় খেতে বসা ছিল মাস্ট।’
সংসারে সময় দিতে পারেননি সেভাবে। ছেলেমেয়ের পড়াশোনা, কেরিয়ার নিয়েও কোনওদিন মাথা ঘামাননি। পরিবার নিয়ে দূরে বেড়াতে যাওয়াও হয়ে ওঠেনি। তবু মুম্বইয়ের অফার নিতে কুণ্ঠাবোধ করতেন। গুরু দত্তের ‘পিয়াসা’র অফার ছেড়েছেন। ছেড়েছেন হৃষীকেশ মুখোপাধ্যায়ের ‘মুসাফির’। বন্ধুদের আব্দারে কোনওরকমে পরিচালক সত্যেন বসুর ‘বন্দিশ’, দুলাল গুহর ‘এক গাঁও কি কাহানি’ আর তপন সিংহর ‘সাগিনা’ ছবি করেছেন। কিন্তু ফিরিয়ে দিয়েছেন বিমল রায়, শক্তি সামন্ত, প্রমোদ চক্রবর্তীর মতো পরিচালকদের। সবই এই বাংলার টানে, পরিবারের থেকে দীর্ঘদিন দূরে গিয়ে থাকতে হবে, এই আশঙ্কায়।
তাঁর বঙ্গপ্রেমের আর একটা ঘটনার উল্লেখ না করেও পারছি না। সেই ঘটনার কথা ‘সাতরঙ’ বইয়ে লিখেছেন ভানু ঘনিষ্ঠ সাংবাদিক রবি বসু। সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডু তখন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হয়ে এসেছেন। রবি একদিন ভানুকে বলেন, ‘আমাদের নতুন রাজ্যপাল তো তোমার আত্মীয়। চলো না একদিন ওর অতিথি হয়ে রাজভবনে রাত্রিবাস করে আসি।’ শুনে ভানু খুব গম্ভীর হয়ে বলেছিলেন, ‘যে বাঙালি মায়ের মেয়ে বাংলা ভাষা জানে না, তার বাড়িতে আমি রাত্রিবাস করি না।’ আসলে পদ্মজা নাইডু বিদুষী হলেও প্রবাসে মানুষ হয়েছিলেন। দক্ষিণ ভারতই ওঁর মাতৃভূমি। তাই বাংলা ভাষাটা উনি জানতেন না। এই একটা অপরাধেই তিনি ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে অপরাধী হয়ে গিয়েছিলেন।
তবে অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের কেরিয়ারের ক্ষতিও করেছেন ভানু। অনেককে চান্স করে দেওয়ার জন্য সিনেমা, থিয়েটার, ফাংশন, রেকর্ড কোম্পানি এমনকী বোম্বেতেও দরবার করেছেন। আর এটা করতে গিয়ে জীবনে অনেক ভালো ভালো রোল হাত থেকে চলে গিয়েছে। কারণ ভানুর পছন্দের আর্টিস্ট নিতে তাঁরা রাজি নন। এছাড়া ভাগ্যও অনেকসময় তাঁর বিরুদ্ধে গিয়েছে। ৫৪ থেকে ৬০ তাঁর পরপর ছবি হিট। ‘পুষ্পধনু’, ‘সূর্যতোরণ’, ‘ডাক্তারবাবু’, ‘মানময়ী গার্লস স্কুল’, ‘ছেলে কার’, ‘গৃহপ্রবেশ’, ‘ওরা থাকে ওধারে’, ‘টাকা আনা পাই’, ‘টনসিল’, ‘জয় মা কালী বোর্ডিং’। এইসময় ভানুর বাড়িতে সকাল থেকে প্রোডিউসার, ডিরেক্টরের ঢল লেগে থাকত। এরপর তাঁকে হিরো বানিয়ে পরপর কয়েকটি ছবি সুপারহিট হল। ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘ভানু পেল লটারি’, ‘কানামাছি’, ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’। কিন্তু বাড়িতে প্রোডিউসার ও ডিরেক্টরদের আসা কমে গেল। কারণ, এক তো ভানু ছোট পার্টের অফার আর নিচ্ছিলেন না, তারপর এতগুলো ছবি হিট হওয়াতে তিনি কী রেট চাইবেন, সেই ভয়ে আর কেউ আসত না। ভানু একসময় গর্ব করে বলতেন, ‘ওরা থাকে ওধারে ছবিতে ছবিদা (বিশ্বাস) ও সুচিত্রা ১ হা‌জার ৫০০, আমি ও উত্তম ১ হাজার টাকা নিয়েছিলাম।’
তখন ভানু আর ছোট পার্ট নিতেই চাইতেন না। একবার এক পরিচালক এসে বললেন,‘ভানুদা আপনার জন্য একটা খুব ভালো রোলের অফার নিয়ে এসেছি।’ ভানু জিজ্ঞেস করলেন,‘কদ্দিনের শ্যুটিং?’
উনি বললেন, ‘পার্টটা ছোট কিন্তু রোলটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক কষ্ট করে তিনদিনের কাজ বের করেছি।’ শুনে ভানুর উত্তর, ‘যেখান থিক্যা বাইর করস হেইখানেই ঢুকাইয়া দাও।’ ১৯৬৩-৬৪ সালে একবার কিশোরকুমার বেশ কয়েকজনকে নিয়ে ভানুর বাড়িতে এলেন, ‘ছদ্মবেশী’ নামে একটা বাংলা ছবির অফার নিয়ে। তখন গায়ক-নায়ক হিসেবে কিশোরকুমারের খুব নাম। দু’আড়াই ঘণ্টা ধরে আড্ডা চলল। কিশোর সায়গলের অনেক গান আর একটা রবীন্দ্রসঙ্গীত শোনালেন এবং বললেন, ‘আমি গুনে গুনে সাতটি রবীন্দ্র সঙ্গীত জানি।’ ভানু রঞ্জিত রায়ের প্যারোডি গানের ভক্ত ছিলেন। কিশোরকে প্যারোডি গান শোনাতে বললেন। সঙ্গে সঙ্গে কিশোর গেয়ে উঠলেন,‘অনেক দুঃখে বলছি আমি, হাসলে পরে হেসো, ভূতপূর্ব বাবা আমার বর্তমানে মেসো।’ এইসব আড্ডা, হাসিঠাট্টা করে তারপরে স্ক্রিপ্ট শুনে ভানু বললেন, ‘কিশোরবাবু, আপনার সঙ্গে গল্প করে আমার খুব ভালো লাগল, কিন্তু কমেডি ছবিতে সেকেন্ড লিড রোল করব না।’ শুনে কিশোরকুমার একটু মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। ‘তার চেয়েও আমাদের বেশি দুঃখ হল এই ভেবে নিশ্চয়ই এটাও ‘লুকোচুরি’র মতো আর একটা মজার ছবি হতো। তাছাড়া কিশোরকুমারের গান, মজার মজার কথাও মাঝে মাঝে শোনা যেত’, বলছিলেন ভানুপুত্র গৌতম।
(ক্রমশ)
অলঙ্করণ: চন্দন পাল
 
26th  January, 2020
আজও তারা জ্বলে
পর্ব-১২ 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ জহর রায়- প্রথম কিস্তি।
বিশদ

16th  February, 2020
অথৈ সাগর
পর্ব- ১২
বারিদবরণ ঘোষ

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি। 
বিশদ

16th  February, 2020
একাকী ভোরের খোঁজে
কমলেশ রায়

দিন চলে যায় হিসেব মতন, ভোর-দুপুর-বিকেল। কেমন করে ভোর নামে আকাশের ঝাঁক তারা থেকে বা কোথাও অদৃশ্য জ্যোৎস্নায় উঁকিঝুঁকি দিয়ে বা ভোর বলে কিছু নেই। শুধুই দিন গুটোনো একটা অংশের নাম ভোর। গত চার-পাঁচ বছরে কিছুই জানে না দিব্যেন্দু। 
বিশদ

16th  February, 2020
 সোহিনী
আইভি চট্টোপাধ্যায়

এমারজেন্সির ডিউটি ডক্টর ফোন করেছিল, ‘ম্যাম, একবার আসতে হবে।’ এই মুশকিল। ওপিডি করে ওয়ার্ডে রাউন্ডে যাওয়ার কথা। এইসময় আবার এমারজেন্সি? কনসাল্টেশন রুমের বাইরেই অভীক। পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করা, সিরিয়াল নম্বর অনুযায়ী পেশেন্ট পাঠানো এসব ওর কাজ। অভীককে ডেকে নিল সোহিনী, ‘আর ক’জন আছে?’
বিশদ

09th  February, 2020
অথৈ সাগর
পর্ব- ১১
বারিদবরণ ঘোষ

 চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি।
বিশদ

09th  February, 2020
আজও তারা জ্বলে
পর্ব-১১

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ভানু বন্দ্যোপাধ্যায়- শেষ কিস্তি।
বিশদ

09th  February, 2020
আজও তারা জ্বলে 

পর্ব-১০

এছাড়াও বেশ কিছু ছবি ভানু বন্দ্যোপাধ্যায়ের হাতাছাড়া হয়েছে। তারমধ্যে কয়েকটি মন্দ ভাগ্যের দরুন। যেমন— নীহাররঞ্জন গুপ্তর একটি গল্প নিয়ে ছবি করা তাঁর বহুদিনের ইচ্ছে ছিল। কিরীটী রায়ের ভূমিকায় প্রদীপ কুমার, নায়িকা সুচিত্রা সেন। ভানুর এই ছবি করা হয়নি। 
বিশদ

02nd  February, 2020
অথৈ সাগর
বারিদবরণ ঘোষ 

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি। 
বিশদ

02nd  February, 2020
নতুন মানুষ
বিভাসকুমার সরকার 

অনন্তরামের আজ বড় আনন্দ। কর্তামশাই আসছেন তার বাড়িতে। আবার একা নন, মেয়ে জামাই সুদ্ধ। সকাল থেকে তার ব্যস্ততার অন্ত নেই। এটা আনছে, ওটা সরাচ্ছে। তার সঙ্গে হাঁকডাক। পাড়ার লোকের চোখ ছানাবড়া। সাদাসিধা, শান্তশিষ্ট, লোকটার হল কী! 
বিশদ

02nd  February, 2020
 

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি। 
বিশদ

26th  January, 2020
দী পা ন্বি তা
বাণীব্রত চক্রবর্তী

পেছন থেকে কে যেন ডাকল। তার নাম ধরে নয়। সমরজিৎ স্পষ্ট শুনেছে, ‘মাস্টারমশাই! একটু থামবেন!’ অফিস থেকে ফিরছিল। বাস থেকে নেমে মিনিট দশেক হাঁটলে তাদের বাড়ি। চার মিনিট হাঁটার পর ডাকটা শুনতে পেয়েছিল। মাস্টারমশাই কেন! সে কলেজ স্ট্রিট পাড়ায় নিউ ওয়েভ পাবলিশিংয়ে কাজ করে। রবিবার সন্ধেবেলায় ময়ূরাক্ষী পল্লিতে দীপান্বিতাকে পড়াতে যায়। 
বিশদ

26th  January, 2020
 

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তাঁরই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ভানু বন্দ্যোপাধ্যায়- অষ্টম কিস্তি।
বিশদ

19th  January, 2020
 

চলতি বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ। সেই উপলক্ষে মাইলফলক দেখে ইংরেজি সংখ্যা শেখাই হোক বা বিধবা বিবাহ প্রচলনের জন্য তীব্র লড়াই— বিদ্যাসাগরের জীবনের এমনই নানা জানা-অজানা কাহিনী দিয়ে সাজানো এ ধারাবাহিকের ডালি। 
বিশদ

19th  January, 2020
নজরদার
সঞ্জয় রায়

—‘হ্যাঁ গো চাঁপার মা, এই তো সেদিনই তেল আনালাম। এর মধ্যেই শেষ?’
—‘ও মা অত্তগুলো নোকের রান্না, তা তেল লাগবে নাকো।’ 
বিশদ

19th  January, 2020
একনজরে
হায়দরাবাদ, ১৬ ফেব্রুয়ারি (পিটিআই): ‘ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট’ (এফআরবিএম) মেনে বাজেট পেশ করা হয়েছে। তাই রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা স্থির করতে সেই আইন লঙ্ঘন করা হয়নি। যাবতীয় জল্পনা, বিতর্কে জল ঢেলে রবিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।  ...

নিউ ইয়র্ক, ১৬ ফেব্রুয়ারি (এএফপি): কানেক্টিকাটের একটি নাইটক্লাবে গুলিচালনার ঘটনায় প্রাণ হারালেন একজন। আহতের সংখ্যা চার। রবিবার ভোরে ‘ম্যাজেস্টিক লাউঞ্জ’-এর ক্লাবে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এই হামলা চালায় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।   ...

সংবাদদাতা, লালবাগ: শনিবার রাতে নবগ্রাম থানার পলসণ্ডায় ৩৪নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বহরমপুর থেকে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকে থাকা সমস্ত ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাবিদাওয়ার মধ্যে কয়েকটি মিটলেও, বেতন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দাবি এখনও অনিশ্চিত। এমনই অভিযোগ অধ্যাপকদের। রবিবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের ৪৮তম বার্ষিক সম্মেলনে তা নিয়েই সরব হলেন তাঁরা।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম
১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা মাইকেল জর্ডনের জন্ম
১৯৮৭ - ভারতীয় কার্টুনিস্ট অসীম ত্রিবেদীর জন্ম।
২০০৯: সঙ্গীত শিল্পী মালবিকা কাননের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৯১.৪৩ টাকা ৯৪.৭১ টাকা
ইউরো ৭৫.৮৫ টাকা ৭৮.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
15th  February, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৬০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৪৭৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,০৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  February, 2020

দিন পঞ্জিকা

৪ ফাল্গুন ১৪২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, (মাঘ কৃষ্ণপক্ষ) নবমী ২১/১ দিবা ২/৩৬। জ্যেষ্ঠা ৫৭/৩৩ শেষরাত্রি ৫/১৪। সূ উ ৬/১১/৩৯, অ ৫/২৯/৩৯, অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে পুনঃ ১০/৪৩ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২০ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৯ মধ্যে। বারবেলা ৭/৩৬ গতে ৯/১ মধ্যে পুনঃ ২/৪০ গতে ৪/৫ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫১ মধ্যে।
৪ ফাল্গুন ১৪২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, নবমী ৩১/৪০/৩৫ রাত্রি ৬/৫৪/৫৬। অনুরাধা ৮/১/৪০ দিবা ৯/২৭/২২। সূ উ ৬/১৪/৪২, অ ৫/২৮/৫৮। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৫৮ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৫৫ মধ্যে ও ১১/২৩ গতে ২/৪১ মধ্যে। কালবেলা ৭/৩৮/৫৯ গতে ৯/৩/১৬ মধ্যে। কালরাত্রি ১০/১৬/৭ গতে ১১/৫১/৫০ মধ্যে।
 ২২ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। বৃষ: পুরোনো সম্পর্ক থাকলে তা আবার নতুন ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে  
১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা ...বিশদ

07:03:20 PM

স্ত্রীর সাহায্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত দম্পতি 
বাঘাযতীনে স্ত্রীর সাহায্যে বছর ২২-এর এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ...বিশদ

07:34:00 PM

পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৭, জখম ২০

06:58:00 PM

মত্ত অবস্থায় পুলকার চালানোর অভিযোগে আটক চালক 
পোলবায় পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যজুড়ে পুলকার আটকে ...বিশদ

05:58:22 PM

নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি ৩ মার্চ
নতুন করে ফের নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিনক্ষণ ঘোষণা হল। আগামী ...বিশদ

04:22:33 PM