Bartaman Patrika
 

কলকাতায় এসে অভিনয় করার মজাই আলাদা 

 কলকাতা কেমন লাগল?
 এমনভাবে বললেন যেন কলকাতায় আমার এই প্রথম আসা। অভিনয়ের সূত্রে কতবার কলকাতায় এসেছি, এখন আর এই শহরটাকে নতুন লাগে না। তবে একটা কথা মানতেই হবে যে প্রতিবারই কলকাতা আমায় নতুনভাবে মুগ্ধ করে।
 তাই নাকি? কীভাবে?
 কলকাতার দর্শক অসম্ভব শার্প। সামান্য ভুলও যেমন তাঁদের নজর এড়ায় না, তেমনই আবার ভালো অভিনয়ের কদরও তাঁরা করতে জানেন। তাই কলকাতায় স্টেজ শো করতে হলে আমি বা আমরা ভীষণ সতর্ক থাকি। এতে অভিনয়ের মজা দ্বিগুণ হয়ে যায়। শুধু তাই নয়, কলকাতায় অভিনয় করতে গিয়ে দর্শকদের যেভাবে আমরা স্টেজে টেনে আনতে পারি, ততটা আর অন্য কোনও শহরে পারি না। আরে বাবা এটা তো আর অস্বীকার করা যায় না যে কলকাতা শিল্প ও সংস্কৃতির পীঠস্থান। এমন শহরে অভিনয়ের সুযোগ যে পেয়েছি বা এখনও পাচ্ছি এটাই তো ভাগ্যের কথা। আমার তো মনে হয় কলকাতার মঞ্চে নাটক করলে নাটকের এবং অভিনয়ের সঠিক মূল্যায়ণ করা যায়। আমি অভিনয়ের কোন পর্যায় রয়েছি তা একমাত্র কলকাতার দর্শকই তাঁদের হাবেভাবে বুঝিয়ে দিতে পারেন।
 প্রথম কলকাতা আসার অভিজ্ঞতা কীরকম?
 সেটা ছিল কেরিয়ারের গোড়ার দিক। তখনও দিল্লি থেকে মুম্বই পাড়ি জমাইনি। অভিনয় জগতে নেহাতই নবাগত। সালটা অবশ্য আজ আর মনে নেই। কোন নাটক তাও সঠিক মনে পড়ছে না। তবে এটুকু বলতে পারি প্রথম দর্শনেই কলকাতা আমায় মুগ্ধ করেছিল। অভিনয় করাই যথেষ্ট নয়, নিত্যনতুন ভঙ্গিতে তা উপস্থাপনা করার শিক্ষা আমি কলকাতার দর্শক মারফতই পেয়েছি। কলকাতার স্টেজে অভিনয় করতে এসে একটা উপলব্ধি হয়েছিল, বুঝেছিলাম অভিনয় যখন আলোচনার বিষয় হয়ে উঠবে তখনই তা শিল্পে পরিণত হবে, নচেৎ শত ভালো অভিনয় করেও কোনও লাভ নেই।
 একটু পিছনে ফেরা যাক। অভিনয়ে আসা কি হঠাৎ করেই নাকি ছোট থেকেই অভিনয়ের প্রতি টান অনুভব করতেন?
 না, না একেবারেই হঠাৎ নয়। ছোট থেকেই অভিনয়, মঞ্চ ‌ইত্যাদির প্রতি একটা টান অনুভব করতাম। আমি তো এফ টি আই আই পুনের ছাত্র, কিন্তু তার বহু আগে থেকেই আমার অভিনয়জীবন শুরু হয়। এটা বললাম যাতে পাঠক বুঝতে পারেন যে অভিনয় জগতে প্রতিষ্ঠিত হতে, বা অভিনয় বিষয়ে শিখতে বিশেষ পাঠ্যক্রম নিয়ে পড়াশোনা করেছি বটে, কিন্তু তার আগে থেকেই আমি মঞ্চে অভিনয় করতাম। অর্থাৎ অভিনয় মোটামুটি আমার রক্তেই বলা যায়।
 কতদিন হল আপনি অভিনয় করছেন?
 ৪২ বছর।
 টিভি, থিয়েটার, সিনেমা এই যে এত রকম ক্ষেত্রে অভিনয় করেন কোনটা টানে?
 অবশ্যই থিয়েটার। থিয়েটার আমায় চুম্বকের মতো টানে। থিয়েটারের কয়েকটা কি-পয়েন্ট আছে। প্রথমত থিয়েটারে অভিনয় করলে ভালো বা খারাপ, দর্শর্কের যেমনই অভিব্যক্তি হোক না কেন, তা সঙ্গে সঙ্গে টের পাওয়া যায়। এটা অন্য কোনও অভিনয় মাধ্যমে সম্ভব নয়। সিনেমায় তো নয়ই, এমনকি সিরিয়ালেও দর্শকের ফিডব্যাক পাওয়ার জন্য বহু ভায়া মিডিয়ার প্রয়োজন পড়ে। থিয়েটারে ব্যাপারটা অনেক সরাসরি। ফলে অভিনয়ের পাল্স বুঝতে চাইলে থিয়েটার অনবদ্য। দ্বিতীয়ত থিয়েটারের সঙ্গে ঘোরার সুযোগ সবচেয়ে বেশি। আর নাটকের সঙ্গে যত ঘুরবেন ততই লোকের সঙ্গে সাক্ষাৎ হবে, তাঁদের কথা শুনবেন, নিজে সমৃদ্ধ হবেন। একটা উদাহারণ দিই। কয়েক বছর আগে আমি একটা নাটক লিখেছিলাম ‘মেরা ও মতলব নেহি থা’। নাটকটি নিয়ে গোটা মার্কিন মুলুকে ঘুরে বেড়িয়েছি। আমেরিকার ২৩টি শহরে অভিনয় করেছি। দর্শক আমায় চিনেছেন, আমার অভিনয় দেখেছেন, তাঁদের মতামত জানিয়েছেন, আমি নিজেকে উন্নত করার সুযোগ পেয়েছি। কিন্তু সিনেমা বা সিরিয়ালে তো এটা অসম্ভব। সেখানে শুধু‌ই লোকেশন শ্যুট আর সেট শ্যুট এই তো অভিনয়ের সুযোগ। আর তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থিয়েটার আপনাকে জীবন্ত রাখতে সাহায্য করে। আপনার অভিনয়কে প্রাণবন্ত করে। স্টেজে অভিনয় না করলে বোঝাই যায় না অভিনেতা হিসেবে আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি রিফ্লেক্স কতটা সজাগ, আমি কতটা তীক্ষ্ণ ইত্যাদি। আর একটা কথা না বললেই নয়, নাটক অভিনেতাদের মাটির কাছাকাছি রাখে। সাধারণের সঙ্গে সরাসরি যোগযোগের সুযোগ ঘটায়। নাটকে অভিনয় করলে স্টারডম আসে না। ফলে মঞ্চাভিনয়ের আত্মসুখের সুযোগ কম। এই বিষয়টাও নাটকের প্রতি আমায় ভীষণ আকৃষ্ট করে।
 আপনার একক অভিনয় ‘মাসাজ’ নাটকে, যেখানে আপনি একাই ২৩টি চরিত্রে অভিনয় করেছেন...
 আরে সেটাই তো বলতে যাচ্ছিলাম। একক অভিনয় এক অদ্ভুত অভিজ্ঞতা। আমার একক নাটক ‘মাসাজ’ নিয়ে মাত্র গত মাসেই দুবাই গিয়েছিলাম। এছাড়াও দেশে ও বিদেশে বহুবারই এই নাটকটি অভিনয় করেছি। যতবারই করেছি ততবারই নতুন নতুন উপলব্ধি হয়েছে। একক নাটকের একটা ভারী মজার দিক আছে। গতানুগতিক ধারায় রিহার্সাল দিতে হয় না। মঞ্চে আমি একাই রাজা। অন্য অভিনেতা নেই যাঁদের সঙ্গে স্টেজ শেয়ার করতে হবে। আবার একই সঙ্গে আমার অভিনয়ের দায়ভার বহন করার মতো আর একটা লোকও থাকে না। এটা হল ওই একক অভিনয়ের ভয়ের দিক। আমি হয়তো একটু ভুল করলাম, সঙ্গে সঙ্গে সেটা মেক আপ করার মতো কোনও অভিনেতা আমার পাশে নেই। ফলে একক অভিনয়ের ক্ষেত্রে প্রতি মুহূর্তে একশোগুণ বেশি সজাগ থাকতে হয়। নিজের ভুল নিজেকেই বুঝে মেক আপ দিতে হয়। তাই একটা ভীষণ মিশ্র প্রতিক্রিয়া হয় একক অভিনয় করতে গিয়ে। একই সঙ্গে ভয়, মজা আর রোমাঞ্চ মেশানো সেই অনুভূতি।
 আপনার প্রিয় চরিত্র কোনটা?
 এই তো মুশকিলে ফেললেন। প্রিয় চরিত্র ওইভাবে বলা যায় নাকি! অভিনেতার কাছে প্রতিটি চরিত্রই তাঁর সন্তান। আর সন্তানের প্রতি বাবা-মা কি পারে পক্ষপাতিত্ব করতে? ফলে কোনও একটা চরিত্র বেছে নিয়ে তাকেই প্রিয় করা আমার পক্ষে সম্ভব নয়। তবে এত বছরের অভিনয় জীবনে উল্লেখযোগ্য বহু চরিত্রেই অভিনয় করেছি। তার মধ্যে একটা সিনেমা ছিল ‘আধা রাম আধা রাবণ’। সেখানে একজন অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলাম। আমার সঙ্গে অন্য আর একজনই অভিনেতা ছিলেন, ওম পুরি। ওম সাব এক খুনির চরিত্রে। গল্পটা এইরকম যে ওই অভিনেতা একদিন স্টেজে অভিনয় করে ঈষৎ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে দেখেন তিনি তাঁর নিজের বাড়িতেই বন্দি! তাঁর বাড়িতে আস্তানা গেড়েছে এক অপরাধী যে কি না নিজের স্ত্রীকে খুন করার পরিকল্পনা করছে। স্ত্রীটি আবার ওই অভিনেতার মুখোমুখি প্রতিবেশি। ফলে অভিনেতার বাড়ির জানালা দিয়ে অপরাধী নিজের স্ত্রীকে খুনের পরিকল্পনা করেছে। এবং এই গোটা পরিকল্পনার সাক্ষী হয়ে পড়েছেন ওই অভিনেতা। সিনেমার গল্প এগোচ্ছে অভিনেতা ও অপরাধীর সংলাপের মাধ্যমে। অন্য কোনও চরিত্র নেই। এইভাবেই ক্লাইম্যাক্সে পৌঁছয় গল্প। এই চরিত্রটার জন্য আমি ভীষণ খেটেছিলাম। আমার মনে হয়েছিল চরিত্রটার মধ্যে অভিনয়ের অনেক সুযোগ আছে। কিন্তু দর্শক নিল না। ছবিটা ভয়ঙ্কর ফ্লপ করল। পরে আর ওই চরিত্র নিয়ে কারও সঙ্গে কথাই বলার সুযোগ ঘটল না।
 অভিনয় করেন, নাটকও লেখেন আবার এই নাটকের টাইটেল মিউজিকটাও শুনলাম আপনিই করেছেন। এতরকম কাজ করতে গিয়ে কখনও কোনও একটার প্রতি পক্ষপাতিত্ব করে ফেলেন কি?
 অভিনয়ের প্রতিই পক্ষপাত সবচেয়ে বেশি তা তো বলাই বাহুল্য। বাকিগুলো তো অভিনয় করার জন্যই করি। এই যেমন নাটক করতে গিয়ে হয়তো মনে হল কোনও একটা রোলে অভিনয় করলে ভালো লাগবে। তখন সেই চরিত্রটা তৈরি করার জন্য নিজেই একটা নাটক লিখে ফেললাম, এইরকম আর কি। আর টাইটেল মিউজিকটা নিতান্তই একটা শখ। গান শুনে কোনও সুর মনে ধরলে তখন সেটা নিয়েই কাজ করতে শুরু করি। এইভাবেই একটা থিম মিউজিক হয়ে যায়।
 ‘রং নাম্বারই বলুন’ বা ‘মেরা ও মতলব নেহি থা’ সবই তো সামাজিক গল্প। এই ধরনের নাটকই কি আপনাকে বেশি টানে।
 মোটেও না। অভিনয়ের ক্ষেত্রে আমি সারাক্ষণ এক্সপেরিমেন্ট করি। একক নাটক, সামাজিক নাটক, কমিক চরিত্র, গম্ভীর চরিত্র সবেতেই আমি সমানভাবে অভিনয় করেছি। তবে আমরা তো সমাজের বাইরে নই। সমাজে যেমন দেখি তেমনই নাটকের গল্প লিখি। ফলে সব নাটকই কোনও না কোনওভাবে সামাজিক। শেক্সপিয়ার যখন ঐতিহাসিক নাটকও লিখেছেন তখনও সামাজিক প্রভাব সেই নাটকের ওপর পড়েছে। আমি মনে করি সমাজের বাইরে গিয়ে কোনও কিছুই হয় না।
 ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার কথা ভাবেন?
 আলাদা করে ঐতিহাসিক চরিত্র আমায় টানে না। আমার মনে হয় একটা সাধারণ চরিত্রে অভিনয় করলে সেই চরিত্রে যতটা রং ফুটিয়ে তোলা যায় ঐতিহাসিক চরিত্রে ততটা যায় না। তার কারণ ঐতিহাসিক হিরোদের বা ভিলেনদের নিয়ে আমাদের মনে একটা ধারণা রয়েছে। তার থেকে খুব বাইরে বেরিয়ে সেই চরিত্রটা আঁকলে দর্শক একটু ধাক্কা খায়। তখন সেই অভিনয় যতই ভালো হোক না কেন নজর কাড়তে পারে না। কিন্তু সামাজিক নাটকে পাশের বাড়ির লোকটা হয়তো ভীষণ ভালো আবার ঠিক এতটাই ভালো কি? নাকি একটু খারাপও বটে? কিন্তু কই ততটা খারাপও তো বোঝা যাচ্ছে না.. এই যে দর্শককে সারাক্ষণ ভাবনার অবকাশ দেওয়া এটা একটা বিশেষ দক্ষতার পরিচয়। আমি অভিনয়ের মাধ্যমে সেই জায়গায় পৌঁছতে চাই, যেখানে নাটকের শেষ দৃশ্যে এসেও দর্শক ভাববেন চরিত্রটা কি ভালো না মন্দ।  ছবি: ভাস্কর মুখোপাধ্যায় 
14th  January, 2019
আমাদের জুটি অমর

পর্দার উত্তম-সুচিত্রার মতো যাত্রার অনল-কাকলী জুটি। কোন রসায়নে বাইশ বছর ধরে অটুট এই জুটি? আধুনিক যাত্রা নিয়েই বা কী মত তাঁদের? খোঁজ নিলেন শুভঙ্কর গুহ।
বিশদ

04th  February, 2019
গোবরডাঙা রঙ্গভূমির ‘রাজার খোঁজে’ মাতিয়ে দিল দর্শককে

‘আমরা নূতন যৌবনেরই দূত!’— কবিগুরুর একথা সত্যিই যে মিথ্যে নয় তা আবারও একবার প্রমাণ করে দিল রঙ্গভূমির কচিকাঁচার দল। সম্প্রতি পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আয়োজিত অষ্টাদশ নাট্যমেলায় আমন্ত্রিত হয়ে গত ৩০ নভেম্বর ২০১৮, তৃপ্তি মিত্র নাট্যগৃহ দাপিয়ে গেল গোবরডাঙা রঙ্গভূমির কচিকাঁচারা,তাদের প্রযোজনা ‘রাজার খোঁজে’ নিয়ে।
বিশদ

04th  February, 2019
স্পিড নাট্য উৎসব

 পূর্ব বর্ধমানের পথশিশুদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন স্পিড। এছাড়াও শিশুবিকাশ, পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা, কণ্যাভ্রুণ হত্যার বিরুদ্ধে জনমত গঠন, মহিলা যৌনকর্মীদের অধিকার ও স্বাস্থ্য সচেতনতা বা কুষ্ঠ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এগিয়ে এসেছে স্পিড।
বিশদ

04th  February, 2019
নিন্দিত রাজনীতির প্রতি ব্যঙ্গের বিষাক্ত তির

সম্প্রতি কলকাতার মধুসূদন মঞ্চে ব্যাঙ্গধর্মীতায় পরিপুষ্ট এক সামাজিক নাটক মঞ্চস্থ করল আসানসোল চর্যাপদ। নাটকের নাম ‘ঘোড়ার ডিম’। যে নাটকে নিন্দিত রাজনীতির আঘাতে রক্তে ভেসে যায় সভ্যতা। যেখানে শাসকের সীমাহীন ঔদ্ধত্য ও আস্ফালনে সৃষ্টি হয় চরম নৈরাজ্য। এমনই এক রাজ্যের কর্তব্যবিমুখ, দুর্বুদ্ধি সম্পন্ন, দুরাচারী রাজা গোপাল রুদ্র।
বিশদ

28th  January, 2019
ভূত মানে অতীত

 আগামী ৩১ জানুয়ারি দু’টি নতুন নাটকের প্রিমিয়ার ভয় ও মর্জিনা! মর্জিনা! বিশদ

28th  January, 2019
আরব্য রজনীর কাহিনীতে সমসাময়িকতার ছোঁয়া

‘এন্টারটেইনমেন্ট’ শব্দটির সঙ্গে এখন আট থেকে আশি সবাই খুব পরিচিত। কী এই এন্টাটেইনমেন্ট বা বিনোদন? সহজ কথায় মনোরঞ্জনের উপকরণ। তার মধ্যে রয়েছে সাহিত্য, চিত্র, ভাস্কর্য, নৃত্য, সিনেমা, নাটক সবই। কিন্তু জনগণের মনোরঞ্জন করতে গিয়ে মনোরঞ্জনকারীরা সবসময় মাত্রাজ্ঞান বজায় রাখতে পারেন কি? এটা মস্ত বড় একটি প্রশ্ন।
বিশদ

28th  January, 2019
ঐহিকের ‘বাংলার নট-নটী’

 নাট্যদল ঐহিক গত বছর থেকে শুরু করেছে একটি অন্য ধরনের নাটকের উৎসব। আমাদের রাজ্যে নাটকের দলের কমতি নেই। কিন্তু রাজধানী শহর কলকাতার অভিনেতারা যতটা প্রচারের আলোয় আসতে পারেন জেলা শহরের অভিনেতারা স্বাভাবিক কারণেই সেই আলোকবৃত্ত থেকে বঞ্চিত হন।
বিশদ

28th  January, 2019
বেলঘরিয়া হাতেখড়ির
স্পেস থিয়েটার ফেস্টিভ্যাল

খড়দার সুখচরের পাইন ঠাকুরবাড়ি একেবারে গঙ্গার ধার ঘেঁষে অবিস্থত। এর লাগোয়াই রয়েছে ১৬০০ বছরের পুরনো একটি ভগ্নপ্রায় মন্দির। আর এই ঐতিহাসিক প্রাঙ্গনেই বসেছিল একটি অন্যরকমের নাট্যোৎসবের আসর। শুরু হয়েছিল গত বছরেই। এবার এই উৎসব দ্বিতীয় বছরে পড়ল। পোষাকি নাম স্পেস থিয়েটার অর্থাৎ সা ইট স্পেসিফিক থিয়েটার।
বিশদ

28th  January, 2019
প্রতিবিম্বের গণদেবতা

প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস গণদেবতা নিয়ে এর আগে চলচ্চিত্র হয়ে গিয়েছে। সেই উপন্যাসটিরই এবার মঞ্চরূপ উপস্থাপিত করতে চলেছে নাট্যদল প্রতিবিম্ব।
বিশদ

28th  January, 2019
বাপু মহাত্মা মোহনদাস

একটি মানুষ যিনি বদলে দিয়েছিলেন দেশের ভবিষ্যৎ। তাঁর নাম মহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী। তাঁকে নিয়ে দেশের মানুষের যেমন ভক্তি আছে তেমনি সমালোচনাও আছে। সেই গান্ধীজিকে নিয়ে একটি নাটক মঞ্চস্থ হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি মিনার্ভা মঞ্চে।
বিশদ

28th  January, 2019
অনির্বাণ ও ল্যাংড়া ধাবা 

অর্ধ শতকের বেশি বছর অতিক্রান্ত হয়ে গেল ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বহু মানুষের রক্ত ও শহিদদের প্রাণের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা আমাদের কতটা স্বাধীন করেছে? আদৌও সত্যিকারের স্বাধীনতা আমরা পেয়েছি কি? পরাধীনতার শিকল থেকে এখনও কি মুক্ত হয়েছি আমরা?  বিশদ

21st  January, 2019
দেবী চম্পকগন্ধা 

সম্প্রতি হাওড়া নাট্যজন মঞ্চস্থ করলো তাঁদের নতুন নাটক ‘দেবী চম্পক গন্ধা’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নাগিনী কন্যার কাহিনী অবলম্বনে এই নাটক রচনা করেছেন সমিত চৌধুরী। তিনি রাঢ় বাংলার সাঁতালি পাহাড়ের ঢালে সবুজ অরণ্যের ঘন ছায়ায় ব্যাপৃত অজগায়ে বসবাসকারী বেদে বেদেনীদের দৈনন্দিন সর্পিল জীবন জীবিকার ছবি এঁকেছেন।  বিশদ

21st  January, 2019
প্রাপ্তমনস্ক ও স্যা ন্ডু ই চ 

হুগলি একক প্রয়াসের উদ্যোগে দুটি নাটক মঞ্চস্থ হল শিশির মঞ্চে। রঙ্গপীঠ প্রযোজিত নাটক ‘প্রাপ্তমনস্ক’ ও আয়োজক দলের ‘স্যান্ডুইচ’। এক অবৈধ সম্পর্কের পোস্টমর্টেম নিয়ে প্রাপ্তমনস্ক ও সাম্প্রতিক কালের রাজ্য রাজনীতির দুরবস্থার ওপর নির্মিত হয় স্যান্ডুইচ নাটকটি। রাকেশ বন্দ্যোপাধ্যায় একজন ব্যবসায়ী।  বিশদ

21st  January, 2019
অনুভূতি দিয়ে গড়া ‘অনুষ্টুপ শিলাদিত্য সংলাপ’ 

পাড়ার ভিতরে লোকজন বিহীন একটি গলি। যে গলিতে অনুষ্টুপ আর শিলাদিত্যের শৈশব কেটেছে। কী মধুর সেই শৈশবস্মৃতি! কিন্তু হঠাৎই কোথায় যেন হারিয়ে গেল শৈশবের মিষ্টি দিনগুলো। বিচ্ছিন্ন হয়ে গেল দুজনে। তারপর আর কেউ কারও খোঁজ রাখেনি।  বিশদ

14th  January, 2019

Pages: 12345

একনজরে
 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী লোকসভা ভোটে হাওড়া জেলার ১৩ হাজার ৫৮২ জন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে ১৪১৯ জন দৃষ্টিহীন, ২৩০৬ ...

  সংবাদদাতা, বুদবুদ: বুদবুদে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব ঘিরে প্রস্তুতি তুঙ্গে। বুদবুদের মহাকালী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উৎসব এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে। শান্তিনিকেতনকে বাদ দিয়ে বাঙালির বসন্ত উৎসব কার্যত অসম্পূর্ণ। তাই দোল উৎসবে শান্তিনিকেতন যেতে মুখিয়ে থাকেন অনেকেই। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের জুট মিলগুলির শ্রমিকদের নতুন বেতন চুক্তি বুধবার বেশি রাতে শ্রম দপ্তরে স্বাক্ষরিত হয়েছে। তবে সিটু সহ সাতটি শ্রমিক সংগঠন জানিয়েছে, আজ শুক্রবার জুট মিলগুলিতে প্রতীকী ধর্মঘট থেকে তারা সরে আসছে না। ...

 লন্ডন, ১৪ মার্চ (পিটিআই): বুধবার রাতে চুক্তিহীন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিয়ে সরকারকে দ্বিতীয়বার ধাক্কা দিয়েছেন হাউস অব কমন্সের সদস্যরা। কার্যত কোণঠাসা হয়ে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ভেঙে পড়তে নারাজ। আগামী সপ্তাহের কোনও একটি দিনে শেষবারের মতো চেষ্টা করে দেখতে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসায় যুক্ত ব্যক্তির পক্ষে দিনটি শুভ। প্রেম-প্রীতিতে আগ্রহ বাড়বে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৬৪ – জিজিয়া কর তুলে দেন মুঘল সম্রাট আকবর
১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৭২ - ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।
১৯০৪ - স্বনামধন্য বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায়ের জন্ম
১৯৩৪: রাজনীতিক কাঁসিরামের জন্ম
১৯৩৭ - পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু হয় শিকাগোতে
১৯৩৯ - বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক জলধর সেনের মৃত্যু
১৯৭৬: অভিনেতা অভয় দেওলের জন্ম
১৯৭৭: অভিনেতা যিশু সেনগুপ্তের জন্ম
১৯৮৩: সঙ্গীতশিল্পী হানি সিংয়ের জন্ম
১৯৮৫ – প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়। (symbolics.com)



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৭০ টাকা ৭০.৩৯ টাকা
পাউন্ড ৯০.৬৮ টাকা ৯৩.৯৭ টাকা
ইউরো ৭৭.২৯ টাকা ৮০.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৫২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৮৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৩২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ ফাল্গুন ১৪২৫, ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, নবমী ৪৯/৪৭ রাত্রি ১/৪৫। আর্দ্রা ৫৪/৪৫ রাত্রি ৩/৪৪। সূ উ ৫/৪৯/৫৫, অ ৫/৪১/৫৩, অমৃতযোগ দিবা ৭/২৩ মধ্যে পুনঃ ৮/১২ গতে ১০/৩৪ মধ্যে পুনঃ ১২/৫৬ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৯ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২২ গতে ৪/১১ মধ্যে, বারবেলা ৮/৪৮ গতে ১১/৪৬ মধ্যে, কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে।
৩০ ফাল্গুন ১৪২৫, ১৫ মার্চ ২০১৯, শুক্রবার, নবমী রাত্রি ৯/০/৫০। আর্দ্রানক্ষত্র রাত্রি ১১/৩২/৪৫, সূ উ ৫/৫০/২৮, অ ৫/৪০/৪৯, অমৃতযোগ দিবা ৭/২৫/১১ মধ্যে ও ৮/১২/৩২ থেকে ১০/৩৪/৩৬ মধ্যে ও ১২/৫৬/৫১ থেকে ২/৩১/২৪ মধ্যে ও ৪/৬/৬ থেকে ৫/৪০/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/১৮/৬ থেকে ৮/৫৫/২৩ মধ্যে ও ৩/২৪/৩২ থেকে ৪/১৩/১১ মধ্যে, বারবেলা ৮/৪৩/৩ থেকে ১০/১৬/৫১ মধ্যে, কালবেলা ১০/১৬/৫১ থেকে ১১/৪৫/৩৯ মধ্যে, কালরাত্রি ৮/৪৩/১৪ থেকে ১০/১৪/২৬ মধ্যে।
 ৭ রজব
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ:  উচ্চতর বিদ্যায় শুভ ফল। বৃষ: পাওনা অর্থ আদায় হবে। মিথুন: উচ্চশিক্ষায় ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৫৬৪ – জিজিয়া কর তুলে দেন মুঘল সম্রাট আকবর১৮৯২ – ...বিশদ

07:03:20 PM

দাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস 
টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল কনেযাত্রীবোঝাই বাস। ...বিশদ

07:55:31 PM

২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা 
১৭টি আসন ছেড়ে ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ...বিশদ

06:51:12 PM

আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা 
আজ সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ...বিশদ

05:01:43 PM

২৬৯ পয়েন্ট উঠল সেনসেক্স

04:02:07 PM