Bartaman Patrika
আমরা মেয়েরা
 

জগতে আনন্দযজ্ঞে

আকাশে বাতাসে এখন উৎসবের আমেজ। পুজোর গন্ধ। আনন্দঘন মুহূর্তে দেবী দুর্গার আগমনি সুর বঙ্গহৃদয়ে বাজছে অবিরাম। লিখেছেন কমলিনী চক্রবর্তী।    

কাশ জুড়ে শুনিনু ওই বাজে...’— আজ মহাসপ্তমী। আকাশে বাতাসে শুধুই পুজোর সুর। সেই সুরই প্রবাহিত হচ্ছে বাঙালির মনে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুজো প্যান্ডেল আলো করে বসেছেন দেবী দুর্গা, সপরিবার। বাঙালির সেরা উৎসবে শামিল আমরা। বঙ্গজীবনে  দুর্গাপুজো ঘিরে উন্মাদনা সীমাহীন। রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে খাতায় কলমে দুর্গাপুজোর শুভ সূচনা হয় ঠিকই, কিন্তু আমাদের মনে মা দুর্গা পাকা আসন পেতে বসেন বৈশাখ থেকেই। বাংলা ক্যালেন্ডারে পুজোর তারিখগুলোয় চোখ বুলিয়ে নিয়েই মহিলারা পুজোর সাজগোজ, কেনাকাটা আর খাওয়াদাওয়ার বহর মাপতে শুরু করেন। চাকরিরতরা ছুটির হিসেব কষে বেড়ানোর পরিকল্পনা ছকতে শুরু করে দেন। এমনকী ঠাকুর দেখার রুটম্যাপও মনে মনে এঁকে ফেলেন অনেকেই। 
পুজো ঘিরে আমাদের পরিকল্পনার শেষ নেই। আর বাঙালির এই উন্মাদনার সঙ্গে তাল মিলিয়েই যেন প্রকৃতিও নিজেকে সাজিয়ে তোলে এই সময়। শরতের আকাশে নীলের মাত্রাটা একটু বুঝি বেড়ে যায়। আর সেই ঘন নীলের ব্যাকড্রপে পেঁজা তুলোর মতো সাদা মেঘ যখন মিলেমিশে একাকার হয় তখন রন্ধ্রে রন্ধ্রে পুজোর আমেজ অনুভব করি আমরা। প্রকৃতির সাজের কথা যখন উঠলই, তখন শরৎকালের কাশের দোলাই বা বাদ দিই কেমন করে? শহুরে প্রকৃতিতে কাশের প্রাবল্য হয়তো বা খানিকাংশে ফিকে হয়েছে, কিন্তু গ্রামবাংলায় সবুজ ঘাসের মাঝে সাদা কাশ ফুলের নাচন দেখলে হৃদয় মাঝে খুশির ঝিলিক বয়ে যায়। পুজোর আনন্দযজ্ঞে যোগদান করার আশায় যেন প্রকৃতিও একটু একটু করে নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত। প্রখর গ্রীষ্ম আর প্রবল বর্ষার পর আকাশে বাতাসে নব রূপের সূচনা তারই বার্তা বয়ে আনে। কড়া রোদের খোলস গা থেকে ঝেড়ে ফেলে সূর্যদেব তখন মিঠে আলোয় ভরিয়ে দেন চারপাশ। এদিকে বর্ষার জল পেয়ে গাছের পাতায় সবুজের প্রকোপ আরও বেশ কিছুটা গাঢ় হয়। সেই ঘন সবুজ খেতের মাঝে কাশের সাদা আরও প্রস্ফূটিত হয়ে ধরা পড়ে আমাদের চোখে। বঙ্গদেশের সেরা উৎসব দুর্গাপুজোর আয়োজনে প্রকৃতির যোগদান একেবারে ষোলোকলায় পরিপূর্ণ হয়ে ওঠে।
পুজোর গন্ধে ভরপুর প্রকৃতির বর্ণনা পাই বুদ্ধদেব গুহর ‘হলুদ বসন্ত’ উপন্যাসে। তিনি লিখেছেন, ‘মহালয়ার ভোরে, আধো-ঘুমে-আধো-জাগরণে বালিশটা আঁকড়ে ধরে শুয়ে শুয়ে যখন মহিষাসুর বধের বর্ণনা শুনব রেডিওতে..., তখন যে কী ভাল লাগবে সে কী বলব। শুধু আমার কেন? খাঁটি বাঙালি মাত্রেই লাগবে। ... তারপর মহালয়ার ভোর হবে। শরতের নীল আকাশে রোদ্দুর ঝিলিক দেবে। ...চোখ চেয়ে শরতের রোদ দেখব, নাক ভরে শিউলি ফুলের গন্ধ নেব; আর ভাললাগায় মরে যাব।’ 
সপ্তমীর সকালটা চিরকালই ভারি মধুর। ভোররাত থেকেই ঢাকের আওয়াজে ঘুম ভেঙে যায়। নবপত্রিকা স্নানের সময় আগত। ঢাকের বাদ্যি আর মন্ত্রোচ্চারণের ধ্বনিতে শোভিত হয়ে নবপত্রিকা চলেছেন স্নানযাত্রায়। সূর্যদেব আকাশে গাঢ় হয়ে প্রকট হওয়ার আগেই নবপত্রিকার স্নানপর্বের সমাপন ঘটে। পাড়ার পুকুর থেকে গঙ্গার ঘাটে তাই সাজ সাজ রব। ঢাক, কাঁসর, উলুধ্বনিতে মুখরিত চারদিক। এই নবপত্রিকাই যে দেবী দুর্গার রূপ তা ছোটবেলায় মোটেও জানতাম না। বরং তখন তাকে চিনতাম ‘কলাবউ’ নামে। পরিবারপ্রিয় বাঙালি বাড়িতে ওটাই তার পরিচয়। লালপাড় সাদা শাড়িতে সজ্জিত ঘোমটা টানা কলাবউকে গণেশ ঠাকুরের বউ হিসেবেই চেনে আপামর বাঙালি। 
দুর্গাপুজো ঘিরে বাঙালিরা যে একটা ঘরোয়া ছবি তৈরি করে তার সঙ্গে কলাবউ অসাধারণ মিশ খেয়ে যায়। সেই কারণেই হয়তো আমরা নবপত্রিকাকে কলাবউয়ে রূপান্তরিত করতে দ্বিধা করিনি।  দুর্গা আমাদের বাড়ির মেয়ে। পুজোর চারদিন সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসে, ছেলেমেয়ে নিয়ে। এর মধ্যে একটা আদুরে ব্যাপার আছে। দুর্গাপুজো বাঙালির মিলন উৎসব। পারিবারিক একটা মিলনক্ষেত্রও তৈরি হয় এই পুজোকে ঘিরে। সারা বছর যে যেখানেই থাকুক না কেন পুজোর সময় সকলে একত্রিত। এই যে মিলনোৎসবের আবহাওয়া, সেখানে মায়ের এই চার সন্তান এবং পুত্রবধূ নিয়ে মর্তে বিরাজ করাটা যেন ভীষণ মানানসই। এইসব কারণেই হয়তো নবপত্রিকা আমাদের কল্পনায় কলাবউ হয়ে গিয়েছে। এর মধ্যে একটা আকর্ষণ, একান্নবর্তী পরিবারের প্রতি আমাদের ভালোবাসা সবকিছুই জড়িয়ে রয়েছে। দুর্গাপুজো মহাপুজো। তাই তার আয়োজনও বিপুলায়তন। সেই সম্বন্ধে হুতোম প্যাঁচার নকশায় ভারি সুন্দর বর্ণনা রয়েছে। ‘ক্রমে দুর্গোৎসবের দিন সংক্ষেপ হয়ে পড়ল; কৃষ্ণনগরের কারিকরেরা কুমারটুলী ও সিদ্ধেশ্বরীতলা জুড়ে বসে গ্যাল।... এবার অমুক বাবুর নতুন বাড়ীতে পুজোর ভারী ধূম!... ষষ্ঠীর শর্ব্বরী অবসন্না হলো, ... সেই সঙ্গে সহরের চারি দিগে বাজ্‌না বাদ্দি বেজে উঠলো, নবপত্রিকার স্নানের জন্য কর্ম্মকর্ত্তারা শশব্যস্ত হলেন— ভাবুকের ভাবনায় বোধ হতে লাগল, য্যান সপ্তমী কোর মাকান নতুন কাপড় পরিধান করে হাঁসতে হাঁসতে উপস্থিত হলেন।’ 
এত কিছু সত্ত্বেও দেবী দুর্গার দুর্গতিনাশিনী রূপ বিশেষ উল্লেখের দাবি রাখে। বিভিন্ন সময় নানা রূপে তিনি অসুর বিনাশ করেছেন। কখনও কালী, কখনও চামুণ্ডা, কখনও কাত্যায়নী রূপ ধারণ করেছেন। বিভিন্ন দেবতার শ্রেষ্ঠ গুণ নিয়ে তৈরি হয়েছেন দেবী দুর্গা। তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শ্রেষ্ঠ শক্তির প্রদর্শন করেন। আবার একই সঙ্গে বাঙালি জীবনের প্রাত্যহিকীতে মিশে রয়েছেন কন্যারূপী দুর্গা। বাঙালির কাছে দুর্গা একাধারে জগজ্জননী যেমন, তেমনই তিনিই আবার বাড়ির সেই মেয়েটি যার প্রতীক্ষায় বঙ্গজননী সারা বছর দিন গোনেন। বাঙালি জীবনের সুন্দর সামাজিক চিত্রের পরিপূরক দেবী দুর্গার এই কন্যা রূপখানা। জমিদারের হাত ধরে যেহেতু বাংলায় দুর্গা পুজোর সূচনা ঘটেছিল, তাই দেবীর সাজের মধ্যে আড়ম্বরও একটু বেশি মাত্রায় লক্ষ করা যায়। বাংলার বাইরে গেলে আবার দেবী দুর্গার এই কন্যা রূপের খোঁজ পাওয়া ভার। সেখানে মা ব্যাঘ্রবাহিনী। তখন তিনি সম্পূর্ণ রূপে তেজশ্বিনী, অসুর বিনাশিনী, শক্তিরূপিণী দেবী। যাঁর আগমনে জগতে প্রাণের সঞ্চার ঘটে। অন্ধকার কাটিয়ে জগতে তিনিই আলোর প্রদর্শন করেন। অশুভর বিরুদ্ধে লড়াই করে তিনিই শুভশক্তির আগমন ঘটান। তাই তো তিনি আমাদের রক্ষাকর্ত্রী, অভয়দাত্রী, দেবী দুর্গা। 
21st  October, 2023
সমাজ বদলের দৌড়

নির্দিষ্ট ট্র্যাক ধরে ছুটতে ছুটতে এই ভারতের কিছু মেয়ে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন লিঙ্গবৈষম্য। জীবনের সংগ্রামের সঙ্গে মিলেমিশে গিয়েছে তাঁদের দৌড়বিদ হওয়ার স্বপ্ন। তাঁদের নিয়ে বই লিখেছেন  সোহিনী চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে কথাবার্তায় মনীষা মুখোপাধ্যায়।   বিশদ

02nd  December, 2023
দরকার দৃষ্টিভঙ্গির বদল

আজও মেয়েরা বাইরে তো বটেই, নিজের ঘরেও নির্যাতিতা। তাই প্রতিবছর পারিবারিক হিংসার বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি চলে। বিস্তারিত জানালেন সমাজকর্মী 
গার্গী গুহ। কথা বললেন কমলিনী চক্রবর্তী। 
বিশদ

02nd  December, 2023
ভালো থাকার ঠিকানা

চল্লিশোর্ধ্ব মহিলাদের ভালো থাকার ঠিকানা ‘প্রবাহিনী’। নেপথ্য কারিগর মধুবনী চট্টোপাধ্যায়। কেমন এই পথ চলা? খোঁজ করলেন স্বরলিপি ভট্টাচার্য।
  বিশদ

25th  November, 2023
এভারেস্টের সামনে স্কাইডাইভিংয়ে রেকর্ড

স্কাইডাইভিং কারও নেশা। কেউ বা এতে পেশাদার। শীতল মহাজন এমন এক নাম যাঁর কাছে এই নেশা এবং পেশা একই। স্কাইডাইভিংয়ে নানা রেকর্ড তাঁর পকেটে। পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। সদ্য এক নতুন মাইল ফলক ছুঁয়ে ফেললেন তিনি। বিশদ

25th  November, 2023
আদিবাসী শিশুদের সচেতনতা শিবির

সম্প্রতি শান্তিনিকেতনের প্রকৃতিভবনে আদিবাসী শিশুদের নিয়ে সামাজিক ও মানসিক সচেতনতা শিবিরে আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন মূরলীধর কলেজের অধ্যাপিকা ডঃ তিন্নি দত্ত। অনুষ্ঠানটি নাচ, গান ও নাটকে পরিপূর্ণ ছিল। বিশদ

25th  November, 2023
মেয়েদের ফুটবলে ফিটনেসের জাদুকর

অশোকনগর কলকাতা থেকে কিছু দূরে বটে, তবে ভারতের মহিলা ফুটবল দলে সুস্থ থাকার চাবিকাঠি সেখানে থেকেই নিজের হাতে সামলেছেন পৌলমী ঘোষ। কীভাবে এলেন এই কাজে? ভবিষ্যৎ ভাবনাই বা কী? লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

18th  November, 2023
নারী ক্ষমতায়ন ও শিশুদের শিক্ষা 

সমাজকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দু’টি স্তম্ভ নারী ক্ষমতায়ন ও শিশু শিক্ষা। এই কাজে ব্রতী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের নানা উদ্যোগে উপকৃত হচ্ছেন নারী ও শিশুরা।  বিশদ

18th  November, 2023
শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে মাতৃসাধিকাগণ

কালীসাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত ও অনুরাগী পরিমণ্ডলের সঙ্গে যেসব নারী যুক্ত হয়েছিলেন, তাঁদের কালীভক্তি ওসাধনাকে তুলে ধরার চেষ্টা করলেন পূর্বা সেনগুপ্ত।
বিশদ

11th  November, 2023
কাল গেল, কালী হল না সাধন

কালী বললে শুধু কি দেবী? ভারতের সেই নারীর কথাও কি মনে পড়ে না যাঁর জন্ম আগুন থেকে আর যাঁর জীবন কেটে যায় যুদ্ধের আগুন, প্রতিজ্ঞার আগুনে? তিনি কৃষ্ণা। তিনি দ্রৌপদী।  বিশদ

04th  November, 2023
পুতুল নেবে গো... পুতুল

কালীপুজোর আগে দেওয়ালি পুতুলের চাহিদা তৈরি হয় গ্রাম বাংলায়। মেদিনীপুরের সুতপা পাল দীর্ঘ কয়েক বছর ধরে তৈরি করছেন এই পুতুল। তাঁর কথা লিখছেন স্বরলিপি ভট্টাচার্য। বিশদ

04th  November, 2023
এই বেশ ভালো আছি

কথায় বলে, ‘একা বোকা’। কিন্তু একা থেকে বুদ্ধিমানের মতো জীবন কাটানোও সহজ। দরকার শুধু কিছু পরিকল্পনা আর হিসেব কষে সিদ্ধান্ত নেওয়া। যেসব মেয়ের একার সংসার, তিনিও হতে পারেন লক্ষ্মীমন্ত। সংসার সামলানোর কিছু জরুরি টিপস জানলেই কেল্লা ফতে। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
বিশদ

28th  October, 2023
লক্ষ্মীরূপেণ সংস্থিতা

আজ কোজাগরী পূর্ণিমা। ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা। বহু মেয়েই এই আরাধনাকে একটি দিনে সীমাবদ্ধ রাখেননি। প্রতিদিনের পরিশ্রমে বছরভর চলে তাঁদের সাধনা। ধীরে ধীরে তাঁরা পান লক্ষ্মীর আশীর্বাদ। লিখেছেন সন্দীপন বিশ্বাস।
বিশদ

28th  October, 2023
ভিনরূপী তিন দুর্গা

পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রামে নানারূপে পুজো পান মা দুর্গা। একটু অন্য ধরনের তিন দুর্গাপুজোর গল্প শোনালেন উত্তরা গঙ্গোপাধ্যায়।
বিশদ

21st  October, 2023
বনেদি বাড়ির পুজোর ডাকে

শহরের নানা বনেদি বাড়ির সাবেকি পুজোয় মেয়েদের ভূমিকা নিয়ে লিখেছেন সাবির আহমেদ।  বিশদ

14th  October, 2023
একনজরে
আমেরিকায় ফের শ্যুটআউট। এবার ডালাসের একটি বাড়িতে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হল। ...

আচমকা চিতাবাঘের দেখা! দক্ষিণ দিল্লির নেব সরাইয়ে এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্য পশুটির খোঁজে শুরু হয় তল্লাশি। ...

২০০৪ সাল। ভারতীয় ফুটবলে সাড়া জাগানো নাম মাহিন্দ্রা ইউনাইটেড। ম্যানেজমেন্টের আন্তরিকতা দেখে সই করতে দ্বিধা করিনি। মরশুমের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু বিনা মেঘে বজ্রপাত। একদিন অনুশীলনের আগে হঠাৎ ডাক পড়ল। ...

আজ, মঙ্গলবার বালুরঘাট এয়ারপোর্ট পরিদর্শনে আসছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধি দল। আজ সকাল ১০টা নাগাদ ওই প্রতিনিধি দল বালুরঘাট এয়ারপোর্ট পরিদর্শন করবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যে কোনও ব্যবসায় শুভ ফল লাভ। বিশেষ কোনও ভুল বোঝাবুঝিতে পারিবারিক ক্ষেত্রে চাপ। অর্থপ্রাপ্তি হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব মাটি দিবস
১৩৬০: ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়
১৮৫৪: রিভলবিং থিয়েটার চেয়ারের পেটেন্ট করেন অ্যারোন অ্যালেন
১৮৭৯: স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্রথম পেটেন্ট হয়
১৯০১: মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম
১৯১১: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়ের জন্ম
১৯১৩: বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষের জন্ম
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩২: অভিনেত্রী নাদিরার জন্ম
১৯৩৫: কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়
১৯৩৯: অভিনেত্রী বাসবী নন্দীর জন্ম
১৯৪০: সঙ্গীত শিল্পী গুলাম আলির জন্ম
১৯৪৩: জাপানী বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘বাংলাদেশ ”
১৯৮৫: ক্রিকেটার শিখর ধাওয়ানের জন্ম
১৯৯৯: যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী
২০১৩: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৫ টাকা ৮৪.১৯ টাকা
পাউন্ড ১০৩.৯২ টাকা ১০৭.৩৯ টাকা
ইউরো ৮৯.১৩ টাকা ৯২.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬৩,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬৪,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬০,৯৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৭৬,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৭৬,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৮ অগ্রহায়ণ, ১৪৩০, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩। অষ্টমী ৪৬/১৯ রাত্রি ১২/৩৮। পূর্বফল্গুনী নক্ষত্র ৫৩/৪৯ রাত্রি ৩/৩৮। সূর্যোদয় ৬/৬/১৪, সূর্যাস্ত ৪/৪৭/৪২। অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে পুনঃ ৭/৩২ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ৮/২১ মধ্যে পুনঃ ৯/১৪ গতে ১১/৫৪ মধ্যে পুনঃ ১/৪১ গতে ৩/২৭ মধ্যে পুনঃ ৫/১৪ গতে উদয়াবধি। বারবেলা ৭/২৭ গতে ৮/৪৭ মধ্যে পুনঃ ১২/৪৭ গতে ২/৮ মধ্যে। কালরাত্রি ৬/২৮ গতে ৮/৭ মধ্যে। 
১৮ অগ্রহায়ণ, ১৪৩০, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩। অষ্টমী রাত্রি ১১/২। পূর্বফল্গুনী নক্ষত্র রাত্রি ২/৫৯। সূর্যোদয় ৬/৮, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৭/৪৫ গতে ১১/৬ মধ্যে এবং রাত্রি ৭/৩৫ গতে ৮/২৯ মধ্যে ও ৯/২৩ গতে ১২/৪ মধ্যে ও ১/৫২ গতে ৩/৩৯ মধ্যে ও ৫/২৭ গতে ৬/৮ মধ্যে। বারবেলা ৭/২৮ গতে ৮/৪৮ মধ্যে ও ১২/৪৮ গতে ২/৮ মধ্যে। কালরাত্রি ৬/২৮ গতে ৮/৮ মধ্যে। 
২০ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বচসার জেরে গুলি চালানোর অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেপ্তার অভিনেতা ভূপিন্দর সিং, মৃত ১, জখম ৩

08:26:58 PM

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন রেবন্ত রেড্ডিই, জানাল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

07:00:00 PM

ভাইফোঁটায় সলমন খানকে আমন্ত্রণ মমতার

06:56:35 PM

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া, চূর্ণী গঙ্গোপাধ্যায়

06:45:00 PM

কেউ আমাদের ভাগ করতে পারবে না: মমতা

06:44:48 PM

বাংলা এখন ফিল্ম ডেস্টিনেশন হতে পারে: মমতা

06:43:53 PM