Bartaman Patrika
সম্পাদকীয়
 

খাদ্যদপ্তরের প্রশংসনীয় দৃঢ়তা  

গত মাসে রাজ্যে দুয়ারে রেশন পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়। তখন এর আওতায় আনা হয় ১৫ শতাংশ ডিলারকে। চলতি মাসের লক্ষ্য ৫০ শতাংশ। লক্ষ্যটা আরও বাড়িয়ে নভেম্বরের জন্য ১০০ শতাংশ করা হয়েছে। প্রকল্পটি ঠিকমতো চালানোর জন্য ডিলারদের কুইন্টাল পিছু অতিরিক্ত ৭৫ টাকা কমিশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওইসঙ্গে গাড়ি কেনার জন্যও সরকারের তরফে ১ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হচ্ছে তাঁদের। কিন্তু ডিলারদের সংগঠনগুলির মত, সরকারের এই ভূমিকা পর্যাপ্ত নয়। এছাড়া আরও কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। দুয়ারে রেশন প্রকল্প চালানোর জন্য ডিলারদের সংগঠন প্রথম দিকে কুইন্টাল পিছু অতিরিক্ত ২০০ টাকা দাবি করেছিল। এখন বলছে, সবার জন্য প্রকল্পটি চালানোর সিদ্ধান্তটাই অবাস্তব। শুধুমাত্র অক্ষম গ্রাহকদের (অতি প্রবীণ বা বিশেষভাবে সক্ষম ব্যক্তি) জন্যই এটা চালানো যেতে পারে। 
এই বক্তব্যকে সামনে রেখে বেঁকেই বসেছিল রেশন ডিলারদের জয়েন্ট ফোরাম। তারা সিদ্ধান্ত নিয়েছিল অক্টোবর মাসে দুয়ারে রেশনের পাইলট প্রকল্পে তারা অংশ নেবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জয়েন্ট ফোরামের কথা সব ডিলার শোনেননি। বিভিন্ন জেলার সংশোধিত রেশন (এমআর) এলাকায় অধিকাংশ রেশন দোকানে এই কর্মসূচি চলছে। তবে সংগঠনের নেতিবাচক মনোভাবের প্রভাব অনেকটাই পড়েছে বিধিবদ্ধ রেশন (এসআর) এলাকায়। আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল ছাড়া এসআর এলাকায় খুব কম সংখ্যক ডিলার দুয়ারে রেশনে অংশ নিয়েছেন। এই প্রকল্পে গ্রাহকদের বাড়িতে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্পটি সেপ্টেম্বরে চালু হয়েছে। পুজোর ছুটি থাকার কারণে এমাসের প্রথম দিকে গতি কিছুটা শ্লথ হয়েছে। ১৭ অক্টোবর থেকে আটটি নির্দিষ্ট দিনে দুয়ারে রেশন প্রকল্পটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে তিনটি দিন পেরিয়ে গিয়েছে। সংশোধিত ও বিধিবদ্ধ এলাকা মিলিয়ে রাজ্যে মোট রেশন ডিলার ২১ হাজারের মতো। অক্টোবরে গ্রামীণ এলাকা ও জেলা শহরগুলি মিলিয়ে সংশোধিত রেশন এলাকার হাজার দশেক ডিলারকে দুয়ারে রেশনের আওতায় এনেছে খাদ্যদপ্তর। অন্যদিকে, বড় শহরের বিধিবদ্ধ রেশন এলাকায় আনা হয়েছে ১০৮৭ জন ডিলারকে। এখনও পর্যন্ত এমআর এলাকায় ৮৩০৮ জন ডিলার এবং এসআর এলাকায় ২০৮ জন ডিলার এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এসআর এলাকার মধ্যে আসানসোল-দুর্গাপুর, পুরনো বারাকপুর মহকুমা, হুগলি-হাওড়া জেলার শহরাঞ্চল এবং উত্তর ও দক্ষিণ কলকাতা রয়েছে। আসানসোল-দুর্গাপুরের ৬৪ জন ডিলারই এতে অংশ নিয়েছেন। বারাকপুরে ৩১৫ জনের মধ্যে ১৩ জন, হুগলিতে ১৩২ জনের মধ্যে ৭ জন, হাওড়ায় ১১৬ জনের মধ্যে ১১ জন, উত্তর কলকাতায় ২২৬ জনের মধ্যে ৬৪ জন এবং দক্ষিণ কলকাতায় ২৩৪ জনের মধ্যে ৪৯ জন অংশ নিয়েছেন। তবে সব ডিলারই অংশ নিয়েছেন ঝাড়গ্রাম এবং উত্তর দিনাজপুরে। হাওড়ার সংশোধিত রেশন এলাকায় অংশ নিয়েছেন প্রায় সবাই। আরও কয়েকটি জেলায় ডিলারদের অংশগ্রহণের হার ৯০ শতাংশের বেশি।
জয়েন্ট ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু স্বীকার করেছেন, জেলাগুলিতে এমআর এলাকায় সাংগঠনিক দুর্বলতার জন্য ডিলারদের বড় অংশকে বিরত রাখা সম্ভব হয়নি। তাঁর অভিযোগ, প্রকল্পটি চালিয়ে যাওয়ার জন্য অফিসাররা নানাভাবে চাপ দিচ্ছেন। সংগঠনের দুই আহ্বায়ক বিশ্বম্ভর বসু ও নিখিলেশ ঘোষের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে ফের চিঠি পাঠিয়ে কয়েকটি দাবি জানানো হয়েছে। উৎসবের মরশুম শেষ হলেই সব ডিলারকে দুয়ারে রেশনের আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের। ডিলার সংগঠনের বিরোধিতা সত্ত্বেও পাইলট প্রকল্পে যে সাড়া মিলছে, তাতে খুশি খাদ্যদপ্তর। ইচ্ছুক ডিলারদের সংখ্যা আরও বাড়বে বলেও তারা আশা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষের এই দৃঢ় ভূমিকা প্রশংসনীয়। বস্তুত বাংলার গণবণ্টন ব্যবস্থার কদর্য চেহারা পাল্টে ফেলার জন্য রীতিমতো লড়াই করে চলেছেন মুখ্যমন্ত্রী। বাম জমানায় গ্রাহকদের মনে এই ধারণাই বদ্ধমূল হয়েছিল যে, রেশন একটা ফালতু ব্যবস্থা। প্রত্যেক সপ্তাহে/মাসে খাদ্য, কেরোসিন ইত্যাদি মেলে না। কালেভদ্রে পাওয়া গেলেও অতি নিম্নমানের এবং ওজনে কম দেওয়া হয়। তাই মুখ্যমন্ত্রীর লড়াইটা একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং রেশন ব্যর্থতার গভীরে প্রোথিত অস্বচ্ছতার বিরুদ্ধে। ডিলার সংগঠনগুলির উচিত, সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা। এটা তাঁদের মানবিক মুখ দেখাবার এবং ভাবমূর্তি উজ্জ্বল করারও সুযোগ বটে। সরকারের সঙ্গে অসহযোগিতার নীতি 
নিলে গরিব মানুষের কষ্ট বাড়বে এবং সামাজিকভাবে ডিলাররা সেই তিমিরেই ফিরে যাবেন।
25th  October, 2021
অসহ্য চমকের অর্থনীতি

২০১৯ সালের মে। দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ক’দিন পরেই নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে তাঁর সরকারের লক্ষ্য, ভারতকে পরবর্তী পাঁচ বছরের ভিতরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীত করা। অর্থাৎ আমাদের হাতে বাকি আছে আর বছর দুইয়ের কিছু বেশি সময়। বিশদ

পড়ুয়াদের টিকাকরণ জরুরি

মহামারীতে ভারত-সহ পৃথিবী বারবার আহত হয়েছে। কিন্তু ব্যাপকতার দিক থেকে কোভিড-১৯ বা করোনা নিশ্চিতভাবেই আগেরগুলিকে ছাপিয়ে গিয়েছে। করোনা ভাইরাস চীন দেশে প্রাণঘাতী রূপ নেয় ২০১৯ সালের শেষদিকে। চীন রাশ টানতে ব্যর্থ হতেই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, ভারত প্রভৃতি নানা স্থানে। বিশদ

27th  October, 2021
কেঁচো খুঁড়তে সাপ!

সিবিআই, আইবির মতো আরও একটি কেন্দ্রীয় এজেন্সি গুরুতর অভিযোগের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে। আমাদের দেশের আইন অনুযায়ী যেকোনও ধরনের মাদক সেবন, সংরক্ষণ ও পাচার করা বেআইনি কাজ বলে গণ্য হয়। মাদক নিষিদ্ধ নেশার দ্রব্য। বিশদ

26th  October, 2021
মুষল পর্ব

শরীর থেকে একে একে বসন ভূষণ খসে পড়ছে। বেরিয়ে আসছে ভিতরের কদর্য চেহারা। ভোটে হারার মাত্র ছ’মাসের মধ্যে বিজেপির হালহকিকত তাই। অনায়াসেই বলা যায় রাজা তোর কাপড় কোথায়? খবরে প্রকাশ, বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাটে গেরুয়া শিবিরের কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন।
বিশদ

24th  October, 2021
অর্ধসত্য

ওজন ১৪০০ কেজি। হেমন্তের হিমেল হাওয়ায় এমন বিশালাকার ত্রিবর্ণ পতাকা লালকেল্লার প্রাচীর ঘিরে যেন ডানা মেলেছে। দিল্লির লালকেল্লা, কুতবমিনার থেকে বাংলার হাওড়া ব্রিজ, মেটকাফ হল, কারেন্সি বিল্ডিংয়ের মতো দেশের একশো সৌধ সেজে উঠেছে বাহারি আলোয়। বিশদ

23rd  October, 2021
যোগীর অমানবিক সরকার

মোদি সরকারের তৈরি তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সরব ভারতের কৃষক শ্রেণি। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন তাঁরা। কৃষকদের দাবি, প্রতিবাদকে গুরুত্ব দিতে নারাজ সরকার। তাতেও হাল ছেড়ে দেননি কৃষকরা। তাঁরা এখনও লক্ষ্যে অবিচল। বিশদ

22nd  October, 2021
তৃতীয় চাহিদা 

রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (এইচডিআই) বা মানব উন্নয়ন সূচকও চালু হয়। একটি দেশের উন্নয়নের মাপকাঠি স্থির করাই ছিল এই সূচকের উদ্দেশ্য। এইচডিআইতে এটাই জোর দিয়ে বলা হল যে, শুধু আর্থিক উন্নতিই একটি দেশের উন্নয়নের সব নয়।
বিশদ

21st  October, 2021
ভারতের সতর্ক পদক্ষেপ জরুরি

শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের এটা চতুর্থ দফা। বাংলাদেশের জাতির পিতা প্রয়াত শেখ মুজিবুর রহমানের কন্যা ১৯৯৬ সালে প্রথম সে-দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামি লিগ সুপ্রিমো হাসিনা পাঁচ বৎসরাধিকাল ওই দায়িত্ব পালন করার পর বিরোধী আসনে গিয়ে বসেন। বিশদ

20th  October, 2021
অশান্ত ভূস্বর্গ

১২ জন সাধারণ নাগরিক, ৯ জন সেনা জওয়ান, ১৩ জন জঙ্গি। এটা নরেন্দ্র মোদি, অমিত শাহের ‘তৈরি’ কাশ্মীরে গত দু’সপ্তাহে ৩৪ জনের খুন বা মৃত্যুর হিসেব। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর কাশ্মীর স্বাভাবিক প্রমাণ করতে মোদি-শাহরা চেষ্টার ত্রুটি রাখেননি। বিশদ

19th  October, 2021
ফের হানা রাজ্যের এক্তিয়ারে
 

নরেন্দ্র মোদি বিজেপির দ্বিতীয় প্রধানমন্ত্রী। বিজেপি হল আরএসএসের রাজনৈতিক শাখা। অর্থাৎ এই দলটিই সঙ্ঘের রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের হাতিয়ার। গান্ধীহত্যা এবং বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত ছিল আরএসএস। বিশদ

18th  October, 2021
বিধি ভাঙা উচ্ছ্বাস

মনে হতে পারে এক বছর ধরে বন্ধ থাকা কোনও গুহার মুখ খুলে দেওয়া হয়েছে। গত বছর এক ব্যতিক্রমী শারদোৎসবের সাক্ষী ছিল বাংলা। করোনার দাপট ছিল সেই সময় বেশি। বেশি ছিল সংক্রমণ ও মৃত্যুর হারও। ফলে প্রশাসন ও পুলিসের তৎপরতাও ছিল তুঙ্গে। বিশদ

17th  October, 2021
শারদ শুভেচ্ছা

আশ্বিনের শারদ প্রাতে নীল-সাদা আকাশ, পুঞ্জীভূত মেঘের আনাগোনা, শিউলির হালকা গন্ধ, কাশফুলের দোলা। প্রকৃতির ‘এই অমোঘ’ রূপকে সাক্ষী রেখে ষষ্ঠীর বোধনের সকাল জানান দিল মা এসেছেন ঘরে। বিশদ

12th  October, 2021
অগ্নিমূল্য তেল ও সিঁদুরে মেঘ

বোধহয় একেই বলে, সর্ষের মধ্যে ভূত! নামেই সর্ষের তেল, অথচ তাতে সর্ষে নামক বস্তুটির নামগন্ধ নেই। সর্ষের তেলের রং, গন্ধ ও ঝাঁঝের সঙ্গে আমরা পরিচিত। আর সর্ষের তেল বাঙালির বড় প্রিয়।
বিশদ

11th  October, 2021
মড়ার উপর খাঁড়ার ঘা

একটা চালু রসিকতা ইদানীং খুব শোনা যাচ্ছে। সরকারের মাথায় যখন নরেন্দ্র মোদি তখন জিনিসপত্রের দাম বাড়বে না তাই কখনও হয়! ঘটনা হল, এটা আর আদৌ রসিকতার পর্যায়ে নেই। বিশদ

10th  October, 2021
আনন্দ করুন বিধি মেনে

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল মাস দুই আগেই। অবশেষে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর উচ্চারণে ‘আশ্বিনের শারদপ্রাতে’র মন ভালো করা চণ্ডীপাঠ দিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। বিশদ

09th  October, 2021
লক্ষ্য হারাচ্ছে সামাজিক মাধ্যম 

কাঠগড়ায় দুটি সংস্থা। ফেসবুক এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস। একটি হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। অন্যটি কাগজে-কলমে একটি অরাজনৈতিক সংগঠন। চরিত্রগতভাবে দুটিকেই যথেষ্ট নিরীহ নির্বিরোধ ভেবে নেওয়া যায়। বিশদ

08th  October, 2021
একনজরে
নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ফের সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় পুরস্কার ব্লু-রিবন পেল। রাজ্যে প্রথম এই পুরস্কার এল। কোভিড পরিস্থিতিতে ২০২০সালে নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের টাকা জনকল্যাণে সঠিকভাবে ব্যবহার করতে পারায় এই পুরস্কার এসেছে বলে জানা গিয়েছে। ...

কুলটি থানার দিশেরগড়ের পর হীরাপুর, আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক অবৈধ অস্ত্র কারখানার কারিগর হিসেবে উঠে আসছে মুঙ্গেরের কারবারিদের নাম। ইতিমধ্যেই পুলিসের জালে ধরা পড়েছে ...

বাংলাদেশকে আট উইকেটে বিধ্বস্ত করল ইংল্যান্ড। বুধবার প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১২৪ রান তোলেন সাকিব আল হাসানরা। জবাবে জেসন রয়ের ৬১ রানের সৌজন্যে ...

তোলাবাজি, বেআইনিভাবে ফোন ট্যাপিং, ভুয়ো নথিপত্র পেশ— একের পর এক অভিযোগে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে নিশানা করছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। বুধবার নিকাহনামার ছবি প্রকাশ করে তদন্তকারী আধিকারিককে ফের নিশানা করেছেন তিনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায়ে উল্লেখযোগ্য সাফল্য। কৃষিপন্ন বিক্রেতা ও ডাক্তারদের অর্থকড়ি প্রাপ্তি হবে সর্বাধিক। বন্ধুকে টাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৪২০: মিং সাম্রাজ্যে বেজিং প্রথম রাজধানী হিসেবে সরকারী স্বীকৃতি পেল
১৪৯২: ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন
১৮৬৬: বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের জন্ম
১৮৬৭: অ্যাংলো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা তথা স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্ম
১৮৮৬:  আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে
১৯২২: বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ত সরকার রোম দখল করে
১৯৫৫: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জন্ম
২০০২: বিশিষ্ট কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের  মৃত্যু
২০০৬: ঢাকায় বাংলাদেশের আওয়ামী লিগের একদল কর্মী বিরোধী দলের এক সভায় হামলা চালায় খুন করে বিরোধী দলের ১৪ কর্মীকে
২০০৯: পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১১৭ জনের মৃত্যু হয়। জখম হয় ২১৩ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ১০১.৬০ টাকা ১০৫.১০ টাকা
ইউরো ৮৫.৫০ টাকা ৮৮.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী ১৭/৪৭ দিবা ১২/৫০। পুনর্বসু নক্ষত্র  ৯/৫৬ দিবা ৯/৪১। সূর্যোদয় ৫/৪২/৩৮, সূর্যাস্ত ৪/৫৮/২৪। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৫/৫১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে। 
১০ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী দিবা ৮/১২। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/৩২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৯।  অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৪ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে। 
২১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

10:46:11 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ১৩০/৩ (১৫ ওভার)

10:34:42 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৯৫/২ (১০ ওভার)

10:12:05 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৬৩/০ (৬ ওভার)

09:55:02 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা 

09:13:57 PM

টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কা ১১১/৫ (১৬ ওভার) 

08:57:05 PM