Bartaman Patrika
রাজ্য
 
দড়ি ধরে মারো টান...

পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অ্যাপ ক্যাব অপারেটরর্স। -নিজস্ব চিত্র

বড় কোনও সভা নয়, শেষ প্রচারে 
জনসংযোগে মন শাসক, বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আগামী শনিবার খড়দহ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। বুধবার ছিল প্রচারের শেষদিন। শেষদিনে বড় সভা করে ভোট চাওয়ার পথে হাঁটল না কোনও দল। শাসক থেকে বিরোধী—সবাই নিবিড় জনসংযোগে মন দিল। কেউ করলেন বাড়ি বাড়ি প্রচার, কেউ পাড়ায় ঘুরলেন করজোড়ে। কেউ আবার পথসভা সারলেন অল্প লোকজন নিয়ে। এদিন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহাও বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন। তাঁর স্ত্রীকে দেখে অনেকে সজলচোখে আবেগতাড়িত হয়ে পড়েন। কাজলবাবুর অকাল মৃত্যু, তাঁর অনুগামীরা এখনও কেউই মেনে নিতে পারছেন না। প্রচারে তাঁর কথাই ঘুরেফিরে এসেছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। 
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি রেখেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ওইদিনই তিনি প্রচার শেষ করে দিয়েছিলেন। বুধবার শেষ প্রচারের দিন তাঁর হয়ে কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা এবং শোভনবাবুর পুত্র সায়নদেব চট্টোপাধ্যায় খড়দহ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। ৪ নম্বর ওয়ার্ডটি কাজল সিনহার ওয়ার্ড ছিল। তাই তাঁর স্ত্রীকে দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। নন্দিতাদেবী আবেদন করেন, ভোটটা সকাল সকাল জোড়াফুলেই দিন। এদিন তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতা-মন্ত্রী পোলিং এজেন্ট ও দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট বৈঠক করেন। সাংসদ সৌগত রায়, মন্ত্রী রথীন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক নির্মল ঘোষ, তাপস রায়, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী সহ অনেকেই সেসব সভায় উপস্থিত ছিলেন।
এদিন বিজেপি প্রার্থী জয় সাহা খড়দহের পাতুলিয়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। তাঁর সমর্থনে হুডখোলা জিপে মিছিল করে বিজেপি নেতৃত্ব। সেখানে জয়বাবুর সঙ্গে কল্যাণ চৌবে, অঞ্জনা বসু, রুদ্রনীল ঘোষ উপস্থিত ছিলেন। বিকেলের পর বিজেপি প্রার্থী পথসভা করেন। সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস রুইয়া এলাকায় প্রচার করেন। বিকেলে মিছিল করেন বাম সমর্থকরা। সকালের দিকে, বিলকান্দায় জনসংযোগ সারেন সিপিএম প্রার্থী। বিকেলের পর কয়েকটি পথসভাও করেন তিনি।

দিনহাটা ভোটের মুখে বিএসএফ
কর্তার কাছে দিলীপ-সুকান্ত
অভিসন্ধি নিয়ে সরব তৃণমূল

দিনহাটা উপনির্বাচনের প্রচারের শেষদিনে বিএসএফ কর্তার সঙ্গে গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের ‘চিন্তন’ বৈঠক ঘিরে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। বুধবার কোচবিহারে গোপালপুরের সোনারিতে বিএসএফের সেক্টর সদর দপ্তরে গিয়ে ডিআইজি শৈলেন্দ্রকুমার সিংয়ের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিশদ

মাধ্যমিক মার্চের শুরুতে,
এপ্রিলে উচ্চ মাধ্যমিক
স্কুল খোলার নয়া বিধি তৈরি

এপ্রিলে উচ্চ মাধ্যমিক হতে পারে, সে আভাস আগেই মিলেছিল। বুধবার জানা গিয়েছে, মার্চের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং এপ্রিলের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিক আয়োজনের ব্যাপারে শিক্ষাদপ্তরের সঙ্গে আলোচনা করে একমত হয়েছে আয়োজক সংস্থাগুলি। বিশদ

গঙ্গায় বিলাসবহুল ক্রুজে ভ্রমণ,
উদ্যোগী আইআরসিটিসি

পর্যটনের বিকাশে রেল ও আকাশপথে যাত্রীদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার সফল যাত্রা জারি রেখেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। এবার রেলের এই সংস্থা পা রাখতে চলেছে জলপথ পরিবহণে। বিশদ

প্রাইভেট হাসপাতাল ফেরাতে 
পারবে না স্বাস্থ্যসাথীর রোগী
কড়া বার্তা কমিশনের

স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রোগী ফেরত বরদাস্ত করবে না স্বাস্থ্য কমিশন। এ বিষয়ে একেবারে ‘জিরো টলারেন্স’ নীতি কমিশনের। বুধবার অনলাইনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা সাফ জানিয়ে দিলেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন অসীমকুমার বন্দ্যোপাধ্যায়।
বিশদ

কোভিডের থাবায় মা-বাবা হারানো
শিশুদের খেয়াল রাখবে ‘স্নেহছায়া’
অ্যাপের উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা

করোনায় বাবা অথবা মা এবং একই সঙ্গে দু’জনকে হারানো শিশু ও নাবালকদের দেখভাল করবে ‘স্নেহছায়া’। শিশুটির শারীরিক অবস্থা, পড়াশোনা করছে কি না, কোনও আর্থিক সমস্যায় পড়েছে কি না সব তথ্যই পাওয়া যাবে রাজ্য সরকারের এই বিশেষ অ্যাপে।
বিশদ

ফের এক বিজেপি বিধায়কের তৃণমূলে 
যোগদান, আরও চাপে গেরুয়া শিবির

রাজ্যে চার বিধানসভা আসনে উপনির্বাচনের ৭২ ঘণ্টা আগে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। বলা ভালো, উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে বিজেপির এক বিধায়ককে দলে শামিল করিয়ে গেরুয়া শিবিরকে আরও চাপে ফেলে দিল ঘাসফুল। পদ্ম ছেড়ে হাতে ঘাসফুলের পতাকা তুলে নিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
বিশদ

সব রেশন গ্রাহককের জন্য সমহারে বরাদ্দ
কেরোসিন তেলের নয়া বণ্টন
নীতি চালু করতে চাইছে রাজ্য

কেরোসিন তেল বণ্টন সংক্রান্ত নতুন নীতি তৈরি করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। এর জন্য খাদ্য দপ্তর আধিকারিকদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে। ওই কমিটি ইতিমধ্যে রেশনের মাধ্যমে কেরোসিন সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত ডিলার এবং হোলসেলারদের সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে কয়েকটি বিকল্প প্রস্তাব দিয়ে তাদের মতামত চেয়েছে।
বিশদ

‘গ্রিন’ বাজি ছাড়া সব আতসবাজিই
নিষিদ্ধ, নির্দেশিকা রাজ্যের

‘পরিবেশবান্ধব আতসবাজি’ বা ‘গ্রিন ক্র্যাকার্স’ ছাড়া অন্য সব ধরনের বাজি নিষিদ্ধ ঘোষণা করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অন্য সব বাজি নিষিদ্ধ হওয়ায় তা লেনদেন ও ব্যবহার করতে দেখলে ব্যবস্থা নেবে পুলিস। বিশদ

বাড়ছে জমি-বাড়ি রেজিস্ট্রেশনের 
স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ছাড় দেওয়ায় ব্যাপক সাড়া মিলেছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। ফলে গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছয়ে এই খাতে আয় বেড়েছে দ্বিগুণ। রাজস্ব আদায়ের সেই সাফল্যকে সামনে রেখেই স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা আরও ৯০দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদ

এতদিনে বুঝলাম কেন এত জনপ্রিয়
বাংলার মুখ্যমন্ত্রী, বললেন দোকানিরা
চা খেলেন, জুতো কিনলেন

রাজনীতিতে জনসংযোগ যাঁর জীবনের ব্রত, সেই তিনি পাহাড়ে গিয়ে চুপচাপ বসে থাকবেন, তা কি হয়? যতবার পাহাড়ে এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে কথা বলেছেন। তাঁদের সমস্যার কথা শুনতে চেয়েছেন। সমাধানের ব্যবস্থা করেছেন। বিশদ

অতিরিক্ত প্রায় ৫ কোটি টাকা ফি
আদায় ট্রেড লাইসেন্স বিভাগের
করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ব্যবসা

গতবছর করোনাকালে ব্যবসা খুব একটা জমেনি। ফলে অনেক ব্যবসায়ী সঠিকভাবে ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণও করেননি কিংবা ঠিকমতো ফি জমা দেননি। তবে চলতি বছর খানিকটা হলেও ব্যবসার হাল ফিরেছে। ফলে কলকাতা পুরসভার কোষাগারে এই খাতে টাকাও ঢুকছে। বিশদ

আইনি ঝামেলায় জেরবার পর্ষদ, অনিশ্চয়তা
ফল প্রকাশ ও নয়া টেটের বিজ্ঞপ্তি জারি নিয়ে

আইনের গুঁতোয় শিকেয় উঠেছে নতুন নিয়োগ! আদালতের একের পর এক রায় বিপক্ষে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের মতো নিয়োগ তথা নিয়োগের সুপারিশকারী সংস্থার। আর সেসব সামলাতে নাজেহাল হয়ে নতুন নিয়োগ শুরু করতে পারছেন না বলেই স্বশাসিত সংস্থার কর্তাদের যুক্তি। বিশদ

অসন্তোষ তীব্র, অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলিতে
এবার আন্দোলনের হুঁশিয়ারি
কেন্দ্রকে চ্যালেঞ্জ বাম-সঙ্ঘ সংগঠনের

কর্মচারীদের আপত্তিকে অগ্রাহ্য করেই সমরাস্ত্র ও সরঞ্জাম তৈরির ৪১টি কারখানাকে সাতটি সরকারি কোম্পানির আওতায় এনেছে নরেন্দ্র মোদি সরকার। সেই সময় প্রতিরক্ষা মন্ত্রক সদর্পে ঘোষণা করেছিল, কর্মচারীদের চাকরির পরিবেশ বা শর্ত বজায় থাকবে। বিশদ

অধিবেশন বয়কটে মোটা অঙ্কের ভাতা
হারানোর ভয় পাচ্ছেন বিজেপি বিধায়করা

উৎসবকে ঢাল করে বিধানসভার আসন্ন অধিবেশনে অংশ না নেওয়ার মনোভাব নিয়েছে বিজেপি পরিষদীয় দল। তারা ১৬ নভেম্বরের পর অধিবেশন শুরুর প্রস্তাব দিয়েছে। তবে সরকার পক্ষ মানছে না। ফলে তৃণমূল জমানায় এই প্রথম কোনও গোটা অধিবেশন কার্যত বিরোধী-শূন্য অবস্থায় অনুষ্ঠিত হতে চলেছে। বিশদ

Pages: 12345

একনজরে
কুলটি থানার দিশেরগড়ের পর হীরাপুর, আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক অবৈধ অস্ত্র কারখানার কারিগর হিসেবে উঠে আসছে মুঙ্গেরের কারবারিদের নাম। ইতিমধ্যেই পুলিসের জালে ধরা পড়েছে ...

‘আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু কোনও ধারণাই ছিল না কী ঘটে গিয়েছে। চারদিক ধোঁয়ায় ঢেকে ছিল। মনে হচ্ছিল যেন জীবন্ত নরকে ঢুকে পড়েছি।’ এক সাক্ষাৎকারে হিরোশিমার পরমাণু বোমা হামলার সেই বিভীষিকাময় দিনের অভিজ্ঞতার কথা বলেছিলেন সুনাও সুবোই। ...

পুজোর মরশুমে মালদহে ফের ভেজাল খাদ্যসামগ্রীর রমরমা শুরু হয়েছে বলে অভিযোগ। জেলার চাঁচল মহকুমার প্রত্যন্ত গ্রামে বিভিন্ন নামকরা ব্রান্ডের পণ্যে ভেজাল মেশানো হচ্ছে বলে ক্রেতাদের একাংশের অভিযোগ। কালিয়াচক এলাকাতেও বিভিন্ন পণ্যে ভেজাল মেশানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ...

বুধবার দুপুরে কল্যাণী থানার গয়েশপুরের গোকুলপুরে মূক ও বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কৃষ্ণ দাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা বছর দশের ওই নাবালিকা গোকুলপুর এলাকায় ঠাকুমার বাড়িতে বেড়াতে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায়ে উল্লেখযোগ্য সাফল্য। কৃষিপন্ন বিক্রেতা ও ডাক্তারদের অর্থকড়ি প্রাপ্তি হবে সর্বাধিক। বন্ধুকে টাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৪২০: মিং সাম্রাজ্যে বেজিং প্রথম রাজধানী হিসেবে সরকারী স্বীকৃতি পেল
১৪৯২: ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন
১৮৬৬: বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের জন্ম
১৮৬৭: অ্যাংলো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা তথা স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্ম
১৮৮৬:  আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে
১৯২২: বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ত সরকার রোম দখল করে
১৯৫৫: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জন্ম
২০০২: বিশিষ্ট কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের  মৃত্যু
২০০৬: ঢাকায় বাংলাদেশের আওয়ামী লিগের একদল কর্মী বিরোধী দলের এক সভায় হামলা চালায় খুন করে বিরোধী দলের ১৪ কর্মীকে
২০০৯: পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১১৭ জনের মৃত্যু হয়। জখম হয় ২১৩ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ১০১.৬০ টাকা ১০৫.১০ টাকা
ইউরো ৮৫.৫০ টাকা ৮৮.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী ১৭/৪৭ দিবা ১২/৫০। পুনর্বসু নক্ষত্র  ৯/৫৬ দিবা ৯/৪১। সূর্যোদয় ৫/৪২/৩৮, সূর্যাস্ত ৪/৫৮/২৪। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৫/৫১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে। 
১০ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী দিবা ৮/১২। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/৩২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৯।  অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৪ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে। 
২১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

10:46:11 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ১৩০/৩ (১৫ ওভার)

10:34:42 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৯৫/২ (১০ ওভার)

10:12:05 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৬৩/০ (৬ ওভার)

09:55:02 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা 

09:13:57 PM

টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কা ১১১/৫ (১৬ ওভার) 

08:57:05 PM