শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
সাধারণত মরা মুরগি মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়। কিন্তু কাটোয়া মহকুমাজুড়ে রাস্তার ধারে মরা মুরগি ফেলা হচ্ছে। কাটোয়া-বর্ধমান রোডে বনকাপাশি বাসস্ট্যান্ড ঢোকার আগে প্রচুর মরা মুরগি ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, কুকুরে মরা মুরগি টেনে নিয়ে যাচ্ছে। লোকালয়ে ফেলছে। গ্রামের শিশু থেকে বয়স্কদের সংক্রমণ ছড়াতে পারে। বনকাপাশির বেশ কয়েকজন বাসিন্দা বলেন, কুড়ুম্বা, বনকাপাশি এলাকার পোলট্রি ফার্মগুলিতে প্রচুর মুরগি মারা গিয়েছিল। হয়তো তাদের মধ্যে কেউ ফেলে এভাবে রাস্তার ধারে ফেলে যেতে পারে। তা না হলে বাইরে থেকে এসেও ফেলে যেতে পারে। কাটোয়া-১ ব্লকের প্রাণিসম্পদ আধিকারিক সুদর্শন দাস বলেন, মূলত মুরগি মারা গেলে তা নির্দিষ্ট জায়গায় পুঁতে দিতে হয়। সেটাই নিয়ম।
কয়েকদিন আগে কাটোয়া-বর্ধমান রাস্তার ধারে জাজিগ্রামের কাছে প্রচুর মরা মুরগি পড়ে থাকতে দেখা গিয়েছিল। পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে সেগুলি পঞ্চায়েত থেকে পরিষ্কার করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, আশপাশের চুড়পুনি, শ্রীখণ্ড, জাজিগ্রাম, গাঙ্গুলিডাঙা এলাকায় বেশ কয়েকটি পোলট্রি ফার্ম রয়েছে। সেসব ফার্মে মুরগি মারা যাচ্ছে কিনা খতিয়ে দেখুক প্রশাসন।-নিজস্ব চিত্র