কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
পশ্চিম হিমালয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দেওয়ার কারণে আপাতত কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পড়বে না। ৪ জানুয়ারি নাগাদ পশ্চিম হিমালয়ে একটি শক্তিশালী ঝঞ্ঝা আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পশ্চিম হিমালয় এলাকায় ফের তুষারাপত হবে। ঝঞ্ঝা এলেই উত্তুরে হাওয়া কমজোরি হয়ে পড়ে। তখন সর্বনিম্ন তাপমাত্রা বাড়ে। কমে আসে শীতের আমেজ। গোটা শীতকালজুড়ে এই কারণে শীতের মাত্রার ওঠা-নামা চলতেই থাকে।
আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি বেশি। পাশপাশি এদিন সকালে কুয়াশার আধিক্য ছিল বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। আজ, মঙ্গলবার শহরের আকাশ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।