কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
তবে এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশে থাকবে। বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করার কারণে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া সোমবার সক্রিয় হতে পারেনি। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা (১৭.৬ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি ছিল। সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা (১৯.১ ডিগ্রি) ছিল আরও বেশি। পশ্চিমাঞ্চলের পুরুলিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি অতিক্রম করে। বিহারের উপর থাকা ঘূর্ণাবর্তটি সরে যাওয়ার ফলে আজ থেকে উত্তুরে হাওয়া কিছুটা সক্রিয়তা ফিরে পাবে। আশা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-তিন দিনে পূর্ব ও মধ্য ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে।
পশ্চিম হিমালয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দেওয়ার কারণে আপাতত কলকাতাসহ সংলগ্ন দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পড়বে না। ৪ জানুয়ারি নাগাদ পশ্চিম হিমালয়ে একটি শক্তিশালী ঝঞ্ঝা আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পশ্চিম হিমালয় এলাকায় ফের তুষারাপত হবে। ঝঞ্ঝা এলেই উত্তুরে হাওয়া কমজোরি হয়ে পড়ে। তখন সর্বনিম্ন তাপমাত্রা বাড়ে। কমে আসে শীতের আমেজ। গোটা শীতকালজুড়ে এই কারণে শীতের মাত্রার ওঠা-নামা চলতেই থাকে।