শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
ডোমজুড়ের মাকরদহ-১ পঞ্চায়েতের কাটলিয়া এলাকায় প্রায় কয়েক হাজার পরিবারের বাস। হাওড়া আমতা রোডের পাশে ব্যস্ততম এই এলাকায় রয়েছে বহু দোকানপাট, সব্জির বড় বাজার, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে এলাকায় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কেএমডিএর তৈরি করা একটি জলাধার থেকে গোটা এলাকায় জল সরবরাহ করা হয়। জলাধারের পাশেই রয়েছে পাম্প হাউস। সেখান থেকে পাম্পের বেশ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে। তারপর থেকেই বন্ধ রয়েছে জল সরবরাহ। চুরি ঠেকাতে কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েও মেলেনি সুরাহা। এদিন দুপুরে কয়েকশো গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েন। প্রায় দেড় ঘণ্টা হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভকারী মিরাজউদ্দিন শেখ, মইদুল শেখরা বলেন, ‘জল বন্ধ থাকার কারণে শিশু ও বয়স্কদের নিয়ে সব থেকে বেশি সমস্যা হচ্ছে। গরম বাড়ায় জলবাহিত রোগ বাড়ছে।’ এদিকে, বিক্ষোভের জেরে হাওড়া আমতা রোডে ব্যাপক যানজট তৈরি হয়। ডোমজুড় থানার পুলিস গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মাকড়দহ-১ পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘একবার যন্ত্রাংশ চুরি হওয়ার পর কেএমডিএর তরফে সারিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আবার চুরি হয়েছে। পুলিসকেও জানিয়েছি। দু’-তিনদিনের মধ্যেই জলের সমস্যা মিটবে।’ -নিজস্ব চিত্র