শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
কেন আচমকা হামলা? এই প্রশ্নকে ঘিরেই দিনভর চর্চা চলেছে বজবজে। ধৃতকে জেরা করে পুলিসের মনে হয়েছ, সে মানসিকভাবে অসুস্থ। জেরায় বিনয় বলেছে, ওই সিভিক ভলান্টিয়ার আমাকে মোবাইলের ডেটা কেনার পয়সা দেয়নি। তাই কোপ মেরেছি। পুলিস জানতে পেরেছে, বিনয়ের বাড়ি বজবজের খড়িবেড়িয়া রোডে। সে একটি জুটমিলের অস্থায়ী শ্রমিক। তার বয়ান যাচাই করছে পুলিস। এই ঘটনার পিছনে অন্য কোনও মোটিভ ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আক্রান্ত সিভিক ভলান্টিয়ার উত্তমের বাড়ি বজবজের চণ্ডীপুরে। তিনি বলেন, হামলাকারীকে আমি চিনি না। সে পিছন থেকে এসে আচমকা ঘাড়ে ও মাথায় কোপ মারে। ডায়মন্ডহারবার পুলিস জেলার এক আধিকারিক বলেন, কর্মক্ষেত্রে অসম্ভব চাপের কারণে কর্মীদের একাংশ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছেন। নানাভাবে তার বহিঃপ্রকাশ ঘটছে।