শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
আজ, মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মেলার অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মহাকুম্ভকে আমি সম্মান জানাই। কিন্তু প্ল্যান না করে একটা কুম্ভ করলেন! কত মানুষ মারা গিয়েছে! বড় লোকেদের জন্য ভিআইপি ক্যাম্প। আর গরিবদের জন্য কিছু না। আপনারা মহাকুম্ভের জায়গাটা বিষাক্ত করেছেন।”
একইসঙ্গে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কুম্ভে কত লোক মারা গিয়েছেন কেউ জানেন না। আপনাদের কোনও তথ্য আছে? নেই। কারণ সাংবাদিকদের সেখানে ২৪ ঘণ্টা পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি।” যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম সরাসরি একবারও উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আক্রমণের নিশানায় যে এদিন গেরুয়া শিবিরই ছিল তা স্পষ্ট করতে দ্বিধা করেননি মুখ্যমন্ত্রী।