শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
জানা গিয়েছে, শাসন, কীর্তিপুর, দাদপুর, ফলতি সহ হাড়োয়ার বিস্তীর্ণ এলাকায় দিনের পর দিন চলছে মাটি কেটে পাচারের কারবার। পুলিসের নজর এড়াতে অন্ধকার নামলেই শুরু হয় মাফিয়াদের দাপাদাপি। অবৈধ এই কাজের ফলে রাস্তাঘাট যেমন নষ্ট হচ্ছে, তেমনি চাষের জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপকভাবে। আগামী দিনে এর জন্য বড়সড় সমস্যার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা এলাকাবাসীর। অন্যান্য দিনের মতো রবিবার রাতেও জেসিবি দিয়ে মাটি কেটে পাচার হচ্ছিল। ধোকরা গ্রামের কয়েকশো বাসিন্দা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিসের নজরদারিতে গাফিলতির অভিযোগ ওঠে। বিক্ষোভকারী মহম্মদ রাজু, জামাল মল্লিকরা বলেন, ‘মাটির গাড়ি ও জেসিবির আওয়াজে কান পাতা দায়। রাস্তাঘাট সব শেষ। মাধ্যমিক পরীক্ষা চলছে, কিন্তু মাফিয়াদের ভ্রুক্ষেপ নেই।’ তৃণমূল নেতাদের মদতেই এই কাজ চলছে বলে অভিযোগ করেন তাঁরা। হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের অবশ্য দাবি, ‘দলীয় নেতৃত্ব ও পুলিসকে বলার পর মাটি কাটা বন্ধ হয়ে গিয়েছে। আমি নিজেও চাই, এই কারবার বন্ধ হোক।’