বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
মেয়েদের ৪×১০০ মিটার রিলেতে ইস্টার্ন রেলের অ্যাথলিটরা মিট রেকর্ড গড়লেন। তাঁরা ৪৭.৬০ সেকেন্ডে দৌড় শেষ করেন। রেলের রিলে দলে ছিলেন হিমাশ্রী রায়, ভৈরবী রায় ও তিয়াসা সমাদ্দার। ২০০৭ সালে এই ইভেন্টে রেকর্ড ছিল ইস্টার্ন রেলের অ্যাথলিটদেরই (৪৮.২ সেকেন্ড)। মেয়েদের অনূর্ধ্ব ২০ বিভাগে ৪×১০০ মিটারে রিলেতে ইস্ট বেঙ্গলের অ্যাথলিটরা মিট রেকর্ড গড়লেন। তাঁরা সময় করেন ৫০.৪০ সেকেন্ড। ইস্ট বেঙ্গলের রিলে টিমে ছিলেন রাজশ্রী প্রসাদ, ঋদ্ধি ভট্টাচার্য, মৌমিতা মণ্ডল ও প্রিয়া পাসোয়ান। ১৯৯৪-৯৫ সালে এই ইভেন্টে রেকর্ড ছিল সাই পূর্বাঞ্চলের (৫০.৬ সেকেন্ড)। অনূর্ধ্ব ১৬ ছেলেগের মেডলিতে রিলেতে নয়া মিট রেকর্ড গড়েছে ইস্ট বেঙ্গল (২:০৩.৫ সেকেন্ড)। পুরুষদের ৮০০ মিটারে মিট রেকর্ড গড়লেন ইনকাম ট্যাক্সের মহম্মদ সাকিল (১:৫১.৫ সেকেন্ড)। ২০১৭ সালে এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন মোহন বাগানের শশীভূষণ সিং (১ মিনিট ৫২.৬ সেকেন্ড)। ছেলেদের অনূর্ধ্ব ১৮ বিভাগের ৮০০ মিটারে মিট রেকর্ড গড়েছেন মোহন বাগানের মহেন্দ্র সরকার (১ মিনিট ৫৬.৪ সেকেন্ড)। এই ইভেন্টে আগে রেকর্ড ছিল ইস্ট বেঙ্গলের তাপস দে’র (১ মিনিট ৫৭.৩ সেকেন্ড)।
সল্টলেকে দুই প্রধানের প্রাক্তনদের ম্যাচ: রবিবার সল্টলেকের এবি-এসি পার্কে ইস্ট বেঙ্গল ও মোহন বাগানের প্রাক্তনদের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, সন্ধ্যা ছ’টা থেকে। তার আগে দু’দিনের নক-আউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুজিত বসু ও বিশেষ অতিথি অনিন্দ্য চ্যাটার্জি।
সল্টলেক পুলিসের অনুমতি পেল বড় ম্যাচ: আগামী ১ সেপ্টেম্বর কলকাতা লিগে ইস্ট বেঙ্গল- মোহন বাগানের ম্যাচ হলে আপত্তি নেই সল্টলেক পুলিসের। বিধাননগর পুলিস কমিশনারেট থেকে বৃহস্পতিবার আইএফএ’কে জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। অন্য দুটি বড় ম্যাচ হতে পারে ৮ সেপ্টেম্বর ও ১৫ বা ২২ সেপ্টেম্বর। যুবভারতী ক্রীড়াঙ্গন দেওয়ার ক্ষেত্রে ক্রীড়া মন্ত্রকের অনুমতি পেলেই টিকিট ছাপার অর্ডার দেবে আইএফএ।