বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
অন্যদিকে, গতবার ইপিএলে ষষ্ঠ স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবার নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া। রেড ব্রিগেডের কোচ ওলে গানার সোলকজার মাত্র তিনজন নতুন ফুটবলারকে এই মরশুমে খরিদ করতে পেরেছেন। এরা হলেন, বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের, অ্যারন বিসাকা ও ড্যানিয়েল জেমস। এছাড়া বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু ম্যান ইউ ছেড়ে ইন্তার মিলানে পাড়ি দিয়েছেন। তাই আপফ্রন্টে কোচ সোলকজার বিশেষভাবে মুখাপেক্ষী মার্কাস র্যাশফোর্ড, অ্যান্টনি মার্শাল ও অ্যালেক্সি স্যাঞ্চেজের উপর।
দাপটে ইপিএল অভিযান শুরু করল লিভারপুল : ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ভাবে অভিযান শুরু করেছে গতবারের রানার্স লিভারপুল। নরউইচ সিটিকে ৪-১ গোলে হারিয়ে ইপিএলে শুভ সূচনা করেছে অল রেডসরা। তবে সহজ জয়ের ম্যাচে খানিকটা দুশ্চিন্তা হয়ে এসেছে গোলরক্ষক অ্যালিসনের চোট। বিরতির প্রাক্কালে একটি গোলকিক নিতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। কাফ-মাসলে চোট লাগায় মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে চেলসির বিরুদ্ধে আগামী বুধবারের সুপার কাপ ম্যাচে খেলতে পারবেন না অ্যালিসন। ৭ মিনিটে নরউইচের গ্র্যান্ট হ্যানলি আত্মঘাতী গোল করেন। ১৯ মিনিটে মো সালাহর দ্বিতীয় গোল। ভার্জিল ফন ডিক তৃতীয় গোলটি করেন। চতুর্থ গোল ডায়ভক ওরিগির। নরউইচের গোল পাক্কির।