বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করায় শিখর ধাওয়ান ওপেন করবেন রহিত শর্মার সঙ্গে। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। টি-২০ সিরিজের শেষ ম্যাচে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। যা তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। চার নম্বরে ব্যাট করবেন শ্রেয়াস আয়ার। পাঁচে সুযোগ পেতে পারেন কেদার যাদব। মূলত তৃতীয় স্পিনারের অপশন খোলা রাখতেই কেদারকে খেলানো হবে। ছয়ে ব্যাট করবেন ঋষভ পন্থ। যাঁকে ভবিষ্যতে ধোনির বিকল্প হিসাবে তুলে ধরার চেষ্টা করছে ‘টিম ইন্ডিয়া’।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট তিন পেসার নিয়ে প্রথম ওয়ান ডে ম্যাচের দল সাজিয়েছিল। দুই অভিজ্ঞ পেসার মহম্মদ সামি ও ভুবনেশ্বর কুমারের সঙ্গে খেলানো হয়েছিল খলিল আহমেদকে। হয়তো এই কম্বিনেশন ধরে রাখতে চাইবেন কোচ রবি শাস্ত্রী। রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে খেলানো হতে পারে। দ্বিতীয় স্পিনার হিসাবে প্রথম একাদশে রবীন্দ্র জাদেজার জায়গা প্রায় পাকা।
ভারতের কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একদিনের সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ানরা। ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের উপর বাড়তি নজর তাকবে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটাই তাঁর শেষ সিরিজ। যদিও তিনি দেশের মাটিতে টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পাননি গেইল। তাই ধরে নেওয়া যেতেই পারে, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেই ক্রিকেটকে আলবিদা জানাবেন ক্যারিবিয়ান-দৈত্য।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। এভিন লুইস ফর্মে আছেন। পাশাপাসি নিকোলাস পুরান, শাই হোপ, শিমরন হেটমায়ার, রোস্টন চেজের মতো ব্যাটসম্যান ভারতীয় বোলারদের পরীক্ষায় ফেলবে। দুই পেস অলরাউন্ডার ক্যাপ্টেন জ্যাসন হোল্ডার ও কার্লোস ব্রেথওয়েট ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারেন। বোলিংয়ে কেমো পল, শেল্ডন কটরেল, ওসানে থমাস, কেমার রোচের মতো দক্ষ পেসার আছে ক্যারিবিয়ান শিবিরে।
ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়।