তারুবা (ত্রিনিদাদ), ৯ আগস্ট: ক্যরিবিয়ান দ্বীপপুঞ্জে ব্যাট হাতে ঝড় তুললেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ঝলমলে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। মাত্র ২৫০ বলে অপরাজিত ২০৪ রানের ইনিংস খেলেন শুভমান। সেই সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের কনিষ্ঠতম দ্বিশতরানকারী ব্যাটসম্যান হয়ে যান ১৯ বছর বয়সী শুভমান। এতদিন এই নজির ছিল গৌতম গম্ভীরের দখলে। শুভমানের পাশাপাশি ব্যাট হাতে সফল হনুমা বিহারীও। ২১৯ বলে অপরাজিত ১১৮ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসের গোড়ায় ৫০ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতীয়-এ দলের। কিন্তু কঠিন পরিস্থিতিতে দারুণ ভাবে হাল ধরেন শুভমান ও হনুমা। পঞ্চম উইকেটে ৩১৫ রান যোগ করেন তাঁরা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩৬৫ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। ফলে ওয়েস্ট ইন্ডিজ-এ দলের সামনে টার্গেট দাঁড়ায় ৩৭৩ রান। তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৩৯ তুলেছে ক্যারিবিয়ানরা।
কেকেআরের সহকারি কোচের দৌড়ে ম্যাকালাম: কলাকাতা নাইট রাইডার্সের হয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ব্রেন্ডন ম্যাকালাম। কেকেআরের সহকারি কোচের ভূমিকায় দেখা যাবে নিউজিল্যান্ডের প্রাক্তন তারকাটিকে। তাঁর সঙ্গে কেকেআর কর্তাদের কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন ম্যাকালাম। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে কোচিং করার পরিকল্পনা তাঁর রয়েছে।