Bartaman Patrika
সম্পাদকীয়
 

অসহ্য চমকের অর্থনীতি

২০১৯ সালের মে। দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ক’দিন পরেই নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে তাঁর সরকারের লক্ষ্য, ভারতকে পরবর্তী পাঁচ বছরের ভিতরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীত করা। অর্থাৎ আমাদের হাতে বাকি আছে আর বছর দুইয়ের কিছু বেশি সময়। আগামী লোকসভার ভোটের আগেই কথা রাখতে হবে মোদিকে। কিন্তু এটা কতটা সম্ভব? এই মুহূর্তে ভারতের জিডিপির আকার কমবেশি ৩ ট্রিলিয়ন ডলার। সামনের দু’বছরে জিডিপি সাইজ ২ ট্রিলিয়ন ডলার বাড়িয়ে নেওয়া যে বাস্তবে সম্ভব নয় তা অনুমান করতে অর্থনীতির পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না। মোদির লম্বা-চওড়া দাবির বিষয়ে ২০২০ সালের জানুয়ারিতেই গভীর সন্দেহ প্রকাশ করেছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ আর নাগরাজ। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ-এর অধ্যাপক নাগরাজের অভিমত ছিল, মোদি সরকারের এ এক কষ্টকল্পিত উচ্চাশা! পরবর্তীকালে পি চিদম্বরম থেকে শুরু করে কৌশিক বসু, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ অর্থনীতিবিদের কথাতেও তার প্রতিধ্বনি আমরা লক্ষ করেছি। সমালোচকদের আশঙ্কা আরও সত্য হয়েছে করোনা মহামারী পরিস্থিতিতে। ৪২ বছরে সর্বনিম্ন বৃদ্ধির হার সঙ্গী হয়েছে মোদির 
ভারতের। ১৯৭৮ সালের তীব্র আর্থিক দুর্দশার দিনে ফিরে গিয়েছে একবিংশ শতকের তৃতীয় দশকের ভারত। একটি গবেষণা সংস্থা দেখিয়েছে, মোদি জমানায় দরিদ্র মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে। অথচ ২০১৪ সালে নরেন্দ্র মোদি বাকি ভারতের মন জয় করেছিলেন ‘গুজরাত মডেল’ আমদানি করে। এই মডেল কতখানি কসমেটিক ছিল তা দেশবাসীকে প্রত্যক্ষ করতে হয়েছে জীবনের দাম দিয়ে। এই প্রসঙ্গে নোট বাতিল, ত্রুটিপূর্ণ জিএসটির ধাক্কা এবং করোনা মোকাবিলায় বহুবিধ ব্যর্থতার প্রসঙ্গ স্মরণ করতে হবে।
ব্যাপারটা গোড়া থেকেই ভালোভাবে নেননি অর্থনীতির পণ্ডিতরা, এমনকী মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত মুষ্টিমেয় যে-ক’জন, তাঁরাও। শুরুতেই সংঘাত বেধেছিল রঘুরাম রাজনের সঙ্গে। মনমোহন জমানার শেষদিকে রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব নিয়েছিলেন রঘুরাম। মোদি জমানায় ২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। মোদির উপদেষ্টাদের কথামতো রিজার্ভ ব্যাঙ্কের সর্বোচ্চ পদে আনা হয়েছিল উর্জিৎ প্যা঩টেলকে। কিন্তু তিনিও টিকতে পারেননি বেশিদিন। দু’বছর পার করতেই তাঁর ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়। সংঘাত বাধে সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমের সঙ্গেও। নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া পদত্যাগ করেন ২০১৭ সালের আগস্টে। ২০১৮ সালের ডিসেম্বরে প্রধামন্ত্রীর ইকনমিক অ্যাডভাসরি কাউন্সিল থেকে বেরিয়ে যান সরকারের ‘চিয়ার লিডার’ হিসেবে পরিচিত হয়ে ওঠা অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা। ন্যাশনাল স্ট্যাটিসটিকস কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পি সি মোহনান এবং জে ভি মীনাক্ষী একযোগে তাঁদের গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি নেন। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট প্রকাশ না-করার প্রতিবাদে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাঁরা এত বড় সিদ্ধান্ত নেন। ২০১৯-এর জানুয়ারিতে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পদ ছেড়ে দেন বিরল আচার্য। 
মোদি জমানায় সর্বশেষ সংযোজন কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম। কিছুদিন আগেই মোদি সরকারের বর্তমান মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম ঘোষণা করেছেন, তিনি আর ওই পদে থাকছেন না। ডিসেম্বর মাসেই সরে যাচ্ছেন। মোদি সরকারের সংস্রব ত্যাগের কারণ সরকারিভাবে সকলে খোলসা করেননি। বেশিরভাগই ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে সরকারের মুখরক্ষা করলেও সংশ্লিষ্ট মহল জানে, আসল কারণ সরকারের সঙ্গে বনিবনা হয়নি তাঁদের। যেমন নোট বাতিলের মতো হঠকারিতা কোনও সুস্থ মস্তিষ্কের অর্থনীতির পণ্ডিতের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তেমনি সরকারের গুরুত্বপূর্ণ কিছু আর্থিক বা উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট শুধুমাত্র নেতিবাচক বলেই চেপে যাওয়ার ফতোয়া মানতে পারেননি কেউ কেউ। তাঁরা এই কালচারে অভ্যস্ত নন। তাঁরা জানেন, সত্য চেপে যাওয়ার অর্থ সংশোধনের পথ রুদ্ধ করে ফেলা। আসলে এই সরকারের কাছে অগ্রাধিকার শুধুই চমক—কাজ নয়, উন্নয়ন সবসময়ই বাহ্য! এই নীতি নিয়েই ২০২২ সালের বাজেট পেশ করার জন্য প্রস্তুত হতে হবে মোদি সরকারের অর্থমন্ত্রককে। ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের ভবিষ্যৎ বছরে ২ কোটি চাকরির মতোই ‘জুমলা’ ঠেকছে ক্রমশ। আর কবে বাস্তবের মাটিতে পা রাখবেন মোদি? এই বিলাসিতা দেশ আর সইতে পারছে না।
পড়ুয়াদের টিকাকরণ জরুরি

মহামারীতে ভারত-সহ পৃথিবী বারবার আহত হয়েছে। কিন্তু ব্যাপকতার দিক থেকে কোভিড-১৯ বা করোনা নিশ্চিতভাবেই আগেরগুলিকে ছাপিয়ে গিয়েছে। করোনা ভাইরাস চীন দেশে প্রাণঘাতী রূপ নেয় ২০১৯ সালের শেষদিকে। চীন রাশ টানতে ব্যর্থ হতেই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, ভারত প্রভৃতি নানা স্থানে। বিশদ

27th  October, 2021
কেঁচো খুঁড়তে সাপ!

সিবিআই, আইবির মতো আরও একটি কেন্দ্রীয় এজেন্সি গুরুতর অভিযোগের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে। আমাদের দেশের আইন অনুযায়ী যেকোনও ধরনের মাদক সেবন, সংরক্ষণ ও পাচার করা বেআইনি কাজ বলে গণ্য হয়। মাদক নিষিদ্ধ নেশার দ্রব্য। বিশদ

26th  October, 2021
খাদ্যদপ্তরের প্রশংসনীয় দৃঢ়তা  

গত মাসে রাজ্যে দুয়ারে রেশন পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়। তখন এর আওতায় আনা হয় ১৫ শতাংশ ডিলারকে। চলতি মাসের লক্ষ্য ৫০ শতাংশ।
বিশদ

25th  October, 2021
মুষল পর্ব

শরীর থেকে একে একে বসন ভূষণ খসে পড়ছে। বেরিয়ে আসছে ভিতরের কদর্য চেহারা। ভোটে হারার মাত্র ছ’মাসের মধ্যে বিজেপির হালহকিকত তাই। অনায়াসেই বলা যায় রাজা তোর কাপড় কোথায়? খবরে প্রকাশ, বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাটে গেরুয়া শিবিরের কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন।
বিশদ

24th  October, 2021
অর্ধসত্য

ওজন ১৪০০ কেজি। হেমন্তের হিমেল হাওয়ায় এমন বিশালাকার ত্রিবর্ণ পতাকা লালকেল্লার প্রাচীর ঘিরে যেন ডানা মেলেছে। দিল্লির লালকেল্লা, কুতবমিনার থেকে বাংলার হাওড়া ব্রিজ, মেটকাফ হল, কারেন্সি বিল্ডিংয়ের মতো দেশের একশো সৌধ সেজে উঠেছে বাহারি আলোয়। বিশদ

23rd  October, 2021
যোগীর অমানবিক সরকার

মোদি সরকারের তৈরি তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে সরব ভারতের কৃষক শ্রেণি। এ নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন তাঁরা। কৃষকদের দাবি, প্রতিবাদকে গুরুত্ব দিতে নারাজ সরকার। তাতেও হাল ছেড়ে দেননি কৃষকরা। তাঁরা এখনও লক্ষ্যে অবিচল। বিশদ

22nd  October, 2021
তৃতীয় চাহিদা 

রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (এইচডিআই) বা মানব উন্নয়ন সূচকও চালু হয়। একটি দেশের উন্নয়নের মাপকাঠি স্থির করাই ছিল এই সূচকের উদ্দেশ্য। এইচডিআইতে এটাই জোর দিয়ে বলা হল যে, শুধু আর্থিক উন্নতিই একটি দেশের উন্নয়নের সব নয়।
বিশদ

21st  October, 2021
ভারতের সতর্ক পদক্ষেপ জরুরি

শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের এটা চতুর্থ দফা। বাংলাদেশের জাতির পিতা প্রয়াত শেখ মুজিবুর রহমানের কন্যা ১৯৯৬ সালে প্রথম সে-দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামি লিগ সুপ্রিমো হাসিনা পাঁচ বৎসরাধিকাল ওই দায়িত্ব পালন করার পর বিরোধী আসনে গিয়ে বসেন। বিশদ

20th  October, 2021
অশান্ত ভূস্বর্গ

১২ জন সাধারণ নাগরিক, ৯ জন সেনা জওয়ান, ১৩ জন জঙ্গি। এটা নরেন্দ্র মোদি, অমিত শাহের ‘তৈরি’ কাশ্মীরে গত দু’সপ্তাহে ৩৪ জনের খুন বা মৃত্যুর হিসেব। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর কাশ্মীর স্বাভাবিক প্রমাণ করতে মোদি-শাহরা চেষ্টার ত্রুটি রাখেননি। বিশদ

19th  October, 2021
ফের হানা রাজ্যের এক্তিয়ারে
 

নরেন্দ্র মোদি বিজেপির দ্বিতীয় প্রধানমন্ত্রী। বিজেপি হল আরএসএসের রাজনৈতিক শাখা। অর্থাৎ এই দলটিই সঙ্ঘের রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের হাতিয়ার। গান্ধীহত্যা এবং বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত ছিল আরএসএস। বিশদ

18th  October, 2021
বিধি ভাঙা উচ্ছ্বাস

মনে হতে পারে এক বছর ধরে বন্ধ থাকা কোনও গুহার মুখ খুলে দেওয়া হয়েছে। গত বছর এক ব্যতিক্রমী শারদোৎসবের সাক্ষী ছিল বাংলা। করোনার দাপট ছিল সেই সময় বেশি। বেশি ছিল সংক্রমণ ও মৃত্যুর হারও। ফলে প্রশাসন ও পুলিসের তৎপরতাও ছিল তুঙ্গে। বিশদ

17th  October, 2021
শারদ শুভেচ্ছা

আশ্বিনের শারদ প্রাতে নীল-সাদা আকাশ, পুঞ্জীভূত মেঘের আনাগোনা, শিউলির হালকা গন্ধ, কাশফুলের দোলা। প্রকৃতির ‘এই অমোঘ’ রূপকে সাক্ষী রেখে ষষ্ঠীর বোধনের সকাল জানান দিল মা এসেছেন ঘরে। বিশদ

12th  October, 2021
অগ্নিমূল্য তেল ও সিঁদুরে মেঘ

বোধহয় একেই বলে, সর্ষের মধ্যে ভূত! নামেই সর্ষের তেল, অথচ তাতে সর্ষে নামক বস্তুটির নামগন্ধ নেই। সর্ষের তেলের রং, গন্ধ ও ঝাঁঝের সঙ্গে আমরা পরিচিত। আর সর্ষের তেল বাঙালির বড় প্রিয়।
বিশদ

11th  October, 2021
মড়ার উপর খাঁড়ার ঘা

একটা চালু রসিকতা ইদানীং খুব শোনা যাচ্ছে। সরকারের মাথায় যখন নরেন্দ্র মোদি তখন জিনিসপত্রের দাম বাড়বে না তাই কখনও হয়! ঘটনা হল, এটা আর আদৌ রসিকতার পর্যায়ে নেই। বিশদ

10th  October, 2021
আনন্দ করুন বিধি মেনে

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল মাস দুই আগেই। অবশেষে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর উচ্চারণে ‘আশ্বিনের শারদপ্রাতে’র মন ভালো করা চণ্ডীপাঠ দিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। বিশদ

09th  October, 2021
লক্ষ্য হারাচ্ছে সামাজিক মাধ্যম 

কাঠগড়ায় দুটি সংস্থা। ফেসবুক এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস। একটি হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। অন্যটি কাগজে-কলমে একটি অরাজনৈতিক সংগঠন। চরিত্রগতভাবে দুটিকেই যথেষ্ট নিরীহ নির্বিরোধ ভেবে নেওয়া যায়। বিশদ

08th  October, 2021
একনজরে
কুলটি থানার দিশেরগড়ের পর হীরাপুর, আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক অবৈধ অস্ত্র কারখানার কারিগর হিসেবে উঠে আসছে মুঙ্গেরের কারবারিদের নাম। ইতিমধ্যেই পুলিসের জালে ধরা পড়েছে ...

বুধবার দুপুরে কল্যাণী থানার গয়েশপুরের গোকুলপুরে মূক ও বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কৃষ্ণ দাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা বছর দশের ওই নাবালিকা গোকুলপুর এলাকায় ঠাকুমার বাড়িতে বেড়াতে ...

‘আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু কোনও ধারণাই ছিল না কী ঘটে গিয়েছে। চারদিক ধোঁয়ায় ঢেকে ছিল। মনে হচ্ছিল যেন জীবন্ত নরকে ঢুকে পড়েছি।’ এক সাক্ষাৎকারে হিরোশিমার পরমাণু বোমা হামলার সেই বিভীষিকাময় দিনের অভিজ্ঞতার কথা বলেছিলেন সুনাও সুবোই। ...

নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ফের সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় পুরস্কার ব্লু-রিবন পেল। রাজ্যে প্রথম এই পুরস্কার এল। কোভিড পরিস্থিতিতে ২০২০সালে নদীয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের টাকা জনকল্যাণে সঠিকভাবে ব্যবহার করতে পারায় এই পুরস্কার এসেছে বলে জানা গিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায়ে উল্লেখযোগ্য সাফল্য। কৃষিপন্ন বিক্রেতা ও ডাক্তারদের অর্থকড়ি প্রাপ্তি হবে সর্বাধিক। বন্ধুকে টাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৪২০: মিং সাম্রাজ্যে বেজিং প্রথম রাজধানী হিসেবে সরকারী স্বীকৃতি পেল
১৪৯২: ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন
১৮৬৬: বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের জন্ম
১৮৬৭: অ্যাংলো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা তথা স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্ম
১৮৮৬:  আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে
১৯২২: বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ত সরকার রোম দখল করে
১৯৫৫: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জন্ম
২০০২: বিশিষ্ট কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের  মৃত্যু
২০০৬: ঢাকায় বাংলাদেশের আওয়ামী লিগের একদল কর্মী বিরোধী দলের এক সভায় হামলা চালায় খুন করে বিরোধী দলের ১৪ কর্মীকে
২০০৯: পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১১৭ জনের মৃত্যু হয়। জখম হয় ২১৩ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ১০১.৬০ টাকা ১০৫.১০ টাকা
ইউরো ৮৫.৫০ টাকা ৮৮.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী ১৭/৪৭ দিবা ১২/৫০। পুনর্বসু নক্ষত্র  ৯/৫৬ দিবা ৯/৪১। সূর্যোদয় ৫/৪২/৩৮, সূর্যাস্ত ৪/৫৮/২৪। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৫/৫১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে। 
১০ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী দিবা ৮/১২। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/৩২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৯।  অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৪ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে। 
২১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

10:46:11 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ১৩০/৩ (১৫ ওভার)

10:34:42 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৯৫/২ (১০ ওভার)

10:12:05 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৬৩/০ (৬ ওভার)

09:55:02 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা 

09:13:57 PM

টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কা ১১১/৫ (১৬ ওভার) 

08:57:05 PM