শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
চলতি মরশুমের আইপিএলে আরও একবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন তিনি। তবে ক্রিকেট কেরিয়ার নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন যথারীতি। ধোনি বললেন, ‘বাচ্চাদের মতো ক্রিকেট খেলে যেতে চাই। ছয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তবু মাঠে নামলে এখনও সমান রোমাঞ্চ অনুভব করি। তাই মনে হয় খেলা চালিয়ে যাই।’ উল্লেখ্য, গত মরশুমে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে আইপিএলে নেমেছিলেন মাহি। এবারও তেমনই হতে চলেছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধোনির উপর অনেকটাই নির্ভর করেন ঋতুরাজ। কোটিপতি লিগে ক্যাপ্টেন ধোনির সাফল্য যে ঈর্ষণীয়।