শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
আইএসএলের সুপার সানডেতে ঘরের মাঠে মোহন বাগান বনাম ওড়িশা ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তীব্র হাইপ। ২১ ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের পয়েন্ট ৪৯। হাউসফুল স্টেডিয়ামে টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জিততে বদ্ধপরিকর টিম ম্যানেজমেন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি গোয়া একটি ম্যাচ কম খেলে ১০ পয়েন্টে পিছিয়ে। শনিবার মানোলো ব্রিগেডের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। সেক্ষেত্রে সন্দেশ ঝিংগানরা পয়েন্ট খোয়ালেই শিরোপা জিতবে মোহন বাগান। রবিবারের ওড়িশা ম্যাচ স্রেফ নিয়মরক্ষায় হয়ে দাঁড়াবে। হোসে মোলিনা অবশ্য আগ বাড়িয়ে ভাবতে চান না। প্রেসিং ফুটবলে সের্গিও লোবেরার দুর্গ ভাঙতে তৈরি তিনি। দুই স্প্যানিশ কোচই আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী। ফলে জমজমাট ডুয়েলের অপেক্ষায় ফুটবল মহল। কার্ড সমস্যা মিটিয়ে গ্রেগ স্টুয়ার্ট ফিরবেন। পাশাপাশি আশিস রাই ও অনিরুদ্ধ থাপাও চুটিয়ে অনুশীলন করেন। প্রথম দলে কোন চার বিদেশিকে খেলাতে পারেন মোলিনা? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। দুই স্টপার আলবার্তো ও আলড্রেডকে বসানোর প্রশ্ন নেই। দুরন্ত ফর্মে থাকা জেমি ম্যাকলারেনও অটোমেটিক চয়েস। মাঝমাঠে কামিংস না স্টুয়ার্ট? অজি বিশ্বকাপার উইথড্রন ফরোয়ার্ডের ভূমিকাতেও সমান সফল। মোক্ষম সময়ে জাল কাঁপাতেও তাঁর জুড়ি নেই। অনুশীলনেও সাবলীল এই দুই বিদেশি ফুটবলার। ম্যাচের দু’দিন আগেই প্রথম একাদশ সাজিয়ে নিতে পারেন মোলিনা। মাঝমাঠের লড়াইয়ে ওড়িশাকে টেক্কা দিতে মরিয়া তিনি।