শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
গত মরশুম খুব সুখের কাটেনি নীরজের। চোট-আঘাতের কারণে একাধিক প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতের সোনার ছেলে। ওলিম্পিকসেও সোনার আশা জাগিয়ে ব্যর্থ। ৮৯.৫৪ মিটার জ্যাভেলিন ছুঁড়ে রুপো নিয়ে ফিরতে হয়েছিল প্যারিস থেকে। ডায়মন্ড লিগেও শেষ করেছিলেন দ্বিতীয় স্থানে। প্যারিস ওলিম্পিকসে পাক তারকা আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা পান। তাই ভারতের সোনার ছেলের লক্ষ্যও বেড়েছে। এদিন নীরজ বলেন, ‘এই মুহূর্তে লড়াই অনেক কঠিন। শুধু ৯০ মিটার জ্যাভেলিন ছুড়েই স্বস্তি নেই। ফয়সালা হচ্ছে তার বেশি দূরত্ব অতিক্রম করে। তার জন্যই প্রস্তুতি নিচ্ছি।’ পাশাপাশি চোট নিয়েও কথা বলেন নীরজ। তাঁর মন্তব্য, ‘কোচ জেলেজনির পরামর্শে চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তাঁর নির্দেশ মতো রিহ্যাব করে এখন আমি ফিট।’