শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
বারাকপুরে শুরুতে দাপট ছিল মোহন বাগানের। এই পর্বে সেরতোর পেনাল্টি রুখে দেন লাল-হলুদ গোলরক্ষক গৌরব সাউ। এরপরেই দ্বিগুণ উৎসাহে ম্যাচে ফিরে আসে ইস্ট বেঙ্গল। হরিপালের গৌরব গোটা ম্যাচেই ভরসা দিলেন। ডার্বি জিতে উচ্ছ্বসিত বিনো জর্জ। এর আগে তাঁর কোচিংয়ে ঘরোয়া লিগের ডার্বিও পকেটে পোরেন বিষ্ণুরা। অন্যদিকে, খারাপ রেফারিংয়ের অভিযোগে ক্ষুব্ধ মোহন বাগান কোচ ডেগি কার্ডোজো। তাঁর দাবি, নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে দল।