শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
চলতি মরশুমে শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে ম্যান সিটি। একটা সময় টানা ম্যাচ হেরে একের পর এক লজ্জার রেকর্ড গড়েছে পেপ ব্রিগেড। সেখান থেকে ঘুরে দাঁড়াতে অলৌকিক কিছু করে দেখাতে হবে সিটিজেনদের। আর গত ম্যাচে প্রিমিয়ার লিগে নিউকাসলের বিরুদ্ধে জয় অবশ্যই আত্মবিশ্বাস জোগাবে তাদের। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিকে কোচ পেপের অনেকটাই চিন্তা কমিয়েছেন ওমার মারমোশি। পাশাপাশি অভিষেকেই মাঝমাঠে ভরসা জুগিয়েছেন নিকো গঞ্জালেস। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে নজিরের সামনে দাঁড়িয়ে আর্লিং হালান্ড। বুধবার জাল কাঁপালেই কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোলের হাফ-সেঞ্চুরি করবেন নরওয়ে তারকা। উল্লেখ্য, প্রথম লেগেও তাঁর জোড়া গোলে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। তবে রক্ষণের ব্যর্থতায় শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ হয় তারা।
পক্ষান্তরে, ১৬তম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের লক্ষ্যে অবিচল রিয়াল। গ্রুপ পর্বে শুরুটা ভালো না হলেও নক-আউটে দল পা রাখতেই সেরা ছন্দে ধরা দিয়েছে আনসেলোত্তি ব্রিগেড। প্লে-অফের প্রথম লেগে একটা সময় ১-২ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত এতিহাদে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সংযোজিত সময়ে বেলিংহ্যামের গোলে শেষ হাসি হাসে স্প্যানিশ ক্লাবটি। লা লিগায় শেষ তিন ম্যাচে জয়ের দেখা নেই রিয়ালের, যা কিছুটা হলেও কোচ আনসেলোত্তিকে চিন্তায় রাখবে। তবে পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়ন্স লিগে ৩৯টি ম্যাচে প্রথম লেগে জয়ের পর ফিরতি ম্যাচে মাত্র দু’টিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। তাই বুধবার আরও একবার সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য রিয়ালের।
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ব্রেস্টের মুখোমুখি হবে পিএসজি। উল্লেখ্য, প্রথম লিগে ৩-০ গোলে জিতে আগেই শেষ ষোলোর পথে পা বাড়িয়ে রেখেছে প্যারিসের ক্লাবটি। ঘরের মাঠে সেই ব্যবধান আরও বাড়ানোই লক্ষ্য লুই এনরিকে ব্রিগেডের। প্রথম লেগে ঘরের মাঠে জয় পেয়েছে জুভেন্তাস। পিএসভি’কে ২-১ গোলে হারায় তারা। বুধবার অ্যাওয়ে ম্যাচে না হারাই লক্ষ্য তুরিনে ওল্ড লেডির।