শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
মঙ্গলবার ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করল মোহন বাগান। আসেননি সাহাল আবদুল সামাদ। এছাড়া আশিস রাই, মনবীররাও সাইড লাইনে রিহ্যাব করলেন। তবে কার্ড সমস্যা মিটিয়ে স্টুয়ার্টের কামব্যাক স্বস্তির কারণ। আসলে ম্যাকা, কামিংসের ঝলকানিতে কেরল গাঁট টপকালেও মাঝমাঠ নিয়ে প্রশ্ন থাকছেই। দীপক টাংরি বা আপুইয়ার ভুল থেকে গোল হতেই পারত কেরল। মনে রাখতে হবে, ওড়িশায় হুগো বোমাস, আহমেদ জাহুর মতো মিডফিল্ডার রয়েছেন। পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে মুখিয়ে বোমাসরা। তাই দ্রুত মাঝমাঠের দখল নেওয়া দরকার। প্রথম পর্বে ভুবনেশ্বরে দু’দলের সাক্ষাৎ ১-১ গোলে ড্র হয়। হুগো বোমাস লোবেরা ব্রিগেডকে এগিয়ে দেওয়ার পর গোল শোধ করেন মনবীর সিং। যুবভারতীতেও আক্রমণাত্মক ফুটবলই লোবেরার হাতিয়ার। কারণ লিগ টেবিলে তাঁর দল এখন সপ্তম স্থানে রয়েছে। সুপার সিক্সে পৌঁছতে গেলে জিততে হবে। তাই যে কোনও মূল্যে মরণ কামড় দিতে তৈরি ওড়িশা।