শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
এদিন টস হেরে ব্যাট করতে নেমে গুজরাত কখনই স্বস্তিতে ছিল না। তিন ওভারের মধ্যে বেথ মুনি (১), লউরা উলভারডট (৪) ও দয়ালান হেমলতাকে (৯) হারিয়ে চাপে পড়ে যায় ইনিংস। সেই চাপ আর কাটানো যায়নি। ক্যাপ্টেন আশলে গার্ডনার (১০), দিয়ান্দ্রা ডটিন (৭) হতাশ করেন এরপর। পাঁচে নামা হারলিন দেওল (৩২) প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টেকেননি। উল্টোদিকে নিয়মিত পড়তে থাকে উইকেট। শেষ পর্যন্ত কোনও রকমে ১২০ রানে পৌঁছয় তারা। মুম্বইয়ের সফলতম বোলার হেইলে ম্যাথিউজ (৩-১৬)। ন্যাট স্কিভার-ব্রান্ট (২-২৬), অ্যামেলিয়া কের (২-২২) ছিলেন সঙ্গতে। বিরতিতে ম্যাচের সেরা হেইলে ম্যাথিউজ বলেন, ‘এত কম রানে গুজরাতকে থামাতে পারব ভাবিনি। আমরা ঝাঁপিয়েছি জেতার জন্য। উন্নতির রাস্তায় থাকাই লক্ষ্য।’
জবাবে ১৬.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছয় মুম্বই (১২২-৫)। ন্যাট স্কিভার-ব্রান্ট করেন ৫৭। তবে রান পাননি ক্যাপ্টেন হরমনপ্রীত (৪)। অ্যামেলিয়া কের (১৯), হেইলে (১৭), সাজীবন সজনা (১০), ইয়াস্তিকা ভাটিয়ারাও (৮) বড় রান পাননি। গুজরাতের হয়ে বল হাতে সফল কাশভি গৌতম (২-১৫) ও প্রিয়া মিশ্র (২-৪০)।