শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন পাক প্রশাসনের কাছেও অ্যাসিড টেস্ট। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে জঙ্গি হামলার পর প্রায় একঘরে হয় পাকিস্তান। মুখ ঘুরিয়ে নিয়েছিল ক্রিকেট খেলিয়ে বিভিন্ন দেশ। ২০১৫ সালে ‘বাবা বাছা’ করে জিম্বাবোয়েকে আমন্ত্রণ করে নিয়ে যায় পাক বোর্ড। এবারের মিনি বিশ্বকাপ নিয়েও প্রচুর বিতর্ক। ওয়াঘার ওপারে গিয়ে ম্যাচ খেলতে রাজি হয়নি মেন ইন ব্লু। চাপে পড়ে ভারত-পাক মহারণ দুবাইতে সরিয়ে নেয় আইসিসি। ঘরের মাঠে মেগা টুর্নামেন্টের সফল আয়োজন তাই পাক প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। স্টেডিয়াম থেকে টিম হোটেল-নিরাপত্তার চাদরে কার্যত দুর্গ। নিরাপত্তার বলয় এড়িয়ে মাছি গলার জো নেই। এরইমধ্যে বুধবার জমকালো উদ্বোধনের অপেক্ষায় ন্যাশনাল স্টেডিয়াম। ম্যাচের আগে পারফর্ম করবে পাকিস্তান এয়ারফোর্স।