শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
আইসিসি’কে দেওয়া সাক্ষাৎকারে শিখর ধাওয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর চোখে চ্যাম্পিয়ন কোন দল? জবাবে বাঁ হাতি ওপেনার বলেন, ‘ভারত ছাড়া আর কোনও নাম ভাবতে পারছি না। বুমরাহ নেই ঠিকই, কিন্তু আমাদের ব্যাটিং খুবই শক্তিশালী। দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত ভারসাম্য রয়েছে। একদিকে রোহিত, কোহলি, জাদেজা, সামির মতো সিনিয়ররা আছে। আবার গিল, ঋষভ, বরুণদের মতো তরুণরা দলকে জেতাতে পারদর্শী। বিশেষ করে গিলের ব্যাটিং আমাকে ভীষণই আকৃষ্ট করছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ওর ধারাবাহিকতা প্রশংসাযোগ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গিলকে নিয়ে আশাবাদী।’
ভারত ছাড়াও আয়োজক দেশ পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকেও ফেভারিটের তালিকায় রাখছেন গব্বর। তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান গতবারের চ্যাম্পিয়ন। রিজওয়ানরা এবার ঘরের মাঠে খেলবে। সেই সুবিধা কাজে লাগিয়ে খেতাব ধরে রাখার চেষ্টা করবে ওরা। অস্ট্রেলিয়া বড় আসরের দল। তবে চোট সমস্যা ভোগাতে পারে স্মিথদের। দক্ষিণ আফ্রিকা গত কয়েক বছর ধরে যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে ওদের কাছে ভালো ফল আশা করাই যায়।’