শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
তবে মাঠের বাইরে বিরাটদের জন্য থাকছে ফুল-বেলপাতা। সমর্থকরা অপেক্ষা করছেন একঝলক দেখার জন্য। সৌভাগ্যবানদের কপালে জুটছে টিমবাসে ওঠার মুখে অটোগ্রাফ। কেউ কেউ মোবাইলের ফ্রেমে ধরে রাখতে চাইছেন নায়ককে দেখার মুহূর্ত। রবিবার ও সোমবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় দলের অনুশীলনের শেষে এমন ছবিই ধরা পড়ল। কেউ এসেছেন ওমান থেকে, কেউ আবার আমেরিকার নাগরিক। মাত্র পাঁচ মিটার দূরে বিরাটদের দেখে আনন্দে আত্মহারা পরিবারের সকলে। দেদার ছবি, ভিডিও তোলা চলল তাই। ভারতীয় দলের অন্য ক্রিকেটারদের অটোগ্রাফও নেওয়া হল পর পর। তবে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বিরাট, রোহিতদের ব্যাটে রানই ভক্তদের প্রাথমিক চাহিদা।
এর মধ্যে ভারতীয় শিবিরে ফের অধিনায়ক ও কোচের মধ্যে সংঘাতের গল্প ভাসছে। ক্যাপ্টেন রোহিত নাকি প্রথম এগারোয় কুলদীপ যাদবকে খেলানোর পক্ষপাতী। অন্যদিকে, কোচ গৌতম গম্ভীরের পছন্দ বরুণ চক্রবর্তী। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন ‘মিস্ট্রি স্পিনার’। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করছেন গম্ভীর। কিন্তু রোহিতের ভোট থাকছে কুলদীপের দিকে। এদিকে, সফরে পরিবারকে সঙ্গে রাখার ব্যাপারে কড়া অবস্থান থেকে কিছুটা সরে এল বিসিসিআই। এক রিপোর্ট অনুসারে, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ক্রিকেটারদের সঙ্গে পরিবার থাকতে পারবে। তবে তা শুধুই একটা ম্যাচের জন্য।