কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
সিডনি টেস্টে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ১৪১। আগের ইনিংসের লিড হিসেবে রয়েছে আরও ৪ রান। ফলে দু ইনিংস মিলিয়ে ভারতের ঝুলিতে এখন মোট রান ১৪৫। ক্রিজে অপরাজিত রয়েছেন জাদেজা ও ওয়াশিংটন। ভারতীয় শিবিরে ব্যাটার তকমা লাগানো শেষ অস্ত্র এরা দু’জনই । এরপর রয়েছেন বুমরাহ, সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। ফলে তৃতীয় দিনের শুরুতে ভারতের ইনিংস সামলানোর দায়িত্ব থাকছে জাড্ডু ও সুন্দরের হাতেই।
দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য ভারতকে বেশ চনমনেই দেখাচ্ছিল। ৯ রানে ১ উইকেট হারিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার প্রায় কোনও ব্যাটারকেই খুব বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে দেননি বুমরাহ ব্রিগেড। শুধুমাত্র ৫৭ করেন ওয়েবস্টার ও ৩৩ করেন স্মিথ। তবে কার্যকরী অধিনায়ক বুমরাহ যখন আহত হয়ে মাঠ ছাড়েন, তখনও অজিদের হাতে ছিল ৫ উইকেট। কিন্তু বুমরাহের অভাব বুঝতে দেয়নি সিরাজ, নীতিশ ও প্রসিদ্ধ কৃষ্ণারা। প্রথম ইনিংসে অজিদের ১৮১ রানেই আটকে দেন তাঁরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ভারতের ব্যাটিং ব্যর্থতার চেনা ছবি ধরা পড়ল। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর দাঁড়াল ৬ উইকেটের বিনিময়ে ১৪১।
বিশেষজ্ঞরা মনে করছেন, সিডনির পিচে ঘাস রয়েছে। আবার সবুজের আস্তরণের নীচে ক্র্যাকও রয়েছে। ফলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাট করাও খুব বেশি সুবিধাজনক হবে না বলেই অনুমান। যদি তৃতীয় দিনের শুরুতে জাদেজা ও ওয়াশিংটন কিছুক্ষণ সামলে নিতে পারেন ও সব মিলিয়ে ভারত ২০০-এর গণ্ডি পেরোতে পারে, তবে কঠিন চ্যালেঞ্জ হতে পারে ক্যাঙারু শিবিরের জন্য। তবে সেক্ষেত্রেও নজর রাখতে হবে ভারতীয় শিবিরের ‘সবেধন নীলমণি’ বুমরাহের দিকেই।