কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
গত সপ্তাহে এভার্টনের সঙ্গে ড্র। তারপর লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে ম্যান সিটি। তবে চোট-আঘাতে জর্জরিত সিটিজেনদের কাছে ধারাবাহিকতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ। তিন ম্যাচ পর গোল পেয়ে চনমনে আর্লিং হালান্ড। অন্যদিকে, জয়ের সরণিতে ফিরতে মরিয়া চেলসি। শেষ তিনটি ম্যাচে একটি ড্র ও দু’টি হার তাদের কিছুটা পিছনে ঠেলে দিয়েছে। শনিবার তাই ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে আসাই লক্ষ্য দ্য ব্লুজের।