কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
এবারের ডার্বি মোহন বাগানের হোম ম্যাচ। সমর্থকদের আবেগের কথা ভেবে কলকাতায় ম্যাচ আয়োজনে মরিয়া ছিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। প্রয়োজনে ৩৫ হাজার টিকিট ছাপিয়েও ম্যাচ করতে বদ্ধপরিকর ছিলেন কর্তারা। চেষ্টা অব্যাহত থাকলেও পুলিসি অনুমতি পাওয়া দুষ্কর। ভিনরাজ্যে ম্যাচ খেলতে হলে পছন্দের তালিকায় এক নম্বরে ছিল জামশেদপুর। কিন্তু বিধি বাম। আপত্তি জানায় ইস্পাত নগরীর ফ্র্যাঞ্চাইজি দল। আসলে ডার্বির পরেই জামশেদপুরের বিরুদ্ধে খেলবে মোহন বাগান। তাই প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিতে নারাজ কোচ খালিদ জামিল। কলকাঠি তিনিই নেড়েছেন। গুয়াহাটি বা দিল্লিতে মাঠ পাওয়া সমস্যার। অগত্যা ভুবনেশ্বর বেছে নেওয়া ছাড়া উপায় নেই। অন্যদিকে, সূচি অনুযায়ী ডার্বি আয়োজন করতে চাইছে এফএসডিএল। অতএব জগন্নাথ ধামেই হতে পারে ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজক ম্যাচ।