কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
২০২১ সালে টেস্টে অভিষেক হয় বোল্যান্ডের, সেটাও ৩২ বছর বয়সে। কিন্তু প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের উপস্থিতিতে অস্ট্রেলিয়া দলে জায়গা পাকা করতে পারেননি। সিডনিতে কেরিয়ারের মাত্র ১৩তম টেস্ট খেলছেন বোল্যান্ড। কেউ ছিটকে গেলে তবেই তিনি সুযোগ পান। যেমন চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে হ্যাজলউডের চোটে তাঁর কপালে শিকে ছিঁড়েছে। তবে যখনই সুযোগ পান জাত চেনাতে ভুল হয় না। এদিনও অস্ট্রেলিয়ার সফলতম বোলার বোল্যান্ড। ২০ ওভারে ৩১ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নিয়েছেন। কোহলি ছাড়াও তাঁর শিকার যশস্বী, পন্থ ও নীতীশ।
স্কোরবোর্ড: ভারত ১ম ইনিংস- যশস্বী ক ওয়েবস্টার বো বোল্যান্ড ১০, রাহুল ক কনস্টাস বো স্টার্ক ৪, গিল ক স্মিথ বো লিয়ঁ ২০, কোহলি ক ওয়েবস্টার বো বোল্যান্ড ১৭, পন্থ ক কামিন্স বো বোল্যান্ড ৪০, জাদেজা এলবিডব্লু বো স্টার্ক ২৬, নীতীশ ক স্মিথ বো বোল্যান্ড ০, সুন্দর ক কেরি বো কামিন্স ১৪, প্রসিদ্ধ ক কনস্টাস বো স্টার্ক ৩, বুমরাহ ক স্টার্ক বো কামিন্স ২২, সিরাজ অপরাজিত ৩, অতিরিক্ত ২৬। মোট (৭২.২ ওভারে) ১৮৫। বোলিং: স্টার্ক ১৮-৫-৪৯-৩, কামিন্স ১৫.২-৪-৩৭-২, বোল্যান্ড ২০-৮-৩১-৪, ওয়েবস্টার ১৩-৪-২৯-০, লিয়ঁ ৬-২-১৯-১।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস- কনস্টাস ব্যাটিং ৭, খাওয়াজা ক রাহুল বো বুমরাহ ২। মোট (৩ ওভারে) ১ উইকেটে ৯। বোলিং: বুমরাহ ২-০-৭-১, সিরাজ ১-০-২-০।