শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
এদিন দুপুরে স্থানীয়রা ওই ডাম্পিং গ্রাউন্ড থেকে ধোঁয়া বের হতে দেখেন। খবর পেয়ে পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পাল ও স্থানীয় কাউন্সিলার বৃন্দাবন মণ্ডল ঘটনাস্থলে পৌঁছন। তাঁরাই দমকলে খবর দেন। পুরসভার আর্থমুভার ব্যবহার করে আবর্জনা সরানোর কাজ চালানো হয়। যাতে আগুন ছড়িয়ে না পড়ে। কৃষ্ণেন্দুবাবু বলেন, দুপুর ১টা ২০ মিনিট নাগাদ খবর পাই। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং গ্রাউন্ড সংস্কার চলছে। আবর্জনা পৃথকীকরণের কাজও হচ্ছে। মিস্ত্রিরা টিফিন করতে যাওয়ার পর আগুন লাগে। কীভাবে আগুন লাগল, এখনই বোঝা যাচ্ছে না। বৃন্দাবনবাবু বলেন, সৌভাগ্যবশত আগুন বেশি দূর ছড়াতে পারেনি। এখন ডাম্পিং গ্রাউন্ডে প্রাচীর দেওয়ার কাজ চলছে। সেই কাজ প্রায় শেষের পথে। -নিজস্ব চিত্র