শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ... বিশদ
জানা গিয়েছে, কয়েক দিন আগে ধর্ষিতা বাড়িতে একা ছিলেন। তাঁর বাবা, মা সহ পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে গিয়েছিলেন। এই সময় বিজেপি কর্মী বাড়িতে ঢুকে তাঁকে জোর করে ধর্ষণ করে। তাঁর মা বলেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না। জমিতে কাজ করতে গিয়েছিলাম। এই সময় অভিযুক্ত ঘরে ঢুকে মেয়ের ইজ্জতহানি করে। পরে আমরা বাড়ি ফিরলে মেয়ে সব কথা জানায়। মেয়ে বিষয়টি গ্রামের কয়েক জন মহিলাকে জানালে অভিযুক্তের স্ত্রী বাড়িতে এসে মেয়েকে প্রচণ্ড মারধর করে। আমি অভিযুক্তের স্ত্রীর কাছে এব্যাপারে জানতে গেলে সে কোনও কিছু মানতে চায়নি। পরে আমরা সবং থানায় অভিযোগ দায়ের করি।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আবুকালাম বক্স বলেন, ধৃত ব্যক্তি সক্রিয় বিজেপি কর্মী। গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী অমূল্য মাইতির সঙ্গে মিছিল করার ছবিও আছে। এটাই বিজেপির চরিত্র। আমরা তার কঠোর শাস্তি দাবি করছি। বিজেপির জেলা সহ সভাপতি অমূল্যবাবু বলেন, যদি ঘটনা ঘটিয়ে থাকে, খুবই নিন্দনীয়। শাস্তি হওয়া উচিত। সে বিজেপি করে কি না আমি জানি না। তবে আমি যখন তৃণমূল করতাম সে তৃণমূল করত। ধৃত কালীপদ দাসকে নিয়ে যাচ্ছে পুলিস। নিজস্ব চিত্র