কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
স্থানীয় সূত্রে খবর, আজ, শনিবার সকালে বীরভূমের ঘুড়িষা পঞ্চায়েত এলাকার ১৪ নম্বর জাতীয় সড়কের উপর খাদিম পুকুরের মোড়ের কাছে একটি মোটর বাইকের সঙ্গে দশ চাকার একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে আগুন লেগে যায়। রাস্তার উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাকটি। অন্যদিকে সংঘর্ষে চালক সমেত বাইকটি ট্রাকের তলায় চলে যায় বলে খবর। জানা গিয়েছে, রাস্তার সঙ্গে মোটর বাইকটির ঘর্ষণের ফলে প্রথমে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়। সেই স্ফুলিঙ্গ ট্রাকটির পেট্রল ট্যাঙ্কের সংস্পর্শে আসার ফলেই এই অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলামবাজার থানার পুলিস। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে ইলামবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কটি সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।